আজকের পত্রিকা ডেস্ক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করেছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের ওপর কথিত হয়রানির প্রতিবাদে তিনি তাঁর বাঙালি পরিচয়ের রাজনীতিকে আবারও সামনে নিয়ে এসেছেন। খবর ইন্ডিয়া টুডের।
কলকাতার কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিলে শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শীর্ষস্থানীয় সব নেতা ছিলেন। অবিরাম বৃষ্টির মধ্যেও প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথে তৃণমূল নেত্রী ও অন্য নেতারা হাঁটেন। এ সময় ‘বিজেপি, ছি ছি’ স্লোগানে মুখরিত হয় এলাকা।
র্যালির পর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রকে তাঁকে ডিটেনশন ক্যাম্পে রাখার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন থেকে আরও বেশি বাংলায় কথা বলব। আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন। বিজেপি, খেলা হবে। অপেক্ষা করুন।’
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ওডিশায় পরিযায়ী শ্রমিকদের আটক, ভাষাগত প্রোফাইলিং ও দিল্লিতে উচ্ছেদ অভিযানের খবর টিএমসি ও বিজেপির মধ্যে সর্বশেষ উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ওডিশার ঝারসুগুডায় ৪৪৪ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটকের ঘটনায় এই প্রতিবাদ মিছিলের সূত্রপাত। টিএমসি দাবি করেছে, তাঁদের মধ্যে ২০০ জনই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। টিএমসি মুহূর্তটি কাজে লাগাতে দেরি করেনি। তারা বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অধিকার ও মর্যাদার পক্ষে রাস্তায় নেমে এসেছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের প্রায় ২২ লাখ বাংলাভাষী শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেন বলে জানা গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এটি সব বিজেপিশাসিত রাজ্যে পাঠানো হয়েছে। আমরা সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করব। যারা বাংলায় কথা বলে, তাদের সবাইকে কীভাবে জেলে পাঠাবেন?’
মমতা আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের নাগরিকদের আইডি কার্ড আছে। তাদের দক্ষতা আছে বলেই তারা অন্য রাজ্যে কাজ করছে। তাদের কাজ করাবে, কিন্তু বাংলায় কথা বললেই গ্রেপ্তার করবে? আপনাদের এই অধিকার কে দিয়েছে? বাংলা কি ভারতের অংশ নয়?’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘রাস্তার রাজনীতিতে’ ফিরে আসার সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের কয়েক দিন আগে ঘটল। এই ঘটনা ইঙ্গিত দেয়, টিএমসি ২০২৬ সালের নির্বাচনে আক্রমণাত্মক বিজেপিকে মোকাবিলায় বাঙালি গর্বের আবেগপূর্ণ ইস্যুটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এটি দারুণ কাজ করেছিল। সে ময় টিএমসি ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানের মাধ্যমে উপজাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তুলেছিল। এটি বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ববাদী প্রচারকে ভোঁতা করতে সাহায্য করেছিল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করেছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের ওপর কথিত হয়রানির প্রতিবাদে তিনি তাঁর বাঙালি পরিচয়ের রাজনীতিকে আবারও সামনে নিয়ে এসেছেন। খবর ইন্ডিয়া টুডের।
কলকাতার কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিলে শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শীর্ষস্থানীয় সব নেতা ছিলেন। অবিরাম বৃষ্টির মধ্যেও প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথে তৃণমূল নেত্রী ও অন্য নেতারা হাঁটেন। এ সময় ‘বিজেপি, ছি ছি’ স্লোগানে মুখরিত হয় এলাকা।
র্যালির পর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রকে তাঁকে ডিটেনশন ক্যাম্পে রাখার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন থেকে আরও বেশি বাংলায় কথা বলব। আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন। বিজেপি, খেলা হবে। অপেক্ষা করুন।’
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ওডিশায় পরিযায়ী শ্রমিকদের আটক, ভাষাগত প্রোফাইলিং ও দিল্লিতে উচ্ছেদ অভিযানের খবর টিএমসি ও বিজেপির মধ্যে সর্বশেষ উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ওডিশার ঝারসুগুডায় ৪৪৪ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটকের ঘটনায় এই প্রতিবাদ মিছিলের সূত্রপাত। টিএমসি দাবি করেছে, তাঁদের মধ্যে ২০০ জনই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। টিএমসি মুহূর্তটি কাজে লাগাতে দেরি করেনি। তারা বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অধিকার ও মর্যাদার পক্ষে রাস্তায় নেমে এসেছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের প্রায় ২২ লাখ বাংলাভাষী শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেন বলে জানা গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এটি সব বিজেপিশাসিত রাজ্যে পাঠানো হয়েছে। আমরা সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করব। যারা বাংলায় কথা বলে, তাদের সবাইকে কীভাবে জেলে পাঠাবেন?’
মমতা আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের নাগরিকদের আইডি কার্ড আছে। তাদের দক্ষতা আছে বলেই তারা অন্য রাজ্যে কাজ করছে। তাদের কাজ করাবে, কিন্তু বাংলায় কথা বললেই গ্রেপ্তার করবে? আপনাদের এই অধিকার কে দিয়েছে? বাংলা কি ভারতের অংশ নয়?’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘রাস্তার রাজনীতিতে’ ফিরে আসার সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের কয়েক দিন আগে ঘটল। এই ঘটনা ইঙ্গিত দেয়, টিএমসি ২০২৬ সালের নির্বাচনে আক্রমণাত্মক বিজেপিকে মোকাবিলায় বাঙালি গর্বের আবেগপূর্ণ ইস্যুটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এটি দারুণ কাজ করেছিল। সে ময় টিএমসি ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানের মাধ্যমে উপজাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তুলেছিল। এটি বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ববাদী প্রচারকে ভোঁতা করতে সাহায্য করেছিল।
নেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
১ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
১ ঘণ্টা আগেভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
২ ঘণ্টা আগে