অনলাইন ডেস্ক
লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সেখানে হিজবুল্লাহ ও হামাসের সশস্ত্র অংশ কাসাম ব্রিগেডের সঙ্গে লড়ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার (২১ অক্টোবর) স্বীকার করেছে, নতুন করে সংঘর্ষের মধ্যে লেবানন সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় গত শুক্রবার রাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।
নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট ওমর বালভা (২২)। আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি।
ইসরায়েলের সংবাদমাধ্যমে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বালভা ছিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ইসরায়েলি বাবা-মায়ের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রকভিলে বড় হয়েছেন।
আইডিএফের হয়ে কাজ করার জন্য ইসরায়েলে এসেছিলেন বালভা। গত সপ্তাহে রিজার্ভ সার্ভিসের জন্য ইসরায়েলের সেনাবাহিনীর ডাক পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসেন তিনি।
গত শুক্রবার হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। আইডিএফ বলেছে, হিজবুল্লার হামলার জবাবে দক্ষিণ লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে রাতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।
আইডিএফের ভাষ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হিজবুল্লাহর কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে। এর মধ্যে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারও ছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত শনিবার বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনা এবং উত্তর ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলি চালিয়েছে। তারা এখন এর জন্য উচ্চমূল্য পরিশোধ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সেখানে হিজবুল্লাহ ও হামাসের সশস্ত্র অংশ কাসাম ব্রিগেডের সঙ্গে লড়ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার (২১ অক্টোবর) স্বীকার করেছে, নতুন করে সংঘর্ষের মধ্যে লেবানন সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় গত শুক্রবার রাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।
নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট ওমর বালভা (২২)। আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি।
ইসরায়েলের সংবাদমাধ্যমে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বালভা ছিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ইসরায়েলি বাবা-মায়ের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রকভিলে বড় হয়েছেন।
আইডিএফের হয়ে কাজ করার জন্য ইসরায়েলে এসেছিলেন বালভা। গত সপ্তাহে রিজার্ভ সার্ভিসের জন্য ইসরায়েলের সেনাবাহিনীর ডাক পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসেন তিনি।
গত শুক্রবার হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। আইডিএফ বলেছে, হিজবুল্লার হামলার জবাবে দক্ষিণ লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে রাতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।
আইডিএফের ভাষ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হিজবুল্লাহর কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে। এর মধ্যে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারও ছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত শনিবার বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনা এবং উত্তর ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলি চালিয়েছে। তারা এখন এর জন্য উচ্চমূল্য পরিশোধ করছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্ট্যানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি। কারণ মার্শাল আইন চলাকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের নিয়ম নেই। এ কারণে ৫ বছরের মেয়াদ শেষেও জেলেনস্কি...
১ ঘণ্টা আগেভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি...
২ ঘণ্টা আগেব্রিটেনের এফবিআই খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দেশটির সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে। টিউলিপের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে এনসিএ-এর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে গোপনে বৈঠকের জন্য ঢাকা সফর করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি
২ ঘণ্টা আগে