Ajker Patrika

ওয়াশিংটনে পুলিশের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভকারীদের সংঘর্ষ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২২: ০২
ওয়াশিংটনে পুলিশের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভকারীদের সংঘর্ষ

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির হেডকোয়ার্টারের সামনে ওই সংঘর্ষ হয় বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় সংঘর্ষ চলাকালীন সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিসসহ বেশ কয়েকজন ডেমোক্রেটিক প্রতিনিধি ও প্রার্থী ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির হেডকোয়ার্টারের ভেতরে অবস্থান করছিলেন। তাঁরা মূলত একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে সংঘর্ষের জের ধরে ওই অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। 

মার্কিন ক্যাপিটল পুলিশের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য ধরপাকড় শুরু করেছিলেন। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ‘অবৈধ এবং বিশৃঙ্খল’ উপায়ে প্রায় দেড় শ মানুষ বিক্ষোভ শুরু করেছিলেন। তবে বিক্ষোভকারী বিশৃঙ্খলার জন্য পুলিশকেই দায়ী করেছে। তাঁরা বলছে, কোনো পূর্বসতর্কতা ছাড়াই পুলিশ সদস্যরা তাঁদের ওপর হামলা চালান। 

ফিলাডেলফিয়া অঙ্গরাজ্য থেকে এসে বিক্ষোভে অংশ নেওয়া ড্যানি নোবল নামে এক ব্যক্তি অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) জানান, হামলা চালানো পুলিশ কর্মকর্তাদের কাছে দাঙ্গার সময় ব্যবহৃত হয়—এমন পোশাক ও যন্ত্রপাতি ছিল। তাঁরা অক্ষম ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপরও চড়াও হয়েছিলেন বলে জানান ড্যানি। 

ভবনের ভেতরে থাকা রাজনীতিবিদেরা জানিয়েছেন, পুলিশ ডিএনসি সদর দপ্তর এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর ডেমোক্রেটিক পার্টি গাজায় যুদ্ধবিরতির আহ্বানে সাড়া না দেওয়ায় দেশটির প্রগতিশীল মানুষের ক্রমবর্ধমান ক্ষোভের সম্মুখীন হচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত