Ajker Patrika

জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের সামনে ইসরায়েলিদের যুদ্ধবিরতির দাবি

অনলাইন ডেস্ক
জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের সামনে ইসরায়েলিদের যুদ্ধবিরতির দাবি

নিহত ফিলিস্তিনিদের জন্য জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরা সমাবেত হয়ে শোক পালন করছে। আজ শুক্রবার তাঁরা এ শোক পালনের পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। যুক্তরাজ্যর সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরাও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এ সময় তাঁদের হাতে ধরা কালো কাপড়ের ব্যানার বড় করে ‘যুদ্ধবিরতি’ লেখা ছিল। 

অনেক ইসরায়েলির হাতে ৭৭ দিন আগে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে মারা যাওয়া ফিলিস্তিনিদের ছবিও ছিল। 

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক গাজাবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করেন। 

যুদ্ধক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেছে তাঁদের গণনা সম্ভব হয়নি। 

এরপরও গাজা উপত্যকায় সহায়তা জোরদার করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আরও এক দিন পিছিয়েছে। আজ শুক্রবার ভোটাভুটি হওয়ার কথা। 

প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত