অনলাইন ডেস্ক
চলে যাও! চলে যাও! চলে যাও! টেলিগ্রাম ভিডিওতে উচ্চকিত কণ্ঠে চলছে এ স্লোগান। কখনো বা সুরে সুরে। বার্তা খুবই স্পষ্ট। আর তা হচ্ছে, ‘হামাসের সবাই হটো।’
গাজার রাস্তায় রাস্তায় আগের চেয়েও অনেক বেশি ফিলিস্তিনি প্রকাশ্যেই ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, যে গোষ্ঠীটি প্রায় ২০ বছর শাসন করে আসছে গাজা।
ছোট্ট, দরিদ্র ভূখণ্ড গাজাকে ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে সংকটে ফেলে দেওয়ার জন্য অনেকেই হামাসকে দায়ী করছেন। গাজার ধ্বংস হয়ে যাওয়া রাস্তায় আরেক দল বিক্ষোভকারী ‘হামাস জঞ্জাল’—এ বার্তা ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছে।
গাজায় হামাসের সমালোচক এক সাবেক রাজবন্দী ও আইনজীবী মোমেন আল-নাতুর বলেন, গাজার পরিস্থিতিতে বিশ্ব ধোঁকা খাচ্ছে। তাঁর কথায়, বিশ্ব মনে করছে গাজা মানেই হামাস, আর হামাস মানেই গাজা। আমরা হামাসকে বেছে নেইনি। অথচ হামাস এখন গাজা শাসন করতে বদ্ধপরিকর এবং তারা তাদের সঙ্গে আমাদের ভাগ্যও বেঁধে নিয়েছে। হামাসকে অবশ্যই সরে যেতে হবে।’
গাজায় হামাসের বিরুদ্ধে কথা বলাও বিপজ্জনক। হামাস কখনোই ভিন্নমত সহ্য করেনি। এ পরিস্থিতির মধ্যে মোমেন আল-নাতুর ছিলেন নির্ভীক।
গত মার্চের শেষ দিকে দ্য ওয়াশিংটন পোস্টে একটি কলামে মোমেন আল-নাতুর লেখেন, হামাসকে সমর্থন দেওয়া মানে ফিলিস্তিনের স্বাধীনতা নয়; বরং ফিলিস্তিনিদের মৃত্যুকেই সমর্থন করা।
বিবিসি জেরুজালেমের এক সাংবাদিক মোমেনকে জিজ্ঞেস করেন, এভাবে কথা বলা বিপজ্জনক নয় কি? এ প্রশ্নের জবাবে মোমেন নির্দ্বিধায় বলেন, ‘আমাদের ঝুঁকি নিয়েই কথা বলতে হয়।’
মোমেন জানান, এখন তাঁর বয়স ৩০। আর বয়স যখন ১১ ছিল তখন হামাস গাজার শাসনভার নিয়েছিল। কিন্তু তাঁর জীবনে কী হয়েছে? তাঁর জীবনটা কেবল যুদ্ধ আর বাড়তে থাকা সহিংসতার মধ্য দিয়েই নষ্ট হয়েছে। লাভের লাভ কিছুই হয়নি।
হামাস রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সহিংস পন্থায় হটিয়ে ২০০৭ সালে গাজার শাসনক্ষমতা নেওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে তিনটি বড় যুদ্ধ এবং দুটো ছোটখাটো সংঘাত হয়েছে।
মোমেন বলেন, ‘হামাসের দমনপীড়নের পরও তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলাটা মানবতার দাবি।’
হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকার মধ্যেও তাদের সমালোচকদের শাস্তি দিতে পিছপা হচ্ছে না। গত মার্চের শেষ দিকে হামাসের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এই গোষ্ঠীটি উদয় আল-রুবাই নামের এক ফিলিস্তিনিকে অপহরণ করে নিয়ে যায়।
সশস্ত্র বন্দুকধারীরা রুবাইকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তাঁর লাশ পাওয়া যায়। রুবাইয়ের পরিবার এই মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে এবং ন্যায়বিচার চেয়েছে।
রুবাইয়ের শেষকৃত্যে বেশ কিছু ফিলিস্তিনি এ হত্যাকাণ্ডের বদলা নেওয়া এবং হামাসকে গাজা থেকে সরে যাওয়ার দাবি তোলে। এর আগে, গত গ্রীষ্মে হামাসের বিরুদ্ধে কথা বলে রুবাইয়ের মতো প্রায় একই ভাগ্যবরণ করেছিলেন আমিন আবেদ নামের আরেক ফিলিস্তিনি।
মুখোশ পরা বন্দুকধারীরা তাঁকে পিটিয়ে অচেতন করে। শরীরের হাড় ভেঙে দেয়, এমনকি কিডনিও ক্ষতিগ্রস্ত করে। আবেদ কোনোভাবে প্রাণে বাঁচলেও তাঁকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছিল।
এখন আবেদ দুবাইয়ে থাকেন। এখনো তিনি হামাসের বিরুদ্ধে সোচ্চার। তাঁর বিশ্বাস, হামাসের কর্তৃত্ব খর্ব হয়ে গেছে। তাদের ক্ষমতা শেষ হয়ে আসছে।
আবেদ বলেন, হামাস মানুষজনকে আতঙ্কে রাখতে অধিকারকর্মী, নিরীহ মানুষদের পেটায়, হত্যা করে। তবে এখন আর আগের সে দিন নেই।
গত মাসে গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে ইসরায়েলের অবিরাম হামলায় হামাসের বন্দুকধারীরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আর গাজাবাসীরা আবার যুদ্ধের বিভীষিকার মধ্যে পড়ে গেছে।
সম্প্রতি গাজায় হামাসের বিরুদ্ধে যে বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠছে, তা থেকে বোঝা যায় সেখানে ইসরায়েলের লাগাতার বোমা হামলায় কোণঠাসা হয়ে পড়া সাধারণ মানুষেরা এখন আর হামাসের ভয়ে ভীত নন।
গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ইদানীং হামাসের বিরুদ্ধে সবচেয়ে জোরাল বিরোধিতা দেখা গেছে। সেখানে কয়েকটি ঘটনায় স্থানীয় মানুষেরা তাদের লোকালয়ের মধ্য থেকে হামাস যোদ্ধাদেরকে সামরিক অভিযান চালাতে দেয়নি।
এমনই একটি ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ এপ্রিলে হামাসের এক যোদ্ধা বেইত লাহিয়ার এক বয়স্ক মানুষ জামান আল-মাজনানের বাড়িতে ঢুকে সেখান থেকে রকেট ছুড়তে চেয়েছিল; কিন্তু তা করতে দেননি সেই বৃদ্ধ।
আশপাশের আরও বাসিন্দারা তখন আল-মাজনানের পাশে এসে দাঁড়ান। এরপর বন্দুকধারীরা গুলি চালালে কয়েকজন আহত হন। তবে শেষ পর্যন্ত বন্দুকধারীদের তাড়িয়ে দেওয়া হয়।
বন্দুকধারীদের বুলেটেও প্রতিবাদী মানুষেরা ভয় পাননি। বরং বন্দুকধারীদের সামনে এগিয়ে গিয়ে বলেছিলেন, তাদের জিনিসপাতি নিয়ে চলে যেতে। প্রতিবাদকারীরা বলেছিলেন, ‘আমরা আপনাদেরকে (বন্দুকধারী) এখানে চাই না। আমরা আপনাদের অস্ত্র চাই না, যে অস্ত্র আমাদেরকে ধ্বংস, বিপর্যয় আর মৃত্যু এনে দিয়েছে।’
চলে যাও! চলে যাও! চলে যাও! টেলিগ্রাম ভিডিওতে উচ্চকিত কণ্ঠে চলছে এ স্লোগান। কখনো বা সুরে সুরে। বার্তা খুবই স্পষ্ট। আর তা হচ্ছে, ‘হামাসের সবাই হটো।’
গাজার রাস্তায় রাস্তায় আগের চেয়েও অনেক বেশি ফিলিস্তিনি প্রকাশ্যেই ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, যে গোষ্ঠীটি প্রায় ২০ বছর শাসন করে আসছে গাজা।
ছোট্ট, দরিদ্র ভূখণ্ড গাজাকে ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে সংকটে ফেলে দেওয়ার জন্য অনেকেই হামাসকে দায়ী করছেন। গাজার ধ্বংস হয়ে যাওয়া রাস্তায় আরেক দল বিক্ষোভকারী ‘হামাস জঞ্জাল’—এ বার্তা ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছে।
গাজায় হামাসের সমালোচক এক সাবেক রাজবন্দী ও আইনজীবী মোমেন আল-নাতুর বলেন, গাজার পরিস্থিতিতে বিশ্ব ধোঁকা খাচ্ছে। তাঁর কথায়, বিশ্ব মনে করছে গাজা মানেই হামাস, আর হামাস মানেই গাজা। আমরা হামাসকে বেছে নেইনি। অথচ হামাস এখন গাজা শাসন করতে বদ্ধপরিকর এবং তারা তাদের সঙ্গে আমাদের ভাগ্যও বেঁধে নিয়েছে। হামাসকে অবশ্যই সরে যেতে হবে।’
গাজায় হামাসের বিরুদ্ধে কথা বলাও বিপজ্জনক। হামাস কখনোই ভিন্নমত সহ্য করেনি। এ পরিস্থিতির মধ্যে মোমেন আল-নাতুর ছিলেন নির্ভীক।
গত মার্চের শেষ দিকে দ্য ওয়াশিংটন পোস্টে একটি কলামে মোমেন আল-নাতুর লেখেন, হামাসকে সমর্থন দেওয়া মানে ফিলিস্তিনের স্বাধীনতা নয়; বরং ফিলিস্তিনিদের মৃত্যুকেই সমর্থন করা।
বিবিসি জেরুজালেমের এক সাংবাদিক মোমেনকে জিজ্ঞেস করেন, এভাবে কথা বলা বিপজ্জনক নয় কি? এ প্রশ্নের জবাবে মোমেন নির্দ্বিধায় বলেন, ‘আমাদের ঝুঁকি নিয়েই কথা বলতে হয়।’
মোমেন জানান, এখন তাঁর বয়স ৩০। আর বয়স যখন ১১ ছিল তখন হামাস গাজার শাসনভার নিয়েছিল। কিন্তু তাঁর জীবনে কী হয়েছে? তাঁর জীবনটা কেবল যুদ্ধ আর বাড়তে থাকা সহিংসতার মধ্য দিয়েই নষ্ট হয়েছে। লাভের লাভ কিছুই হয়নি।
হামাস রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সহিংস পন্থায় হটিয়ে ২০০৭ সালে গাজার শাসনক্ষমতা নেওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে তিনটি বড় যুদ্ধ এবং দুটো ছোটখাটো সংঘাত হয়েছে।
মোমেন বলেন, ‘হামাসের দমনপীড়নের পরও তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলাটা মানবতার দাবি।’
হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকার মধ্যেও তাদের সমালোচকদের শাস্তি দিতে পিছপা হচ্ছে না। গত মার্চের শেষ দিকে হামাসের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে এই গোষ্ঠীটি উদয় আল-রুবাই নামের এক ফিলিস্তিনিকে অপহরণ করে নিয়ে যায়।
সশস্ত্র বন্দুকধারীরা রুবাইকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তাঁর লাশ পাওয়া যায়। রুবাইয়ের পরিবার এই মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে এবং ন্যায়বিচার চেয়েছে।
রুবাইয়ের শেষকৃত্যে বেশ কিছু ফিলিস্তিনি এ হত্যাকাণ্ডের বদলা নেওয়া এবং হামাসকে গাজা থেকে সরে যাওয়ার দাবি তোলে। এর আগে, গত গ্রীষ্মে হামাসের বিরুদ্ধে কথা বলে রুবাইয়ের মতো প্রায় একই ভাগ্যবরণ করেছিলেন আমিন আবেদ নামের আরেক ফিলিস্তিনি।
মুখোশ পরা বন্দুকধারীরা তাঁকে পিটিয়ে অচেতন করে। শরীরের হাড় ভেঙে দেয়, এমনকি কিডনিও ক্ষতিগ্রস্ত করে। আবেদ কোনোভাবে প্রাণে বাঁচলেও তাঁকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছিল।
এখন আবেদ দুবাইয়ে থাকেন। এখনো তিনি হামাসের বিরুদ্ধে সোচ্চার। তাঁর বিশ্বাস, হামাসের কর্তৃত্ব খর্ব হয়ে গেছে। তাদের ক্ষমতা শেষ হয়ে আসছে।
আবেদ বলেন, হামাস মানুষজনকে আতঙ্কে রাখতে অধিকারকর্মী, নিরীহ মানুষদের পেটায়, হত্যা করে। তবে এখন আর আগের সে দিন নেই।
গত মাসে গাজায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে ইসরায়েলের অবিরাম হামলায় হামাসের বন্দুকধারীরা এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আর গাজাবাসীরা আবার যুদ্ধের বিভীষিকার মধ্যে পড়ে গেছে।
সম্প্রতি গাজায় হামাসের বিরুদ্ধে যে বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠছে, তা থেকে বোঝা যায় সেখানে ইসরায়েলের লাগাতার বোমা হামলায় কোণঠাসা হয়ে পড়া সাধারণ মানুষেরা এখন আর হামাসের ভয়ে ভীত নন।
গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ইদানীং হামাসের বিরুদ্ধে সবচেয়ে জোরাল বিরোধিতা দেখা গেছে। সেখানে কয়েকটি ঘটনায় স্থানীয় মানুষেরা তাদের লোকালয়ের মধ্য থেকে হামাস যোদ্ধাদেরকে সামরিক অভিযান চালাতে দেয়নি।
এমনই একটি ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ এপ্রিলে হামাসের এক যোদ্ধা বেইত লাহিয়ার এক বয়স্ক মানুষ জামান আল-মাজনানের বাড়িতে ঢুকে সেখান থেকে রকেট ছুড়তে চেয়েছিল; কিন্তু তা করতে দেননি সেই বৃদ্ধ।
আশপাশের আরও বাসিন্দারা তখন আল-মাজনানের পাশে এসে দাঁড়ান। এরপর বন্দুকধারীরা গুলি চালালে কয়েকজন আহত হন। তবে শেষ পর্যন্ত বন্দুকধারীদের তাড়িয়ে দেওয়া হয়।
বন্দুকধারীদের বুলেটেও প্রতিবাদী মানুষেরা ভয় পাননি। বরং বন্দুকধারীদের সামনে এগিয়ে গিয়ে বলেছিলেন, তাদের জিনিসপাতি নিয়ে চলে যেতে। প্রতিবাদকারীরা বলেছিলেন, ‘আমরা আপনাদেরকে (বন্দুকধারী) এখানে চাই না। আমরা আপনাদের অস্ত্র চাই না, যে অস্ত্র আমাদেরকে ধ্বংস, বিপর্যয় আর মৃত্যু এনে দিয়েছে।’
থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যে কোনো কারণে প্রবেশ ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
৪ ঘণ্টা আগেপেহেলাগাম হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রায় সাড়ে ছয় দশকের সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। আজ আবার পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে একটি রয়েছে...
৪ ঘণ্টা আগেরাশিয়া ইউক্রেনের উদ্দেশ্যে ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এগুলোর বেশির ভাগই কিয়েভকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে।
৫ ঘণ্টা আগেবাণিজ্যযুদ্ধ সমাধানে আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্রকে আগে চীনা পণ্যের ওপর থেকে আরোপিত শুল্ক বাতিল করতে হবে। বিশ্বব্যাপী চলমান বাণিজ্যযুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রকে এমন প্রস্তাব দিয়েছে বেইজিং। চীন বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এ সমস্যার সমাধান করতে চান, তবে অবশ্যই আগে আরোপিত শুল্ক বাতিল করবেন।
৫ ঘণ্টা আগে