Ajker Patrika

ভারত সফরে নাগরিকদের সতর্ক থাকতে বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০: ০৭
Thumbnail image

ভারত সফরে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘অপরাধ ও সন্ত্রাসবাদের’ কারণে ভারত সফরের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন নাগরিকদের। একই সঙ্গে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক ভ্রমণ সতর্কতা জারি করেছে। ভারতে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের দুই মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এক দিন আগে জারি করা আরেক সতর্কবার্তায় পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের তিন মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের বলেছে, ‘ভারতে অপরাধ ও সন্ত্রাসবাদের কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদ ও নাগরিক অস্থিরতার কারণে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে (পূর্ব লাদাখ অঞ্চল ও এর রাজধানী লেহ ছাড়া) ভ্রমণ করবেন না। সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যেও কেউ ভ্রমণ করবেন না।’

ভ্রমণবিষয়ক ওই সতর্কতায় আরও বলা হয়েছে, ‘ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবেদন অনুসারে ধর্ষণ ভারতে দ্রুত ক্রমবর্ধমান অপরাধগুলোর একটি। এ ছাড়া পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে যৌন নিপীড়নের মতো সহিংস অপরাধগুলোও ব্যাপক হারে ঘটছে।’ সতর্কতায় আরও বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা কোনো সতর্কতা ছাড়াই পর্যটন স্থান, পরিবহন, বাজার/শপিং মল এবং সরকারি সেবাকেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে।’

ভ্রমণবিষয়ক ওই সতর্কতায় পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও তেলেঙ্গানার গ্রামাঞ্চলে ভ্রমণ থেকে বিরত থাকা উচিত উল্লেখ করে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে, পূর্ব মহারাষ্ট্রে এবং উত্তর তেলেঙ্গানার গ্রামীণ এলাকায় মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের ক্ষমতা সীমিত। কারণ মার্কিন সরকারের কর্মচারীদের অবশ্যই এই অঞ্চলগুলোতে ভ্রমণের জন্য বিশেষ অনুমোদন নিতে হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত