Ajker Patrika

সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৪: ৫৬
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার

বসবাস, শ্রম আইন ও সীমান্ত সুরক্ষাব্যবস্থা লঙ্ঘনের দায়ে প্রায় ২০ হাজার জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। একজন কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ২৪ থেকে ৩০ জুন পর্যন্ত এসব বিদেশিকে গ্রেপ্তার করা হয়। 

খবরে বলা হয়েছে, সৌদির প্রায় সব অঞ্চলেই এই অভিযান পরিচালনা করে মোট ১৯ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার হয়। এঁদের মধ্যে আবাসিক নিয়ম লঙ্ঘনের জন্য ৮ হাজার ৫৭০ জন, শ্রম আইন লঙ্ঘনের জন্য ৯৪৭ জন এবং সীমান্ত আইন লঙ্ঘনের জন্য ১০ হাজার ২৯৫ জনকে গ্রেপ্তার করা হয়। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় ২২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনের নাগরিক। এ ছাড়া ৪৭ শতাংশ ইথিওপিয়ান, ৫ শতাংশ সোমালিয়ান এবং বাকি ৫ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। 

সৌদি থেকে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার জন্য ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পাঁচজনকে পরিবহন ও আশ্রয় দেওয়ার কাজে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। 

এ ছাড়া সৌদি সরকার ৩৬ হাজার ৪৫৪ জন অভিবাসীর ভ্রমণসংক্রান্ত নথিপত্র পাওয়ার জন্য তাঁদের  নিজ নিজ কূটনৈতিক মিশনে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে ১৪ হাজার ৮৬৩ জনের ভ্রমণ শেষ হওয়ায় কূটনৈতিক মিশনে স্থানান্তর করা হয় এবং ১৬ হাজার ২৯৪ জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত