আজকের পত্রিকা ডেস্ক
জার্মানির হামবুর্গ শহরের একটি হাউসবোট থেকে দেশটির জনপ্রিয় ঔপন্যাসিক আলেক্সান্দ্রা ফ্র্যোলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫৮ বছর বয়সী লেখিকাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ রোববার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলেক্সান্দ্রার মরদেহ উদ্ধারের পর প্রাথমিক আলামত বিশ্লেষণের পর এটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা। ঘটনাটি তদন্তের জন্য তাই মার্ডার স্কোয়াডের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের বরাতে স্থানীয় সম্প্রচারমাধ্যম এনডিআর জানিয়েছে, আলেক্সান্দ্রা ফ্র্যোলিশকে গুলি করা হয়েছিল। হামবুর্গের মুরফ্লিট জেলার ইলবে নদীর হোলৎসহাফেন তীরে লম্বা একটি গোলাপি রঙের হাউসবোটে বাস করতেন তিনি। স্থানটির আশপাশে কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কি না, এ ব্যাপারে সম্ভাব্য সাক্ষীদের কাছে সাহায্য চেয়েছে পুলিশ।
পুলিশের মতে, আলেক্সান্দ্রার মরদেহ প্রথম দেখতে পান তাঁর ছেলে। ধারণা করা হচ্ছে, মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টার মধ্যে তাঁর মৃত্যু ঘটে।
পুলিশের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বর্তমান তথ্য অনুযায়ী, আত্মীয়রা ৫৮ বছর বয়সী লেখিকাকে তাঁর হাউসবোটে অচেতন অবস্থায় খুঁজে পান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস এসে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। আলামত বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে, তিনি সহিংসতার শিকার হয়ে মারা গেছেন।
তদন্তকারীরা সম্ভাব্য সন্দেহভাজনদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন এবং খুনি নিহত ব্যক্তির পরিচিত ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, চলমান তদন্তের কারণে এখনই এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
ঘটনার স্থানটিতেও ডুবুরিরা অনুসন্ধান চালিয়েছেন। কারণ, ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি হয়তো নদীতে ফেলে দেওয়া হয়েছে।
আলেক্সান্দ্রা ফ্র্যোলিশ তাঁর কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। শুরুর দিকে তিনি ইউক্রেনের কিয়েভে একটি নারীবিষয়ক ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন। পরে তিনি জার্মানিতে ‘স্টার্ন’সহ অন্যান্য ম্যাগাজিনের জন্য ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন।
২০১২ সালে তিনি তাঁর প্রথম উপন্যাস ‘মাই রাশিয়ান মাদার-ইন-ল অ্যান্ড আদার ক্যাটাস্ট্রফস’ প্রকাশ করেন। বইটি মূলত তাঁর রুশ স্বামীর সঙ্গে বিবাহিত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা। বইটি জার্মানির প্রখ্যাত ‘দার স্পিগ্যাল’ ম্যাগাজিনের বেস্টসেলার তালিকায় দীর্ঘদিন ধরে ছিল এবং পরে এটি ফরাসি ভাষাতেও অনূদিত হয়।
২০১৬ সালে তিনি প্রকাশ করেন অপরাধভিত্তিক উপন্যাস ‘ডেথ ইজ অ্যা সার্টেইনিটি’ এবং ২০১৯ সালে ‘স্ক্যালেটনস ইন দ্য ক্লোসেট’। দুটি বই-ই পেঙ্গুইন প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তাঁর লেখায় রসিকতা, পারিবারিক কাহিনি ও সামাজিক প্রসঙ্গের মিশ্রণ পাওয়া যেত।
জার্মানির হামবুর্গ শহরের একটি হাউসবোট থেকে দেশটির জনপ্রিয় ঔপন্যাসিক আলেক্সান্দ্রা ফ্র্যোলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫৮ বছর বয়সী লেখিকাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ রোববার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আলেক্সান্দ্রার মরদেহ উদ্ধারের পর প্রাথমিক আলামত বিশ্লেষণের পর এটিকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা। ঘটনাটি তদন্তের জন্য তাই মার্ডার স্কোয়াডের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের বরাতে স্থানীয় সম্প্রচারমাধ্যম এনডিআর জানিয়েছে, আলেক্সান্দ্রা ফ্র্যোলিশকে গুলি করা হয়েছিল। হামবুর্গের মুরফ্লিট জেলার ইলবে নদীর হোলৎসহাফেন তীরে লম্বা একটি গোলাপি রঙের হাউসবোটে বাস করতেন তিনি। স্থানটির আশপাশে কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কি না, এ ব্যাপারে সম্ভাব্য সাক্ষীদের কাছে সাহায্য চেয়েছে পুলিশ।
পুলিশের মতে, আলেক্সান্দ্রার মরদেহ প্রথম দেখতে পান তাঁর ছেলে। ধারণা করা হচ্ছে, মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টার মধ্যে তাঁর মৃত্যু ঘটে।
পুলিশের এক মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বর্তমান তথ্য অনুযায়ী, আত্মীয়রা ৫৮ বছর বয়সী লেখিকাকে তাঁর হাউসবোটে অচেতন অবস্থায় খুঁজে পান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস এসে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। আলামত বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে, তিনি সহিংসতার শিকার হয়ে মারা গেছেন।
তদন্তকারীরা সম্ভাব্য সন্দেহভাজনদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছেন এবং খুনি নিহত ব্যক্তির পরিচিত ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, চলমান তদন্তের কারণে এখনই এর বেশি তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
ঘটনার স্থানটিতেও ডুবুরিরা অনুসন্ধান চালিয়েছেন। কারণ, ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি হয়তো নদীতে ফেলে দেওয়া হয়েছে।
আলেক্সান্দ্রা ফ্র্যোলিশ তাঁর কর্মজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। শুরুর দিকে তিনি ইউক্রেনের কিয়েভে একটি নারীবিষয়ক ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন। পরে তিনি জার্মানিতে ‘স্টার্ন’সহ অন্যান্য ম্যাগাজিনের জন্য ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন।
২০১২ সালে তিনি তাঁর প্রথম উপন্যাস ‘মাই রাশিয়ান মাদার-ইন-ল অ্যান্ড আদার ক্যাটাস্ট্রফস’ প্রকাশ করেন। বইটি মূলত তাঁর রুশ স্বামীর সঙ্গে বিবাহিত জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা। বইটি জার্মানির প্রখ্যাত ‘দার স্পিগ্যাল’ ম্যাগাজিনের বেস্টসেলার তালিকায় দীর্ঘদিন ধরে ছিল এবং পরে এটি ফরাসি ভাষাতেও অনূদিত হয়।
২০১৬ সালে তিনি প্রকাশ করেন অপরাধভিত্তিক উপন্যাস ‘ডেথ ইজ অ্যা সার্টেইনিটি’ এবং ২০১৯ সালে ‘স্ক্যালেটনস ইন দ্য ক্লোসেট’। দুটি বই-ই পেঙ্গুইন প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তাঁর লেখায় রসিকতা, পারিবারিক কাহিনি ও সামাজিক প্রসঙ্গের মিশ্রণ পাওয়া যেত।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১১ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১৩ ঘণ্টা আগে