সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন নিরাপত্তাকর্মী। গতকাল বৃহস্পতিবার লাতাকিয়ার উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
লাতাকিয়া কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানিয়েছে, আসাদ সরকারের বিশেষ বাহিনীর কমান্ডার সুহাইল আল হাসানের অনুগত একটি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়; গোষ্ঠীটির নাম ‘কোস্টাল শিল্ড রেজিমেন্ট’।
এবারই প্রথম নয়, আসাদ সরকারের পতনের পর থেকে প্রায়ই সশস্ত্র ‘সন্ত্রাসী’দের হামলার শিকার হচ্ছেন নিরাপত্তাকর্মীরা। এর আগেও কেন্দ্রীয় শহর হামা, হোমস, ইদলিবসহ বেশ কয়েকটি শহরে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক নিরাপত্তাকর্মী।
গতকাল বৃহস্পতিবারের ঘটনার পর লাতাকিয়ায় উত্তেজনা বিরাজ করছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হুঁশিয়ারি দিয়েছে, সিরিয়ার সব অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে দমনে কঠোর হবে কর্তৃপক্ষ।
এদিকে, আসাদ সরকারের পতনের তিন মাস পরও তাঁর অনুগতদের দ্বারা এমন ঘটনাকে আল শারার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকেরা।
গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট হায়াত তাহরির আল শাম বা এইচটিএসের হাতে পতন হয় আসাদ সরকারের। ৮ ডিসেম্বর বিদ্রোহীদের দামেস্ক অভিযানের মুখে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে এইচটিএস নেতা আল শারার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন নিরাপত্তাকর্মী। গতকাল বৃহস্পতিবার লাতাকিয়ার উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
লাতাকিয়া কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় জানিয়েছে, আসাদ সরকারের বিশেষ বাহিনীর কমান্ডার সুহাইল আল হাসানের অনুগত একটি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়; গোষ্ঠীটির নাম ‘কোস্টাল শিল্ড রেজিমেন্ট’।
এবারই প্রথম নয়, আসাদ সরকারের পতনের পর থেকে প্রায়ই সশস্ত্র ‘সন্ত্রাসী’দের হামলার শিকার হচ্ছেন নিরাপত্তাকর্মীরা। এর আগেও কেন্দ্রীয় শহর হামা, হোমস, ইদলিবসহ বেশ কয়েকটি শহরে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক নিরাপত্তাকর্মী।
গতকাল বৃহস্পতিবারের ঘটনার পর লাতাকিয়ায় উত্তেজনা বিরাজ করছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হুঁশিয়ারি দিয়েছে, সিরিয়ার সব অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে দমনে কঠোর হবে কর্তৃপক্ষ।
এদিকে, আসাদ সরকারের পতনের তিন মাস পরও তাঁর অনুগতদের দ্বারা এমন ঘটনাকে আল শারার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকেরা।
গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট হায়াত তাহরির আল শাম বা এইচটিএসের হাতে পতন হয় আসাদ সরকারের। ৮ ডিসেম্বর বিদ্রোহীদের দামেস্ক অভিযানের মুখে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে এইচটিএস নেতা আল শারার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। তারা রাজনীতিকদের সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। হাইকোর্টের সঙ্গে জিবি নিউজের আইনি লড়াইয়ের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থাটি তাদের নিয়ম আরও কঠোর করতে চাচ্ছে।
১৫ মিনিট আগেযুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সেই আহ্বানে এক প্রকার সরাসরিই সাড়া দিয়েছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উভয় দেশই আশাবাদী, তুরস্কের ইস্তাম্বুলে হতে যাওয়া সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। এদিকে, এই আলোচনায় উপস্থিত থাকার আগ্রহ
৪১ মিনিট আগেলিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের আন্দোলনে যেসব সশস্ত্র গোষ্ঠী অংশ নিয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম সাপোর্ট ফোর্স অ্যাপারেটাস বা এসএসএ। গতকাল সোমবার গোষ্ঠীটির শীর্ষ নেতা আব্দুল গনি কিকলি নিহত হন। তাঁর মৃত্যুর পর রাজধানী ত্রিপোলিসহ লিবিয়াজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগেগত ২০১৮ সালের পর থেকে মাসে অন্তত একবার গির্জায় যাওয়া লোকের সংখ্যা বেড়েছে ৫৬ শতাংশ। এবং তরুণদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে তরুণ পুরুষদের মধ্যে। ২০১৮ সালে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে মাত্র ৪ শতাংশ নিয়মিত গির্জায় যেতেন। তবে ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে প্রায় ১৬ শতাংশ হয়েছে।
২ ঘণ্টা আগে