অবশেষে দেউলিয়ার হওয়ার মুখে থাকা পাকিস্তানের ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের ঋণ দিতে রাজি হয়েছে আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আট মাসের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার ঋণদাতা সংস্থাটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে এই ঋণ মিলবে জুলাইয়ে আইএমএফ পরিচালনা পর্ষদের অনুমোদনের পর।
বিবিসি বলছে, এর ফলে পাকিস্তান কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলল। কারণ দীর্ঘদিন ধরে দেশটি অর্থসংকটে ধুকছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমতে কমতে তলানিতে ঠেকেছে।
আইএমএফের এই ঋণের জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিল। ১৯৪৭ সালের বৃটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার পর এর চেয়ে বড় সংকটে আর পড়েনি দক্ষিণ এশিয়ার এই দেশ।
পাকিস্তান নয় মাসে এই ৩ বিলিয়ন ডলার পাবে, যা প্রত্যাশার চেয়ে বেশি। দেশটি ২০১৯ সালে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেল আউট চুক্তি থেকে ২ দশমিক ৫ বিলিয়ন বিলিয়ন ডলার পাওয়ার আশায় ছিল, যা আজ শুক্রবার শেষ হয়েছে।
তবে এই ঋণ পাওয়ার জন্য চড়া মূল্য দিতে হবে পাকিস্তানকে। কারণ এর নানা ধরনের শর্ত পূরণ করতে হবে। এরই মধ্যে গত সোমবার দেশটির মূল সুদের হার রেকর্ড পরিমাণ বাড়িয়ে ২২ শতাংশে বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আইএমএফের পাকিস্তান মিশনের প্রধান নাথান পোর্টার গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের অর্থনীতি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার মধ্যে রয়েছে গত বছরের বিধ্বংসী বন্যা এবং ইউক্রেনের যুদ্ধের কারণে দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি।
আইএমফের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইএমএফ এবং পাকিস্তানি কর্তৃপক্ষ স্ট্যান্ড-বাই অ্যারেঞ্জমেন্টের (এসবিএ) সমর্থিত নীতিগুলির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।’ এসবিএ আইএমএফের দেউলিয়ার মুখে পড়া দেশগুলোকে ঋণ দেওয়ার একটি প্রোগ্রাম।
এতে আরো বলা হয়, এসবিএ পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টাকে সহযোগিতা করবে। পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক অংশীদারদের কাছ থেকে অর্থায়নের জন্য একটি কাঠামো প্রণয়ণ করবে। নতুন এই এসবিএ চুক্তি পাকিস্তানের জনগণের চাহিদা পূরণে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ, সতর্কতার সঙ্গে ব্যয় নির্বাহ, ও উন্নয়ন ব্যয়ের জন্য জায়গা তৈরি করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক টুইট বার্তায় এই চুক্তির জন্য আইএমএফের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াভা ও তাঁর টিমকে ধন্যবাদ জানিয়েছেন।
পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার-ও আইএমএফের প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপ করেছেন।
অবশেষে দেউলিয়ার হওয়ার মুখে থাকা পাকিস্তানের ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের ঋণ দিতে রাজি হয়েছে আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আট মাসের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার ঋণদাতা সংস্থাটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে এই ঋণ মিলবে জুলাইয়ে আইএমএফ পরিচালনা পর্ষদের অনুমোদনের পর।
বিবিসি বলছে, এর ফলে পাকিস্তান কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলল। কারণ দীর্ঘদিন ধরে দেশটি অর্থসংকটে ধুকছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমতে কমতে তলানিতে ঠেকেছে।
আইএমএফের এই ঋণের জন্য পাকিস্তান দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিল। ১৯৪৭ সালের বৃটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার পর এর চেয়ে বড় সংকটে আর পড়েনি দক্ষিণ এশিয়ার এই দেশ।
পাকিস্তান নয় মাসে এই ৩ বিলিয়ন ডলার পাবে, যা প্রত্যাশার চেয়ে বেশি। দেশটি ২০১৯ সালে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেল আউট চুক্তি থেকে ২ দশমিক ৫ বিলিয়ন বিলিয়ন ডলার পাওয়ার আশায় ছিল, যা আজ শুক্রবার শেষ হয়েছে।
তবে এই ঋণ পাওয়ার জন্য চড়া মূল্য দিতে হবে পাকিস্তানকে। কারণ এর নানা ধরনের শর্ত পূরণ করতে হবে। এরই মধ্যে গত সোমবার দেশটির মূল সুদের হার রেকর্ড পরিমাণ বাড়িয়ে ২২ শতাংশে বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আইএমএফের পাকিস্তান মিশনের প্রধান নাথান পোর্টার গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের অর্থনীতি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার মধ্যে রয়েছে গত বছরের বিধ্বংসী বন্যা এবং ইউক্রেনের যুদ্ধের কারণে দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি।
আইএমফের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইএমএফ এবং পাকিস্তানি কর্তৃপক্ষ স্ট্যান্ড-বাই অ্যারেঞ্জমেন্টের (এসবিএ) সমর্থিত নীতিগুলির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।’ এসবিএ আইএমএফের দেউলিয়ার মুখে পড়া দেশগুলোকে ঋণ দেওয়ার একটি প্রোগ্রাম।
এতে আরো বলা হয়, এসবিএ পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টাকে সহযোগিতা করবে। পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক অংশীদারদের কাছ থেকে অর্থায়নের জন্য একটি কাঠামো প্রণয়ণ করবে। নতুন এই এসবিএ চুক্তি পাকিস্তানের জনগণের চাহিদা পূরণে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ, সতর্কতার সঙ্গে ব্যয় নির্বাহ, ও উন্নয়ন ব্যয়ের জন্য জায়গা তৈরি করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক টুইট বার্তায় এই চুক্তির জন্য আইএমএফের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াভা ও তাঁর টিমকে ধন্যবাদ জানিয়েছেন।
পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার-ও আইএমএফের প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপ করেছেন।
গাজা থেকে নিজেদের ফ্রিল্যান্স সাংবাদিকদের সরিয়ে নিতে চায় ফরাসি বার্তা সংস্থা এএফপি। শিগগিরই তাঁদের উপত্যকা থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা করতে ইসরায়েলের প্রতি আকুতি জানিয়েছে সংবাদ সংস্থাটি। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছে এ
২৫ মিনিট আগেবেলজিয়ামে অনুষ্ঠিত টুমরোল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসা ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্তৃপক্ষ। গত সোমবার ব্রাসেলসে ফেডারেল প্রসিকিউটর অফিস এক লিখিত বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত দুটি আইনি অভিযোগ দায়েরের পর এই
২ ঘণ্টা আগেগাজায় অবাধ ত্রাণ সরবরাহের প্রস্তুতি বাস্তবায়ন না করলে, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে জোটটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া...
২ ঘণ্টা আগেইহাব আল-জেইন বলেন, ‘আমরা কী করব? এক কেজি আটার জন্য আমরা মৃত্যুর মুখে ছুটে যাচ্ছি এবং এমনকি তারপরও সব সময় কাজ হয় না। কখনো কখনো আমরা কিছুই না নিয়ে ফিরে আসি। আমরা মরি এবং খালি হাতে বাড়ি ফিরি।’ তিনি জানান, তিনি এর আগে একাধিকবার চেষ্টা করলেও ত্রাণকেন্দ্র থেকে কখনো কিছু সংগ্রহ করতে পারেননি।
২ ঘণ্টা আগে