পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেয়াল ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আজ বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে ঘটনাস্থলে ব্যাপক পানি জমে যায়। পরে আগে থেকেই দুর্বল হয়ে থাকা দেয়ালটি ধসে পড়ে যায়।
স্থানীয় পুলিশের সুপারিনটেনডেন্ট খান জেব জানিয়েছে, অত্যাধুনিক সরঞ্জামাদির সাহায্যে ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জেব জানান, ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বলে সন্দেহ করায় এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) নির্বাহী পরিচালক ড. ইমরান সিকান্দারের মুখপাত্র ডা. মোবাশ্বির দাহা জানিয়েছেন, নিহতদের প্রায় সবাই শ্রমিক। তাঁদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ডা. দাহা আরও বলেন, ছয়জন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিরাও আশঙ্কামুক্ত।
ঘটনার পর পিমস হাসপাতাল কর্তৃপক্ষ সব চিকিৎসক ও প্যারামেডিকেল স্টাফদের সতর্ক অবস্থায় রেখেছে। এ বিষয়ে ডা. দাহা বলেন, ‘পিমস প্রশাসন তীব্র বৃষ্টিপাতের পরে সম্পূর্ণ সতর্ক রয়েছে। যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় হাসপাতালের কর্মীরা প্রস্তুত।’
ইসলামাবাদ পুলিশের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন একটি বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে শ্রমিকেরা একটি তাঁবুতে অবস্থান করছিলেন। পরে সেখানে দেয়ালটি ধসে পড়লে ১১ জন নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকেরা শহরের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে একটি আন্ডারপাস নির্মাণের কাজ করছিলেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেয়াল ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আজ বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে ঘটনাস্থলে ব্যাপক পানি জমে যায়। পরে আগে থেকেই দুর্বল হয়ে থাকা দেয়ালটি ধসে পড়ে যায়।
স্থানীয় পুলিশের সুপারিনটেনডেন্ট খান জেব জানিয়েছে, অত্যাধুনিক সরঞ্জামাদির সাহায্যে ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জেব জানান, ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বলে সন্দেহ করায় এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) নির্বাহী পরিচালক ড. ইমরান সিকান্দারের মুখপাত্র ডা. মোবাশ্বির দাহা জানিয়েছেন, নিহতদের প্রায় সবাই শ্রমিক। তাঁদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ডা. দাহা আরও বলেন, ছয়জন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিরাও আশঙ্কামুক্ত।
ঘটনার পর পিমস হাসপাতাল কর্তৃপক্ষ সব চিকিৎসক ও প্যারামেডিকেল স্টাফদের সতর্ক অবস্থায় রেখেছে। এ বিষয়ে ডা. দাহা বলেন, ‘পিমস প্রশাসন তীব্র বৃষ্টিপাতের পরে সম্পূর্ণ সতর্ক রয়েছে। যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় হাসপাতালের কর্মীরা প্রস্তুত।’
ইসলামাবাদ পুলিশের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন একটি বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে শ্রমিকেরা একটি তাঁবুতে অবস্থান করছিলেন। পরে সেখানে দেয়ালটি ধসে পড়লে ১১ জন নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকেরা শহরের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে একটি আন্ডারপাস নির্মাণের কাজ করছিলেন।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য প্রচারিত হচ্ছে। তবে বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৪২টি রাষ্ট্রকে চিহ্নিত করেছে, যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এএফপির গণনায় ফ্রান্স অন্তর্ভুক্ত। কারণ, দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত...
১ ঘণ্টা আগেফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া। এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। গতকাল শুক্রবার তিনি জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে..
২ ঘণ্টা আগেফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ বাড়ছে। এরই মধ্যে এই দাবিতে দেশটির ৯টি রাজনৈতিক দলের ২২০ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লিখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দাদের জন্য আরবি ভাষা ও ইসলামিক জ্ঞানার্জন বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোয়েন্দা শাখার সব সৈনিক ও কর্মকর্তার জন্য আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে।
৩ ঘণ্টা আগে