ইলিয়াস শান্ত, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণের’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত চলতি বছরের পঞ্চম সিন্ডিকেট সভায় পৃথক্করণের এই অনুমোদন দেওয়া হয়। এদিন বিকেল ৫টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সভা শেষে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ। তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না। এ সিদ্ধান্তের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক পৃথক্করণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
শামস উদ্দিন বলেন, পৃথক্করণের পর সাত কলেজের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এসব কলেজগুলোর জন্য প্রস্তাবিত কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, তাহলে ঢাবি কর্তৃপক্ষ সেই দায়িত্বশীলতা বজায় রাখবে।
ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের পৃথক্করণের সিদ্ধান্তের কথা জানিয়ে রেজিস্ট্রার বলেন, সাত কলেজের বিষয়ে গত বুধবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের যে পর্যালোচনা হয়েছে, সেটাই গতকালের সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। গতকালের সিদ্ধান্ত লিপিবদ্ধ আকারে তাঁরা অফিশিয়ালি জানাবেন। ঢাবির গতকালের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) পাঠানো হবে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ‘সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সাময়িক ব্যবস্থাসংক্রান্ত’ শিরোনামে অন্তর্বর্তী প্রশাসনের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইউজিসি। এরপর গত ২ মার্চ ইউজিসির এ সুপারিশপত্রে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দেয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানকে ইউজিসির সুপারিশ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায় মন্ত্রণালয়।
২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছেন।
এদিকে সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) নামে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। গত ১৬ মার্চ নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করে ইউজিসি। ইতিমধ্যে ইউজিসির প্রস্তাবিত নাম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার আগপর্যন্ত সাত কলেজ চলবে অন্তর্বর্তী প্রশাসনের অধীনে। চলতি মাসের শেষের দিকে ঘোষণা হবে এ প্রশাসনের কাঠামো।
সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের বিষয়ে ঢাবি রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাবি প্রশাসন অফিশিয়ালি সাত কলেজের পৃথক্করণের সিদ্ধান্ত অনুমোদন করেছে। আমরা এ সিদ্ধান্ত ইউজিসিতে পাঠালে বাকি কাজ তারাই করবে। সাত কলেজের জন্য প্রস্তাবিত কাঠামো অনুমোদন পেলে সে কাঠামোর অধীনেই চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘সম্মানজনক পৃথকীকরণের’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত চলতি বছরের পঞ্চম সিন্ডিকেট সভায় পৃথক্করণের এই অনুমোদন দেওয়া হয়। এদিন বিকেল ৫টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সভা শেষে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ। তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে না। এ সিদ্ধান্তের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক পৃথক্করণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
শামস উদ্দিন বলেন, পৃথক্করণের পর সাত কলেজের চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এসব কলেজগুলোর জন্য প্রস্তাবিত কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া বাস্তবায়নে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, তাহলে ঢাবি কর্তৃপক্ষ সেই দায়িত্বশীলতা বজায় রাখবে।
ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের পৃথক্করণের সিদ্ধান্তের কথা জানিয়ে রেজিস্ট্রার বলেন, সাত কলেজের বিষয়ে গত বুধবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের যে পর্যালোচনা হয়েছে, সেটাই গতকালের সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। গতকালের সিদ্ধান্ত লিপিবদ্ধ আকারে তাঁরা অফিশিয়ালি জানাবেন। ঢাবির গতকালের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) পাঠানো হবে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ‘সাত কলেজ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সাময়িক ব্যবস্থাসংক্রান্ত’ শিরোনামে অন্তর্বর্তী প্রশাসনের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইউজিসি। এরপর গত ২ মার্চ ইউজিসির এ সুপারিশপত্রে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দেয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানকে ইউজিসির সুপারিশ অনুযায়ী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায় মন্ত্রণালয়।
২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছেন।
এদিকে সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) নামে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। গত ১৬ মার্চ নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করে ইউজিসি। ইতিমধ্যে ইউজিসির প্রস্তাবিত নাম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার আগপর্যন্ত সাত কলেজ চলবে অন্তর্বর্তী প্রশাসনের অধীনে। চলতি মাসের শেষের দিকে ঘোষণা হবে এ প্রশাসনের কাঠামো।
সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের বিষয়ে ঢাবি রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাবি প্রশাসন অফিশিয়ালি সাত কলেজের পৃথক্করণের সিদ্ধান্ত অনুমোদন করেছে। আমরা এ সিদ্ধান্ত ইউজিসিতে পাঠালে বাকি কাজ তারাই করবে। সাত কলেজের জন্য প্রস্তাবিত কাঠামো অনুমোদন পেলে সে কাঠামোর অধীনেই চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ নির্বাচিত হয়েছেন।
১৫ ঘণ্টা আগেএকজন নিবন্ধিত ও সনদপ্রাপ্ত লাইভস্টক ডিগ্রিধারীর প্রধান কাজ হচ্ছে, প্রাণীর কষ্ট লাঘব ও ব্যথা উপশমে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাঁদের কাজ টিকাদান, কৃত্রিম প্রজনন, বার্ডিজ দ্বারা খোজাকরণ, ওয়ার্ড ড্রেসিং ইত্যাদি। এ ছাড়া ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক নির্ধারিত বিভিন্ন সেবাও তাঁরা প্রদান করেন, যা প্রাণিসম্পদ
১ দিন আগেস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে সামার ২০২৫ সেশনে ভর্তি শুরু হয়েছে। এই ইউনিভার্সিটি ৫টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে।
১ দিন আগেবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠ
২ দিন আগে