Ajker Patrika

মেক্সিকোর আধ্যাত্মিক অনুষ্ঠানে ব্যাঙের বিষ সেবন, অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ম্যাক্সিকান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনেত্রী মার্সেলা আলকাজার রদ্রিগেজ। ছবি: সংগৃহীত
ম্যাক্সিকান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনেত্রী মার্সেলা আলকাজার রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

একটি আধ্যাত্মিক শুদ্ধিকরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মেক্সিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনেত্রী মার্সেলা আলকাজার রদ্রিগেজ। সেখানে ব্যাঙের বিষ সেবন করে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তাঁর।

মেট্রোর প্রতিবেদনে জানা গেছে, ৩৩ বছর বয়সী অভিনেত্রী মেক্সিকোর সেই আধ্যাত্মিক অনুষ্ঠানে ‘কাম্বো’ নামে একটি শুদ্ধিকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। এই প্রক্রিয়াটি দক্ষিণ আমেরিকার স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ঐতিহ্যগত পদ্ধতি হিসেবে ব্যাপক প্রচলিত।

দাবি করা হয়, শুদ্ধিকরণের এই প্রক্রিয়ায় ব্যাঙের বিষ সেবনের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ দূর করা হয়। তবে এটি বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ।

অনুষ্ঠানের সময় বিষ সেবনের পর মার্সেলা প্রচণ্ড বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। তবে এটি শুদ্ধিকরণের অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় স্বাভাবিক প্রতিক্রিয়া বলেই ধরে নেওয়া হয়। এমনকি, শারীরিক অবস্থার অবনতির পর মার্সেলা নিজেও শুরুতে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। পরে তাঁর এক বন্ধুর অনুরোধে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

তবে, কতক্ষণ পরে অভিনেত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তা এখনো জানা যায়নি। মেক্সিকোর ডুরাঙ্গো শহরের একটি রেড ক্রস হাসপাতালে পৌঁছানোর পর তিনি মৃত্যুবরণ করেন।

মেক্সিকোর চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘মাপাচে ফিল্মস’ মার্সেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একটি ইনস্টাগ্রাম পোস্টে তারা লিখেছে, ‘আমাদের প্রিয় সহকর্মী ও বন্ধু মার্সেলা আলকাজার রদ্রিগেজের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর উৎসর্গ, আনন্দ এবং প্রতিশ্রুতি আমাদের পেশাদার সম্প্রদায়ের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে।’

কাম্বো পদ্ধতিতে শরীরে ছোট ক্ষত তৈরি করে সেখানে ব্যাঙের বিষ প্রয়োগ করা হয়। বিষ সেবনের পর বমি ও ডায়রিয়ার মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় বলে দাবি করা হয়। তবে এই প্রক্রিয়ার ফলে হৃৎস্পন্দন ও রক্তচাপ বেড়ে যায়, যা অনেক সময় প্রাণঘাতী হতে পারে।

অনুষ্ঠানের শামানকে (ধর্মীয় পুরোহিত) ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। তিনি মার্সেলাকে অনুষ্ঠানে আটকে রাখেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ওই শামানকে খুঁজছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত