অনলাইন ডেস্ক
ইসরায়েলে হামাসের হামলার বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা হিসেবে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। কিন্তু বৈঠককে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
খবরে বলা হয়েছে, যুবরাজের সঙ্গে সাক্ষাতের আগে গত রোববার ব্লিঙ্কেনকে কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হয়। শুধু তাই নয়, প্রত্যাশিত ওই বৈঠকটি শেষ পর্যন্ত পরের দিন সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সভা স্থগিতের খবর পাওয়া গেলেও এবং চলমান সংঘাত নিয়ে মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের কাছে ব্লিঙ্কেন দাবি করেছেন—যুবরাজের সঙ্গে তাঁর বৈঠক ‘খুব ফলপ্রসূ’ হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ-এর বরাতে জানানো হয়েছে, বৈঠকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত থামানোর কিছু উপায় বের করার ওপর জোর দিয়েছেন মোহাম্মদ। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের বিষয়টি আলোচনায় তুলে ধরা ছাড়াও গাজা অবরোধ থেকে ইসরায়েলি বাহিনীকে সরে দাঁড়ানোর বিষয়ে কথা বলেন।
সংকট সমাধানের জন্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ ও কূটনৈতিক প্রচেষ্টাগুলোর কথাও ব্লিঙ্কেনকে জানান যুবরাজ। ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার অর্জন এবং একটি ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এদিকে ওই বৈঠকের বিষয়ে বলতে গিয়ে সাংবাদিকদের কাছে ব্লিঙ্কেন মত দিয়েছেন, হামাসের হামলা থেকে নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে এবং ভবিষ্যতে এমনটি না ঘটার জন্য যা করা প্রয়োজন তারা তা-ই করবে।
ব্লিঙ্কেন বলেন, ‘এই সংঘাত যেন ছড়িয়ে না পড়ে—এই সংকল্প নিয়েই আমি দেশে দেশে সফর করছি।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের আকস্মিক হামলার জের ধরে সংঘাত ছড়িয়ে পড়লে একাধিক দেশে সফর করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের আগে তিনি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল-সিসির সঙ্গেও দেখা করেন এবং গাজার সঙ্গে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানান।
ইসরায়েলে হামাসের হামলার বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা হিসেবে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। কিন্তু বৈঠককে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
খবরে বলা হয়েছে, যুবরাজের সঙ্গে সাক্ষাতের আগে গত রোববার ব্লিঙ্কেনকে কয়েক ঘণ্টা বসিয়ে রাখা হয়। শুধু তাই নয়, প্রত্যাশিত ওই বৈঠকটি শেষ পর্যন্ত পরের দিন সোমবার অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সভা স্থগিতের খবর পাওয়া গেলেও এবং চলমান সংঘাত নিয়ে মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের কাছে ব্লিঙ্কেন দাবি করেছেন—যুবরাজের সঙ্গে তাঁর বৈঠক ‘খুব ফলপ্রসূ’ হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ-এর বরাতে জানানো হয়েছে, বৈঠকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত থামানোর কিছু উপায় বের করার ওপর জোর দিয়েছেন মোহাম্মদ। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের বিষয়টি আলোচনায় তুলে ধরা ছাড়াও গাজা অবরোধ থেকে ইসরায়েলি বাহিনীকে সরে দাঁড়ানোর বিষয়ে কথা বলেন।
সংকট সমাধানের জন্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আঞ্চলিক নেতাদের সঙ্গে ফোনালাপ ও কূটনৈতিক প্রচেষ্টাগুলোর কথাও ব্লিঙ্কেনকে জানান যুবরাজ। ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার অর্জন এবং একটি ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
এদিকে ওই বৈঠকের বিষয়ে বলতে গিয়ে সাংবাদিকদের কাছে ব্লিঙ্কেন মত দিয়েছেন, হামাসের হামলা থেকে নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে এবং ভবিষ্যতে এমনটি না ঘটার জন্য যা করা প্রয়োজন তারা তা-ই করবে।
ব্লিঙ্কেন বলেন, ‘এই সংঘাত যেন ছড়িয়ে না পড়ে—এই সংকল্প নিয়েই আমি দেশে দেশে সফর করছি।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের আকস্মিক হামলার জের ধরে সংঘাত ছড়িয়ে পড়লে একাধিক দেশে সফর করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের আগে তিনি মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল-সিসির সঙ্গেও দেখা করেন এবং গাজার সঙ্গে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানান।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্ট্যানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি
৫ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। কারণ মার্শাল আইন চলাকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের নিয়ম নেই। এ কারণে ৫ বছরের মেয়াদ শেষেও জেলেনস্কি...
১২ মিনিট আগেভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি...
২৭ মিনিট আগেব্রিটেনের এফবিআই খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দেশটির সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে। টিউলিপের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এনসিএ-এর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে গোপনে বৈঠকের জন্য ঢাকা সফর করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি
১ ঘণ্টা আগে