অনলাইন ডেস্ক
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হটাতে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার করে বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে সক্রিয় প্রচেষ্টা অন্যতম। সম্প্রতি মার্কিন সরকার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের নতুন নীতি গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মার্কিন নীতি অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে লক্ষ্য করে প্রণীত হয়েছে। এই নীতির আওতায় কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শর্তগুলোর মধ্যে অন্যতম হলো সিরিয়ার ভূখণ্ডে ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ আশ্রয় না দেওয়া। একই সঙ্গে তাদের বহিষ্কার করা।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত জানিয়েছে, এই শর্তগুলো পূরণ হলে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সীমিত পরিসরে শিথিল করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়াকে তাদের রাসায়নিক অস্ত্রের মজুত নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে সিরিয়ার কোনো সত্তাকে সরকার হিসেবে স্বীকৃতি দেয় না। তিনি আরও বলেন, সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষের উচিত সন্ত্রাসবাদকে পুরোপুরি অস্বীকার করা এবং দমন করা।
এর আগে চলতি সপ্তাহে খবর আসে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের মোতায়েন করা সেনাসংখ্যা অর্ধেক করতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে। তারা এই অঞ্চলে বি-২ বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।
এর আগে, সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি দাবি করেছেন, আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আল-শারা যুক্তরাজ্যকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্রেইগ মারে দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে আশ্বাস দিয়েছেন যে, সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ক্রেইগ মারে জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সিরিয়া আনুষ্ঠানিকভাবে দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে। মারে বলেন, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জোলানির এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা আনা এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা।’
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হটাতে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার করে বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে সক্রিয় প্রচেষ্টা অন্যতম। সম্প্রতি মার্কিন সরকার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের নতুন নীতি গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মার্কিন নীতি অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে লক্ষ্য করে প্রণীত হয়েছে। এই নীতির আওতায় কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শর্তগুলোর মধ্যে অন্যতম হলো সিরিয়ার ভূখণ্ডে ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ আশ্রয় না দেওয়া। একই সঙ্গে তাদের বহিষ্কার করা।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত জানিয়েছে, এই শর্তগুলো পূরণ হলে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সীমিত পরিসরে শিথিল করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়াকে তাদের রাসায়নিক অস্ত্রের মজুত নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে সিরিয়ার কোনো সত্তাকে সরকার হিসেবে স্বীকৃতি দেয় না। তিনি আরও বলেন, সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষের উচিত সন্ত্রাসবাদকে পুরোপুরি অস্বীকার করা এবং দমন করা।
এর আগে চলতি সপ্তাহে খবর আসে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের মোতায়েন করা সেনাসংখ্যা অর্ধেক করতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে। তারা এই অঞ্চলে বি-২ বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।
এর আগে, সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি দাবি করেছেন, আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আল-শারা যুক্তরাজ্যকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্রেইগ মারে দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে আশ্বাস দিয়েছেন যে, সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ক্রেইগ মারে জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সিরিয়া আনুষ্ঠানিকভাবে দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে। মারে বলেন, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জোলানির এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা আনা এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা।’
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে তিনি অবিলম্বে পদত্যাগ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
২০ মিনিট আগেইসরায়েলকে শিগগিরই যুদ্ধ থামাতে বলছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ ২৮টি দেশ। গতকাল সোমবার, এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশগুলো। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিটিতে তারা বলেছে গাজাবাসীদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। এখনই যুদ্ধ থামাতে হবে
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
১৩ ঘণ্টা আগে