অনলাইন ডেস্ক
গাজায় বর্বরতা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফ। প্রতিদিন নির্বিচারে হত্যা করা হচ্ছে অসহায় গাজাবাসীকে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে কমপক্ষে ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলি গুলি আর বোমার আঘাতে তো প্রাণ হারাচ্ছেই ফিলিস্তিনিরা, তার সঙ্গে গত কয়েক মাসে যুক্ত হয়েছে অপুষ্টি। ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে দুই নবজাতকের। এদিকে, ত্রাণ সহায়তার নামে প্রহসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রশাসন, যাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। খাবারের প্রলোভন দেখিয়ে অসহায় ফিলিস্তিনিদের ‘ত্রাণ বিতরণ কেন্দ্রে’ জড়ো করে নিরস্ত্র ও ক্ষুধার্ত ওই মানুষদের ওপর নির্বিচারে গুলি ও বোমা বর্ষণ করে ইসরায়েলিরা।
গাজার সরকারের মিডিয়া অফিস জানিয়েছে গত এক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে কমপক্ষে ৫৪৯ ফিলিস্তিনি।
গত মাসের শেষে জিএইচএফ গাজায় প্রবেশ করে। এরপর থেকে সংগঠনটির ওপর হামলার ঘটনাগুলো নিয়ে চাপ বাড়ছে। তবে তারা এসব হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল বলেছে, জিএইচএফ ত্রাণকেন্দ্রের আশপাশে যারা গুলি বা হামলার শিকার হচ্ছেন, তারা নাকি ‘সন্দেহভাজন ব্যক্তি’, যারা ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
সমালোচকেরা এসব কেন্দ্রকে ‘মৃত্যুকূপ’ বা ‘মানব হত্যা কেন্দ্র’ বলে আখ্যায়িত করেছেন। জিএইচএফের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা। তাদের অভিযোগ, এই সংগঠন গাজার জনগণের চাহিদা পূরণ করতে পারছে না। বরং, সামরিক অভিযান চালানোর জন্য এই ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।
এদিকে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের কঠোর অবরোধের কারণে জরুরি চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে না পারায় উপত্যকার স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব হাসপাতাল এখনো কোনোভাবে চালু আছে, সেগুলোও কার্যত ধসে পড়ার দ্বারপ্রান্তে। কারণ আহতদের সংখ্যা এত বেশি যে, হাসপাতালে আর জায়গা নেই। বিশেষ করে ওয়ার্ড ও আইসিইউগুলো সম্পূর্ণ ভরে গেছে।
গাজায় বর্বরতা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফ। প্রতিদিন নির্বিচারে হত্যা করা হচ্ছে অসহায় গাজাবাসীকে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে কমপক্ষে ৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলি গুলি আর বোমার আঘাতে তো প্রাণ হারাচ্ছেই ফিলিস্তিনিরা, তার সঙ্গে গত কয়েক মাসে যুক্ত হয়েছে অপুষ্টি। ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে দুই নবজাতকের। এদিকে, ত্রাণ সহায়তার নামে প্রহসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রশাসন, যাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। খাবারের প্রলোভন দেখিয়ে অসহায় ফিলিস্তিনিদের ‘ত্রাণ বিতরণ কেন্দ্রে’ জড়ো করে নিরস্ত্র ও ক্ষুধার্ত ওই মানুষদের ওপর নির্বিচারে গুলি ও বোমা বর্ষণ করে ইসরায়েলিরা।
গাজার সরকারের মিডিয়া অফিস জানিয়েছে গত এক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত মানবিক সংস্থা গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছে কমপক্ষে ৫৪৯ ফিলিস্তিনি।
গত মাসের শেষে জিএইচএফ গাজায় প্রবেশ করে। এরপর থেকে সংগঠনটির ওপর হামলার ঘটনাগুলো নিয়ে চাপ বাড়ছে। তবে তারা এসব হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল বলেছে, জিএইচএফ ত্রাণকেন্দ্রের আশপাশে যারা গুলি বা হামলার শিকার হচ্ছেন, তারা নাকি ‘সন্দেহভাজন ব্যক্তি’, যারা ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
সমালোচকেরা এসব কেন্দ্রকে ‘মৃত্যুকূপ’ বা ‘মানব হত্যা কেন্দ্র’ বলে আখ্যায়িত করেছেন। জিএইচএফের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা। তাদের অভিযোগ, এই সংগঠন গাজার জনগণের চাহিদা পূরণ করতে পারছে না। বরং, সামরিক অভিযান চালানোর জন্য এই ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।
এদিকে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের কঠোর অবরোধের কারণে জরুরি চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে না পারায় উপত্যকার স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব হাসপাতাল এখনো কোনোভাবে চালু আছে, সেগুলোও কার্যত ধসে পড়ার দ্বারপ্রান্তে। কারণ আহতদের সংখ্যা এত বেশি যে, হাসপাতালে আর জায়গা নেই। বিশেষ করে ওয়ার্ড ও আইসিইউগুলো সম্পূর্ণ ভরে গেছে।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৭ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
৮ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
৮ ঘণ্টা আগে