Ajker Patrika

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২১: ৩০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে গোপনে ধারণ করা প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আল মামুন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

এর আগে বুধবার ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।

আল মামুন উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, রাতে নিজ ঘরে প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলেন ভুক্তভোগী। এ সময় মামুন বেড়ার ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাঁর সন্তানকে অপহরণ করার হুমকি দেন।

এ ঘটনায় বুধবার শিবপুর মডেল থানায় মামুনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকালে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আটক মামুন গোপনে ভিডিও ধারণ করে টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার বুধবার একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তকে আজ সকালে আটক করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত