Ajker Patrika

ভারতের বিরুদ্ধে শিখ হত্যার তথ্য পেয়েছে ফাইভ আইজ: কানাডায় মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৫০
Thumbnail image

কানাডাসহ মিত্র দেশগুলোর গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’-এর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার গণমাধ্যম সিটিভি নিউজ নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন।

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত গোয়েন্দা জোট ফাইভ আইজ। ডেভিড কোহেন বলেন, ‘ফাইভ আইজের অংশীদারদের মধ্যে কিছু তথ্য শেয়ার করা হয়েছিল। আর সেসবের সাহায্যেই প্রধানমন্ত্রী (জাস্টিন ট্রুডো) বিবৃতিটি দেন।’

সিটিভি নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ডেভিড কোহেনের আংশিক মন্তব্য প্রচার করেছিল সিটিভি। যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে সম্পূর্ণ সাক্ষাৎকারটি আজ রোববার প্রচার করা হবে বলে জানানো হয়।

গত বৃহস্পতিবার কানাডীয় কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, হরদীপ হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ কানাডায় ভারতীয় কূটনীতিকদের নজরদারির ভিত্তিতেই তৈরি করা হয়েছে। যার মধ্যে গোয়েন্দা তথ্য দিয়েছে এক গুরুত্বপূর্ণ মিত্র দেশ। যদিও মিত্র দেশের নাম প্রকাশ করেননি সেই কর্মকর্তা।

শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জেরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। হত্যাকাণ্ডে দিল্লির হাত আছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি অভিযোগ করেন। গত সোমবার কানাডার পার্লামেন্টে ট্রুডো বলেন, হরদীপ হত্যায় ভারত সরকার জড়িত থাকার বিষয়ে কানাডার গোয়েন্দা সংস্থার হাতে ‘বিশ্বাসযোগ্য’ সূত্র রয়েছে। ট্রুডোর এ অভিযোগকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে ভারত সরকার।

হরদীপ সিং হত্যায় ভারতের এজেন্টের জড়িত থাকার অভিযোগ এনে ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর জবাবে ভারতও কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে পাঁচ দিনের মধ্যে দিল্লি ছাড়ার আদেশ দেয়।

গত মঙ্গলবার কানাডা তার নাগরিকদের ভারত ভ্রমণের ব্যাপারে পরামর্শের তালিকা হালনাগাদ করেছে। এর জবাবে গত বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পরই কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয় নয়াদিল্লি।

কানাডা এখনো ট্রুডোর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি।

ভারতে জন্ম গ্রহণ করা হরদীপ সিং নিজ্জার ২০০৭ সালে কানাডীয় নাগরিক হন। ভ্যাঙ্কুভারের শহরতলি সারের শিখ মন্দিরের বাইরে এ বছরের জুন মাসে তাঁকে গুলি করে হত্যার বহু আগেই ভারত সরকার তাঁকে খুঁজছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত