অনলাইন ডেস্ক
পরমাণু আলোচনা শেষে একটি চুক্তি সম্পাদনের জন্য ইরানকে আল্টিমেটাম দিয়েছে পশ্চিমা দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক টেলিফোন আলোচনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনের জন্য আগস্ট মাসের শেষ দিনকে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করতে সম্মত হয়েছেন।
তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যদি এই সময়সীমার মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে এই তিন ইউরোপীয় শক্তি ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ২০১৫ সালের পরমাণু চুক্তির ফলে ইরানের ওপর থেকে উঠে যাওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা আবারও স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে।
খবরে বলা হয়েছে, এই চার দেশ সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর করার জন্য রাশিয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হওয়ার আগেই তা বাস্তবায়নের চেষ্টা করছে। রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ মিত্র। পশ্চিমা দেশগুলো মনে করছে, স্ন্যাপব্যাক ব্যবস্থা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে ইরানের দাবি, এই ব্যবস্থা আইনগতভাবে বৈধ নয় এবং এর প্রতিক্রিয়ায় তারা পরমাণু বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে।
অ্যাক্সিওস জানিয়েছে, ইউরোপীয় মিত্ররা এখন ইরানি কর্মকর্তাদের জানাবে যে, তারা যদি কোনো ধরনের চুক্তি অর্জনের প্রতিশ্রুতি দেখানোর জন্য কিছু পদক্ষেপ নেয়, তাহলে এই নিষেধাজ্ঞা এড়ানো যেতে পারে। প্রতিবেদনে ইরানের সম্ভাব্য পদক্ষেপের উদাহরণ হিসেবে বলা হয়েছে—আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ আবার শুরু করা বা পরমাণু স্থাপনা থেকে ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা।
এর আগে, ওয়াশিংটনে সাম্প্রতিক এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্ন্যাপব্যাক ব্যবস্থা বন্ধ না করার অনুরোধ করেছিলেন বলে অ্যাক্সিওস জানিয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে আরও বলেন, নিষেধাজ্ঞা এড়াতে যেন ইরানকে দ্রুত চুক্তি করতে চাপ দেওয়া হয়।
এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে যে, ট্রাম্প ও তাঁর দল আমাদের সঙ্গে একমত হয়েছেন।’
পরমাণু আলোচনা শেষে একটি চুক্তি সম্পাদনের জন্য ইরানকে আল্টিমেটাম দিয়েছে পশ্চিমা দেশগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক টেলিফোন আলোচনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনের জন্য আগস্ট মাসের শেষ দিনকে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করতে সম্মত হয়েছেন।
তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যদি এই সময়সীমার মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে এই তিন ইউরোপীয় শক্তি ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে ২০১৫ সালের পরমাণু চুক্তির ফলে ইরানের ওপর থেকে উঠে যাওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা আবারও স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে।
খবরে বলা হয়েছে, এই চার দেশ সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর করার জন্য রাশিয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হওয়ার আগেই তা বাস্তবায়নের চেষ্টা করছে। রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ মিত্র। পশ্চিমা দেশগুলো মনে করছে, স্ন্যাপব্যাক ব্যবস্থা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে ইরানের দাবি, এই ব্যবস্থা আইনগতভাবে বৈধ নয় এবং এর প্রতিক্রিয়ায় তারা পরমাণু বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে।
অ্যাক্সিওস জানিয়েছে, ইউরোপীয় মিত্ররা এখন ইরানি কর্মকর্তাদের জানাবে যে, তারা যদি কোনো ধরনের চুক্তি অর্জনের প্রতিশ্রুতি দেখানোর জন্য কিছু পদক্ষেপ নেয়, তাহলে এই নিষেধাজ্ঞা এড়ানো যেতে পারে। প্রতিবেদনে ইরানের সম্ভাব্য পদক্ষেপের উদাহরণ হিসেবে বলা হয়েছে—আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ আবার শুরু করা বা পরমাণু স্থাপনা থেকে ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা।
এর আগে, ওয়াশিংটনে সাম্প্রতিক এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্ন্যাপব্যাক ব্যবস্থা বন্ধ না করার অনুরোধ করেছিলেন বলে অ্যাক্সিওস জানিয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে আরও বলেন, নিষেধাজ্ঞা এড়াতে যেন ইরানকে দ্রুত চুক্তি করতে চাপ দেওয়া হয়।
এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে যে, ট্রাম্প ও তাঁর দল আমাদের সঙ্গে একমত হয়েছেন।’
অন্তত ৯ জন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তাঁদের ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থাই পুলিশের তথ্য অনুযায়ী, ‘মিস গলফ’ নামে পরিচিত ওই নারী গত তিন বছরে প্রায় ৩৮ কোটি ৫০ লাখ বাত (১৪৩ কোটি টাকার বেশি) হাতিয়ে নিয়েছেন।
৭ মিনিট আগেসিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত সুয়েইদা প্রদেশে গতকাল মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী প্রবেশ করে। সরকারি এই হস্তক্ষেপ সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সিরিয়ার সরকারবিরোধী ও সম্প্রদায়গত সংঘাতের মধ্যে এই পদক্ষেপে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
৩২ মিনিট আগেপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করেছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের ওপর কথিত হয়রানির প্রতিবাদে তিনি তাঁর বাঙালি পরিচয়ের রাজনীতিকে আবারও সামনে নিয়ে এসেছেন। খবর ইন্ডিয়া টুডের।
৩৩ মিনিট আগেভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ অয়েল পোর্ট্রেট বা তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বা ২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে