Ajker Patrika

হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯: ৪৮
হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত

লেবানন সীমান্তে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সেখানে হিজবুল্লাহ ও হামাসের সশস্ত্র অংশ কাসাম ব্রিগেডের সঙ্গে লড়ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার (২১ অক্টোবর) স্বীকার করেছে, নতুন করে সংঘর্ষের মধ্যে লেবানন সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় গত শুক্রবার রাতে একজন ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।

নিহত সৈনিকের নাম স্টাফ সার্জেন্ট ওমর বালভা (২২)। আলেকজান্দ্রোনি ব্রিগেডের ৯২০৩ ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন তিনি।

ইসরায়েলের সংবাদমাধ্যমে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বালভা ছিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ইসরায়েলি বাবা-মায়ের সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রকভিলে বড় হয়েছেন।

আইডিএফের হয়ে কাজ করার জন্য ইসরায়েলে এসেছিলেন বালভা। গত সপ্তাহে রিজার্ভ সার্ভিসের জন্য ইসরায়েলের সেনাবাহিনীর ডাক পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসেন তিনি।

গত শুক্রবার হিজবুল্লাহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়। আইডিএফ বলেছে, হিজবুল্লার হামলার জবাবে দক্ষিণ লেবাননে ইরানসমর্থিত হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে রাতে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে।

আইডিএফের ভাষ্যমতে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হিজবুল্লাহর কয়েকটি সামরিক স্থাপনাও রয়েছে। এর মধ্যে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারও ছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত শনিবার বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক স্থাপনা, সেনা এবং উত্তর ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলি চালিয়েছে। তারা এখন এর জন্য উচ্চমূল্য পরিশোধ করছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ ও দক্ষিণ লেবাননে তাদের মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঘন ঘন সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতির মধ্যের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত