Ajker Patrika

প্রচণ্ড গরমে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত হলো

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুন ২০২৪, ১৭: ৪৬
প্রচণ্ড গরমে মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত হলো

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্র মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত শুক্রবার থেকে শুরু হয়ে পুরো গ্রীষ্মে জুমার খুতবা ও নামাজের সময়কাল কমিয়ে ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। আগে জুমার খুতবা সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হতো।

নির্দেশনায় প্রথম আজান এবং দ্বিতীয় আজানের মধ্যের সময়কে ১০ মিনিট করা হয়েছে। পেছানো হয়েছে প্রথম আজানের সময়। গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস এই ঘোষণা দিয়েছেন। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সরকারি নির্দেশের প্রশংসা করে শেখ আল-সুদাইস বলেছেন, আল্লাহর অতিথিদের সুস্বাস্থ্য, স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আগ্রহকে প্রতিফলিত করে এসব নির্দেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। দেশটিতে চলমান গ্রীষ্মের প্রচণ্ড গরমে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মক্কায় এ বছর প্রচণ্ড গরমে ১ হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যুর কথা জানিয়েছে প্রায় ১০টি দেশ।

হজের সময় নির্ধারিত হয় ইসলামিক চান্দ্র পঞ্জিকা অনুসারে। সে হিসাবে এ বছরও হজ পড়েছিল সৌদি আরবের গ্রীষ্মে, যখন দেশটিতে থাকে ভয়াবহ গরম। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র গত সপ্তাহে মক্কার গ্র্যান্ড মসজিদে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

গত মাসে প্রকাশিত সৌদি সমীক্ষায় বলা হয়েছিল, প্রতি দশকে অঞ্চলটিতে তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে।

দেশটির আবহাওয়া বিভাগ (এনসিএম) গতকাল শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশটির বেশির ভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়ে বলেছে, এ সময় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত