অনলাইন ডেস্ক
নিহত ফিলিস্তিনিদের জন্য জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরা সমাবেত হয়ে শোক পালন করছে। আজ শুক্রবার তাঁরা এ শোক পালনের পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। যুক্তরাজ্যর সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরাও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এ সময় তাঁদের হাতে ধরা কালো কাপড়ের ব্যানার বড় করে ‘যুদ্ধবিরতি’ লেখা ছিল।
অনেক ইসরায়েলির হাতে ৭৭ দিন আগে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে মারা যাওয়া ফিলিস্তিনিদের ছবিও ছিল।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক গাজাবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করেন।
যুদ্ধক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেছে তাঁদের গণনা সম্ভব হয়নি।
এরপরও গাজা উপত্যকায় সহায়তা জোরদার করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আরও এক দিন পিছিয়েছে। আজ শুক্রবার ভোটাভুটি হওয়ার কথা।
প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
নিহত ফিলিস্তিনিদের জন্য জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরা সমাবেত হয়ে শোক পালন করছে। আজ শুক্রবার তাঁরা এ শোক পালনের পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। যুক্তরাজ্যর সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরাও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এ সময় তাঁদের হাতে ধরা কালো কাপড়ের ব্যানার বড় করে ‘যুদ্ধবিরতি’ লেখা ছিল।
অনেক ইসরায়েলির হাতে ৭৭ দিন আগে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে মারা যাওয়া ফিলিস্তিনিদের ছবিও ছিল।
গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক গাজাবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করেন।
যুদ্ধক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেছে তাঁদের গণনা সম্ভব হয়নি।
এরপরও গাজা উপত্যকায় সহায়তা জোরদার করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আরও এক দিন পিছিয়েছে। আজ শুক্রবার ভোটাভুটি হওয়ার কথা।
প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক আগে থেকেই উত্তপ্ত ছিল। তবে গতকাল ওভাল অফিসের বৈঠকে বাগ্বিতণ্ডার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। কিছুদিন আগে ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচনহীন একনায়ক’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন, ইউক্রেনই যুদ্ধ শুরু
৩ ঘণ্টা আগেভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এঁদের মধ্যে ৫০ জনক
৫ ঘণ্টা আগেটোকিও মেট্রোপলিটন অ্যাসেম্বলির ১২৭ সদস্যের মধ্যে ৪১ জন নারী। শহরটির পরিবর্তন ও অগ্রগতিতে এই নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এসব নারীর মধ্যে একজন নারী নোবুকো ইরি।
৫ ঘণ্টা আগেতুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী পার্তিয়া কারকেরেন কুর্দিস্তানে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অবশেষ অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। এমনকি গোষ্ঠীর নেতারা পুরো আন্দোলনকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এর মধ্য দিয়ে তুরস্কে ৪০ বছরের বেশি সময় ধরে চলা এক অস্থিতিশীল পরিস্থিতির অবসান হলো।
৭ ঘণ্টা আগে