অনলাইন ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণচেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল। বিষয়টি আশপাশের ক্যামেরায়ও ধরা পড়েছে।
পুলিশের বরাত দিয়ে আজ বুধবার সিএনএন জানিয়েছে, মুখোশধারী তিন ব্যক্তি একটি সাদা ভ্যানে করে এসে ওই নারী, তাঁর সঙ্গী এবং শিশুপুত্রের ওপর হামলা চালায়। ভ্যানটিতে ‘ক্রোনোপোস্ট’ নামে একটি প্যাকেজ ডেলিভারি কোম্পানির লোগো থাকলেও পরে জানা যায়, এটি নকল লোগো ছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীরা ওই নারীকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন, এমনকি একজন হামলাকারীর কাছ থেকে একটি অস্ত্র কেড়ে রাস্তায় ছুড়ে ফেলেন। পরে জানা যায়, ওই অস্ত্রও আসলে নকল ছিল।
এ সময় পথচারীরা ও আশপাশের লোকজনও এগিয়ে আসে। এক ব্যক্তি একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন। বাধার মুখে পড়ে তারা অপহরণে ব্যর্থ হয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অপহরণচেষ্টার শিকার ওই নারী হলেন ‘পেমিয়াম’ নামে একটি ফরাসি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও সিইওর মেয়ে। ঘটনার সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং হামলার পর দীর্ঘ সময় ঘোরের মধ্যে ছিলেন। তাঁর সঙ্গীর মুখে রক্তপাত হয়েছিল। তবে সঙ্গে থাকা শিশুসহ তিনজনকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর ‘পেমিয়াম’ এক বিবৃতিতে বলেছে, ‘ফ্রান্সে ক্রিপ্টো শিল্পে সংশ্লিষ্ট কোম্পানির সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’ এই ঘটনার পর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতায়ো আগামী দিনে ক্রিপ্টো উদ্যোক্তাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে বৈঠক করবেন বলেও জানান।
প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্রের মাধ্যমে অপহরণ ও সহিংসতার চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনা ফ্রান্সে ক্রিপ্টো উদ্যোক্তাদের ওপর একাধিক হামলার ধারাবাহিকতারই অংশ। গত ১ মে এক উদ্যোক্তার বাবাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। পরে অপহরণের শিকার ওই বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গত জানুয়ারিতে আরেক উদ্যোক্তা ডেভিড ব্যালান্ড এবং তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়। এ ছাড়া ডেভিডের এক হাত আংশিকভাবে কেটে ফেলা হয়। সে সময় প্রায় ১ কোটি ইউরো মূল্যের মুক্তিপণের একাংশ পরিশোধ করা হলেও সেটি পরে ট্র্যাক করে বাজেয়াপ্ত করা হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণচেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল। বিষয়টি আশপাশের ক্যামেরায়ও ধরা পড়েছে।
পুলিশের বরাত দিয়ে আজ বুধবার সিএনএন জানিয়েছে, মুখোশধারী তিন ব্যক্তি একটি সাদা ভ্যানে করে এসে ওই নারী, তাঁর সঙ্গী এবং শিশুপুত্রের ওপর হামলা চালায়। ভ্যানটিতে ‘ক্রোনোপোস্ট’ নামে একটি প্যাকেজ ডেলিভারি কোম্পানির লোগো থাকলেও পরে জানা যায়, এটি নকল লোগো ছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারীরা ওই নারীকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন, এমনকি একজন হামলাকারীর কাছ থেকে একটি অস্ত্র কেড়ে রাস্তায় ছুড়ে ফেলেন। পরে জানা যায়, ওই অস্ত্রও আসলে নকল ছিল।
এ সময় পথচারীরা ও আশপাশের লোকজনও এগিয়ে আসে। এক ব্যক্তি একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন। বাধার মুখে পড়ে তারা অপহরণে ব্যর্থ হয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অপহরণচেষ্টার শিকার ওই নারী হলেন ‘পেমিয়াম’ নামে একটি ফরাসি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও সিইওর মেয়ে। ঘটনার সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং হামলার পর দীর্ঘ সময় ঘোরের মধ্যে ছিলেন। তাঁর সঙ্গীর মুখে রক্তপাত হয়েছিল। তবে সঙ্গে থাকা শিশুসহ তিনজনকেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর ‘পেমিয়াম’ এক বিবৃতিতে বলেছে, ‘ফ্রান্সে ক্রিপ্টো শিল্পে সংশ্লিষ্ট কোম্পানির সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’ এই ঘটনার পর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতায়ো আগামী দিনে ক্রিপ্টো উদ্যোক্তাদের সঙ্গে নিরাপত্তা নিয়ে বৈঠক করবেন বলেও জানান।
প্যারিসের প্রসিকিউটর অফিস জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্রের মাধ্যমে অপহরণ ও সহিংসতার চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনা ফ্রান্সে ক্রিপ্টো উদ্যোক্তাদের ওপর একাধিক হামলার ধারাবাহিকতারই অংশ। গত ১ মে এক উদ্যোক্তার বাবাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। পরে অপহরণের শিকার ওই বাবাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গত জানুয়ারিতে আরেক উদ্যোক্তা ডেভিড ব্যালান্ড এবং তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়। এ ছাড়া ডেভিডের এক হাত আংশিকভাবে কেটে ফেলা হয়। সে সময় প্রায় ১ কোটি ইউরো মূল্যের মুক্তিপণের একাংশ পরিশোধ করা হলেও সেটি পরে ট্র্যাক করে বাজেয়াপ্ত করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় কোমলপানীয় কোম্পানি কোকা-কোলাকে কোকে ফ্রুকটোজ কর্ন সিরাপের পরিবর্তে আখের চিনি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে কোকা-কোলা এবার যুক্তরাষ্ট্রে তৈরি কোমলপানীয়তে আখের চিনি ব্যবহার করবে।
৫ মিনিট আগেগাজায় ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে গতকাল বুধবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় অন্তত ৯৪ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে কমপক্ষে আরও আড়াই শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
২১ মিনিট আগেইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
১০ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
১২ ঘণ্টা আগে