যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মিলাওয়াকিতে হত্যাচেষ্টার শিকার হয়ে অল্পের জন্য বেঁচে ফিরেছেন। এরপর গতকাল সারা দিন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও স্থানীয় সময় আজ সোমবার তিনি বলেছেন, ‘আমি হয়তো মারাও যেতে পারতাম।’ তিনি আরও বলেছেন, ঈশ্বরের কারণেই হয়তো আমি আজ এখানে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে আজ সোমবার সকালে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য আবারও মিলওয়াকিতে যাওয়ার পথে এই সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তাঁর চিকিৎসকেরা তাঁকে বলেছেন, তাঁর ফিরে আসা একটি ‘অলৌকিক ঘটনা’।
নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন গুলির ঘটনা ঘটে, তখন তিনি তাঁর বক্তব্যের অন্য একটি পার্টের লিখিত অংশ দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলেন এবং মূলত এ কারণেই তিনি বেঁচে যান বলে তাঁর ধারণা। তিনি বলেন, মূলত এ কারণেই তাঁর কানে সামান্য আঘাত লাগে এবং তিনি বেঁচে যান।
যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমার এখানে থাকার কথা ছিল না, আমার তো মারা যাওয়ার কথা।’ এ সময় তিনি আবারও বলেন, ‘আমার তো আসলে মরে যাওয়ার কথা ছিল।’ সাক্ষাৎকারে ট্রাম্প তাঁকে রক্ষা করার জন্য ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যা করার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন। তিনি বলেন, ‘নিরাপত্তাবাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।’ বন্দুকধারী ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাইরাল হওয়া একটি ছবি নিয়েও কথা বলেন। তাঁর সেই ছবিতে দেখা যায়, রক্তাক্ত মুখমণ্ডল নিয়েও ডোনাল্ড ট্রাম্প তাঁর মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন, ‘লড়াই করে যেতে হবে।’ সেই ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অনেকে লোকেই বলছেন, এই ছবি তাদের জীবনে দেখা সবচেয়ে সেরা আইকনিক ছবি। তাঁরা ঠিক বলেছেন। তবে এ ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দেওয়া লাগতে পারে, কিন্তু আমি মরিনি।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘অনেক লোকে বলছেন, ভাগ্য বা ঈশ্বরের সহায়তায় আজ আমি এখানে উপস্থিত আছি।’ এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, এ ঘটনা তাঁর নীতি বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে কি না? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের দেশকে একত্রিত করার চেষ্টা করতে চাই। কিন্তু আমি জানি না এটি সম্ভব কি না। মানুষ খুবই বিভক্ত।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মিলাওয়াকিতে হত্যাচেষ্টার শিকার হয়ে অল্পের জন্য বেঁচে ফিরেছেন। এরপর গতকাল সারা দিন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও স্থানীয় সময় আজ সোমবার তিনি বলেছেন, ‘আমি হয়তো মারাও যেতে পারতাম।’ তিনি আরও বলেছেন, ঈশ্বরের কারণেই হয়তো আমি আজ এখানে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে আজ সোমবার সকালে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য আবারও মিলওয়াকিতে যাওয়ার পথে এই সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তাঁর চিকিৎসকেরা তাঁকে বলেছেন, তাঁর ফিরে আসা একটি ‘অলৌকিক ঘটনা’।
নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, যখন গুলির ঘটনা ঘটে, তখন তিনি তাঁর বক্তব্যের অন্য একটি পার্টের লিখিত অংশ দেখার জন্য পোডিয়ামের দিকে ঝুঁকেছিলেন এবং মূলত এ কারণেই তিনি বেঁচে যান বলে তাঁর ধারণা। তিনি বলেন, মূলত এ কারণেই তাঁর কানে সামান্য আঘাত লাগে এবং তিনি বেঁচে যান।
যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আমার এখানে থাকার কথা ছিল না, আমার তো মারা যাওয়ার কথা।’ এ সময় তিনি আবারও বলেন, ‘আমার তো আসলে মরে যাওয়ার কথা ছিল।’ সাক্ষাৎকারে ট্রাম্প তাঁকে রক্ষা করার জন্য ও বন্দুকধারী থমাস ক্রুকসকে হত্যা করার জন্য সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন। তিনি বলেন, ‘নিরাপত্তাবাহিনীর কর্মীরা দুর্দান্ত কাজ করেছেন।’ বন্দুকধারী ট্রাম্পের মঞ্চ থেকে প্রায় ১৩০ গজ দূরের একটি ছাদ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাইরাল হওয়া একটি ছবি নিয়েও কথা বলেন। তাঁর সেই ছবিতে দেখা যায়, রক্তাক্ত মুখমণ্ডল নিয়েও ডোনাল্ড ট্রাম্প তাঁর মুষ্টি উঁচিয়ে ধরেছেন এবং বলছেন, ‘লড়াই করে যেতে হবে।’ সেই ছবি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অনেকে লোকেই বলছেন, এই ছবি তাদের জীবনে দেখা সবচেয়ে সেরা আইকনিক ছবি। তাঁরা ঠিক বলেছেন। তবে এ ধরনের ছবি পাওয়ার জন্য প্রাণও দেওয়া লাগতে পারে, কিন্তু আমি মরিনি।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘অনেক লোকে বলছেন, ভাগ্য বা ঈশ্বরের সহায়তায় আজ আমি এখানে উপস্থিত আছি।’ এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, এ ঘটনা তাঁর নীতি বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে কি না? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের দেশকে একত্রিত করার চেষ্টা করতে চাই। কিন্তু আমি জানি না এটি সম্ভব কি না। মানুষ খুবই বিভক্ত।’
২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়্যালিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৩৯ মিনিট আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
২ ঘণ্টা আগেগত রোববার রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে একটি নির্বাচনী মিছিল উৎসবমুখর পরিবেশে শুরু হলেও মুহূর্তেই তা রূপ নেয় এক ভীতিকর পরিস্থিতিতে। কারণ যাকে কেন্দ্র করে সেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছিল সেই মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেসকে সে সময় গুলি করে হত্যা করা হয়েছে।
২ ঘণ্টা আগে