Ajker Patrika

গাজায় গণহত্যার বৈধতা দিতে বাইবেলের যে উদ্ধৃতি দিলেন নেতানিয়াহু

গাজায় গণহত্যার বৈধতা দিতে বাইবেলের যে উদ্ধৃতি দিলেন নেতানিয়াহু

গাজা উপত্যকায় চলমান নৃশংসতাকে বৈধতা দিতে আবারও হিব্রু বাইবেলের উদ্ধৃতি ব্যবহার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বাইবেল থেকে উদ্ধৃতি দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘বাইবেলে বলা হয়েছে—   শান্তির জন্য একটি নির্দিষ্ট সময় আছে এবং যুদ্ধের জন্যও একটি সময় আছে। এখন যুদ্ধের সময়।’ তিনি হামাসকে ‘দানব’ অভিহিত করে বলেন, ইসরায়েল তাদের নির্মূল করবেই।

বিমান হামলার পর গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনা বাহিনী (আইডিএফ)। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে।

এ যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৮ হাজার ৩০৬ জনই ফিলিস্তিনি ও ১ হাজার ৫৩৮ জন ইসরায়েলি। জাতিসংঘ বলছে, গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল গাজায় যুদ্ধ বিরতি দেবে না, কারণ যুদ্ধবিরতি মানেই হামাসের কাছে আত্মসমর্পণ করা।’ তিনি যুক্তি দিয়ে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সামরিক বাহিনী পার্ল হারবারে আক্রমণ করার সময় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। এমনকি ২০০১ সালের ৯/১১ হামলার সময়ও যুদ্ধবিরতি চায়নি যুক্তরাষ্ট্র।’

নেতানিয়াহু আরও বলেন, ‘ভালো ও খারাপের পার্থক্য এবং ভুল ও সঠিকের মধ্যে পার্থক্য নির্ণয় থেকেই বিজয়ের সূচনা হয়। এর মানে হলো, নিরপরাধকে ইচ্ছাকৃত হত্যা ও যেকোনো বৈধ যুদ্ধের সময় অনিচ্ছাকৃত হতাহতের ঘটনার মধ্যে নৈতিক তফাৎ করতে পারা।’

গাজায় চলমান ইসরায়েলি হামলাকে বৈধতা দেওয়ার জন্য নেতানিয়াহুর বাইবেলের উদ্ধৃতি দেওয়া অবশ্য এটিই প্রথম নয়।

গত শনিবার নেতানিয়াহু অবরুদ্ধ গাজায় চালানো ধ্বংসযজ্ঞকে বৈধতা দেওয়ার জন্য হিব্রু বাইবেল বা তোরাহতে (তাওরাত) উল্লেখিত আমালেক জনগোষ্ঠীর উদাহরণ দেন।

নেতানিয়াহু তোরাহ উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমাদের পবিত্র বাইবেলে বলা আছে, তোমাদের নিশ্চয় স্মরণে আছে, আমালেক জনগোষ্ঠী তোমাদের কী করেছিল। প্রথম স্যামুয়েলের ১৫ অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে বলা আছে, এখন তোমরা যাও এবং আমালেকদের আক্রমণ করো এবং তাদের সবকিছু ধ্বংস করো, তাদের কোনো ছাড় দিয়ো না; তাদের পুরুষ, নারী, শিশু, দুগ্ধপোষ্য, গরু, মেষ, উট এবং গাধা সবকিছু ধ্বংস করো।’

হিব্রু বাইবেলের আমালেক নামে একটি জনগোষ্ঠীকে ইসরায়েলিদের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করা হয়েছে। আমালেক নামের দেশ ও জনগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন ইসাউয়ের নাতি। তাঁর নামই আমালেক। ইসাউ আব্রাহামিক ধর্মের নবী ইসহাকের (আ.) বড় ছেলে।

বাইবেলের এক্সোডাস অংশের বর্ণনা অনুযায়ী, ইসরায়েলিরা মিসর থেকে পালিয়ে যাওয়ার সময় আমালেকের বাসিন্দারা তাদের ওপর আক্রমণ করে। পরে ইসরায়েলিরা এই জনগোষ্ঠীকে ধ্বংস করে। ইহুদি ধর্মগ্রন্থে তাদের ‘অভিশপ্ত জনগোষ্ঠী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত