Ajker Patrika

মহাত্মা গান্ধীর দুর্লভ তৈলচিত্র বিক্রি হলো ২ লাখ ডলারে

অনলাইন ডেস্ক
মহাত্মা গান্ধীর সেই তৈলচিত্র। ছবি: বনহ্যামস
মহাত্মা গান্ধীর সেই তৈলচিত্র। ছবি: বনহ্যামস

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ অয়েল পোর্ট্রেট বা তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বা ২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পোর্ট্রেটটির জন্য ৫০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড পর্যন্ত দাম উঠতে পারে বলে অনুমান করেছিল নিলামঘর বনহ্যামস। কিন্তু সেটি প্রত্যাশার অনেক বেশি দামে বিক্রি হয়েছে। এটি ১৯৩১ সালে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লেইটন আঁকেন। মহাত্মা গান্ধী তখন লন্ডন সফরে গিয়েছিলেন।

বনহ্যামস জানিয়েছে, এটি সম্ভবত একমাত্র অয়েল পেইন্টিং বা তৈলচিত্র যার জন্য মহাত্মা গান্ধী নিজে চিত্রকরের সামনে বসেছিলেন। এই পোর্ট্রেটটি আঁকা হয়েছিল ১৯৩১ সালে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স উপলক্ষে। সে সময় গান্ধী ভারতীয়দের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আলোচনা করতে লন্ডন গিয়েছিলেন।

বনহ্যামস আরও জানিয়েছে, এই তৈলচিত্রটির চিত্রকর ক্লেয়ার লেইটন ছিলেন সেই অল্প কয়েকজন শিল্পীর একজন, যিনি গান্ধীর কার্যালয়ে প্রবেশের অনুমতি পেয়েছিলেন এবং একাধিকবার গান্ধীর সঙ্গে বসে তাঁর ছবি আঁকার সুযোগ পান। ১৯৮৯ সালে লেইটনের মৃত্যুর পর থেকেই এই চিত্রকর্মটি তাঁর পরিবারে উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত ছিল।

বনহ্যামস জানায়নি কে এটি কিনেছেন এবং এটি জনসমক্ষে প্রদর্শন করা হবে কি না, তা-ও এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতজুড়ে অহিংস প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। ভারতীয়দের কাছে তিনি ‘জাতির জনক’ হিসেবে পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত