আজকের পত্রিকা ডেস্ক
দেড় বছরের আগ্রাসনে ৫১ হাজার মানুষকে হত্যার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসসহ অঞ্চলটির প্রতিরোধ সংগঠনগুলোকেও নিরস্ত্র করার শর্ত দেওয়া হয়েছে। তবে এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে হামাস।
নিরস্ত্র করার শর্তকে আত্মসমর্পণের প্রস্তাব আখ্যায়িত করে দলটি বলছে, এ ধরনের শর্ত একই সঙ্গে অসম্ভব ও অসম্মানজনক। প্রকৃতপক্ষে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার জন্যই এই কৌশল নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি আল জাজিরাকে বলেন, ‘আমরা আমাদের জনগণের দুর্ভোগ লাঘব করে এমন সব প্রস্তাবের প্রতি ইতিবাচক, তবে ইসরায়েল যেভাবে আত্মসমর্পণের কথা বলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নেতানিয়াহু এমন শর্ত দিচ্ছেন যা আদতে যুদ্ধবিরতির পথ রুদ্ধ করার পাঁয়তারা। তাঁরা শুধু একতরফাভাবে নিজেদের বন্দীদের ফেরত চায়।
সামি আবু জুহরি বলেন, ‘হামাসের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে এবং গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে তাহলে আমরা জীবিত ও মৃত বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত। কিন্তু আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। আমাদের প্রতিরোধের সব পথ অব্যাহত থাকবে।’
মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, তারা ইসরায়েলের খসড়া যুদ্ধবিরতির প্রস্তাবের একটি কপি হাতে পেয়েছে। এতে ১২টি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রথম সপ্তাহে অর্ধেক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলে গাজায় খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে।
রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের প্রতিনিধিদের মাধ্যমে সম্প্রতি হামাসের কাছে ওই খসড়া প্রস্তাব পৌঁছে দেয় ইসরায়েল। তবে সাংবাদিকদের কাছে নাকচ করলেও হামাসের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো কোনও চূড়ান্ত জবাব দেওয়া হয়নি। ফলে মধ্যস্থতাকারীরা হামাসের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছেন। হামাসের এক বিবৃতিতে বলা হয়, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে এবং যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।
এদিকে গাজায় নতুন করে হামলা চালিয়ে আরও অন্তত ৩৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে আরও শতাধিক। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার। এর মধ্যে শুধু গত ১৮ মার্চ থেকেই নিহত হয়েছে কমপক্ষে ১ হাজার ৬০০ ফিলিস্তিনি। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে গাজার পাশাপাশি প্রতিবেশী লেবাননেও তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গতকালও দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী কর্তৃক দেশটিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গতকাল মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ জানান সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের মুখপাত্র থামিন আল-খেতান।
দেড় বছরের আগ্রাসনে ৫১ হাজার মানুষকে হত্যার পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসসহ অঞ্চলটির প্রতিরোধ সংগঠনগুলোকেও নিরস্ত্র করার শর্ত দেওয়া হয়েছে। তবে এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে হামাস।
নিরস্ত্র করার শর্তকে আত্মসমর্পণের প্রস্তাব আখ্যায়িত করে দলটি বলছে, এ ধরনের শর্ত একই সঙ্গে অসম্ভব ও অসম্মানজনক। প্রকৃতপক্ষে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার জন্যই এই কৌশল নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি আল জাজিরাকে বলেন, ‘আমরা আমাদের জনগণের দুর্ভোগ লাঘব করে এমন সব প্রস্তাবের প্রতি ইতিবাচক, তবে ইসরায়েল যেভাবে আত্মসমর্পণের কথা বলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নেতানিয়াহু এমন শর্ত দিচ্ছেন যা আদতে যুদ্ধবিরতির পথ রুদ্ধ করার পাঁয়তারা। তাঁরা শুধু একতরফাভাবে নিজেদের বন্দীদের ফেরত চায়।
সামি আবু জুহরি বলেন, ‘হামাসের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে এবং গাজা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে তাহলে আমরা জীবিত ও মৃত বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত। কিন্তু আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। আমাদের প্রতিরোধের সব পথ অব্যাহত থাকবে।’
মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, তারা ইসরায়েলের খসড়া যুদ্ধবিরতির প্রস্তাবের একটি কপি হাতে পেয়েছে। এতে ১২টি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রথম সপ্তাহে অর্ধেক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলে গাজায় খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে।
রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের প্রতিনিধিদের মাধ্যমে সম্প্রতি হামাসের কাছে ওই খসড়া প্রস্তাব পৌঁছে দেয় ইসরায়েল। তবে সাংবাদিকদের কাছে নাকচ করলেও হামাসের তরফে আনুষ্ঠানিকভাবে এখনো কোনও চূড়ান্ত জবাব দেওয়া হয়নি। ফলে মধ্যস্থতাকারীরা হামাসের আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছেন। হামাসের এক বিবৃতিতে বলা হয়, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে এবং যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।
এদিকে গাজায় নতুন করে হামলা চালিয়ে আরও অন্তত ৩৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে আরও শতাধিক। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার। এর মধ্যে শুধু গত ১৮ মার্চ থেকেই নিহত হয়েছে কমপক্ষে ১ হাজার ৬০০ ফিলিস্তিনি। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে গাজার পাশাপাশি প্রতিবেশী লেবাননেও তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গতকালও দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী কর্তৃক দেশটিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গতকাল মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ জানান সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের মুখপাত্র থামিন আল-খেতান।
এবার যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি করা ওষুধ ও সেমিকন্ডাক্টর পণ্যের ওপর শুল্ক আরোপে তদন্ত শুরু হচ্ছে। বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই শুল্ক আরোপ করা হবে। গত সোমবার দেশটির ফেডারেল রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেওবেসিটি বা স্থূলতা প্রতিরোধে ট্যাবলেট-জাতীয় ওষুধ দানুগ্লিপ্রন-এর উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় এক রোগীর মধ্যে ওই ওষুধের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে—এমন লক্ষণ দেখা দিলে ফাইজার এই সিদ্ধান্ত নেয়। তবে পরীক্ষায় অংশ নেওয়া ওই রোগী ওষুধটি
৮ ঘণ্টা আগেবিশ্বের সবচেয়ে গোপন দেশটির সামরিক চৌকি এবং এবড়োখেবড়ো কাঁচা রাস্তা পেরিয়ে কোরীয় উপদ্বীপের শেষ প্রান্তে জেগে উঠেছে একটি আগ্নেয়গিরি এবং একটি গভীরতম হ্রদ। উত্তর কোরিয়া এবং চীনের সীমান্তে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরির মাউন্ট পাইকতু হলো কোরীয় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ। শুধু তাই নয়, যে উপাখ্যানের...
৮ ঘণ্টা আগেএবার গ্রীষ্মের শুরুতেই ভারত ও পাকিস্তানে ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। এতে দেশ দুটির কোটি কোটি মানুষ এক ভয়ংকর বাস্তবতার মুখোমুখি হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ, খাদ্য উৎপাদন এবং সাধারণ মানুষের জীবনযাপন। ভারত, পাকিস্তান, গরম, তাপপ্রবাহ, তাপমাত্রা, জলবায়ু
৯ ঘণ্টা আগে