অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় প্রাণ গেছে আরও ৪০ ফিলিস্তিনির। গতকাল শনিবার উপত্যকাজুড়ে আইডিএফের নির্বিচার হামলায় নিহত হয়েছে তারা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বারত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।
আজ রোববারও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে তাণ্ডব চালিয়ে যাচ্ছে আইডিএফ। বার্তা সংস্থা এএফপির বরাতে আল-জাজিরা জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহর সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১০ জন। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নেতানিয়াহু প্রশাসনের নিরাপদ ঘোষিত এলাকা আল-মাওয়াসিতেও থেমে নেই হামলা। আজ রোববারও আইডিএফের ড্রোন হামলায় এলাকাটিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
রাফাহতেও চলছে নির্বিচার হত্যাযজ্ঞ। হামলার তীব্রতায় সেখানে হতাহতের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। জানা গেছে, নুসেইরাহ শরণার্থীশিবিরে সবচেয়ে তীব্র হামলা চলছে। এ ছাড়া, উপত্যকায় খাদ্যসংকটও পৌঁছেছে চরমে। দেড় মাস ধরে উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধে গাজায় স্মরণকালের ভয়াবহতম দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের এমন অমানবিক অবস্থানে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলিরাও।
গাজার সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
দীর্ঘ ১৫ মাস যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারীদের সমঝোতায় তিন ধাপের একটি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। গত ১৯ জানুয়ারি কার্যকর হয় সেই যুদ্ধবিরতির প্রথম ধাপ। প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গড়িমসিতে সেই আলোচনা শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর। সমালোচকেরা বলেন, নেতানিয়াহুর উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে পুনরায় হামলা শুরু করা।
পরিকল্পনামাফিক গত ১৮ মার্চ গাজায় আবার নৃশংসতা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। এই আগ্রাসনে গত এক মাসেই গাজায় নিহত হয়েছে ২ হাজারের বেশি ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানি ৫১ হাজারের বেশি।
গাজায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় প্রাণ গেছে আরও ৪০ ফিলিস্তিনির। গতকাল শনিবার উপত্যকাজুড়ে আইডিএফের নির্বিচার হামলায় নিহত হয়েছে তারা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বারত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।
আজ রোববারও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে তাণ্ডব চালিয়ে যাচ্ছে আইডিএফ। বার্তা সংস্থা এএফপির বরাতে আল-জাজিরা জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহর সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১০ জন। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নেতানিয়াহু প্রশাসনের নিরাপদ ঘোষিত এলাকা আল-মাওয়াসিতেও থেমে নেই হামলা। আজ রোববারও আইডিএফের ড্রোন হামলায় এলাকাটিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
রাফাহতেও চলছে নির্বিচার হত্যাযজ্ঞ। হামলার তীব্রতায় সেখানে হতাহতের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। জানা গেছে, নুসেইরাহ শরণার্থীশিবিরে সবচেয়ে তীব্র হামলা চলছে। এ ছাড়া, উপত্যকায় খাদ্যসংকটও পৌঁছেছে চরমে। দেড় মাস ধরে উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধে গাজায় স্মরণকালের ভয়াবহতম দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের এমন অমানবিক অবস্থানে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলিরাও।
গাজার সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
দীর্ঘ ১৫ মাস যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারীদের সমঝোতায় তিন ধাপের একটি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। গত ১৯ জানুয়ারি কার্যকর হয় সেই যুদ্ধবিরতির প্রথম ধাপ। প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গড়িমসিতে সেই আলোচনা শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর। সমালোচকেরা বলেন, নেতানিয়াহুর উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে পুনরায় হামলা শুরু করা।
পরিকল্পনামাফিক গত ১৮ মার্চ গাজায় আবার নৃশংসতা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। এই আগ্রাসনে গত এক মাসেই গাজায় নিহত হয়েছে ২ হাজারের বেশি ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানি ৫১ হাজারের বেশি।
জার্মানির হামবুর্গ শহরের একটি হাউসবোট থেকে দেশটির জনপ্রিয় ঔপন্যাসিক আলেক্সান্দ্রা ফ্র্যোলিশের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫৮ বছর বয়সী লেখিকাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে।
১০ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর আরব সাগরে নিজেদের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুল হামলার কার্যক্ষমতা পরীক্ষা করতে এই মহড়া চালিয়েছে ভারত।
৩৬ মিনিট আগেপ্রেমিক জোশুয়া ফিশলক এবং পোষা কুকুর ভ্যালেরিকে সঙ্গে নিয়ে ২০২৩ সালের নভেম্বরে একটি ক্যাম্পিং ট্রিপে গিয়েছিলেন জর্জিয়া গার্ডনার। একপর্যায়ে কুকুরটিকে ক্যাম্প সাইটে খেলায় ব্যস্ত রেখে মাছ ধরতে গিয়েছিলেন জর্জিয়া ও জোশুয়া। কিন্তু ফিরে এসে তাঁরা দেখেন, এটি আর নেই!
৩ ঘণ্টা আগেকর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা ওই চিঠিটি আজ রোববার উইল্টশায়ারের ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলামঘরে এক অজ্ঞাতনামা ক্রেতা কিনে নেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চিঠিটি ৬০ হাজার পাউন্ডে বিক্রি হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, এটি প্রত্যাশিত মূল্যের চেয়ে পাঁচ গুন বেশি দামে বিক্রি হয়েছে।
৪ ঘণ্টা আগে