Ajker Patrika

যেভাবে হত্যা করা হয় কাশ্মীরি অভিনেত্রীকে, পরিবার অন্ধকারে

আপডেট : ৩০ মে ২০২২, ২৩: ৫০
যেভাবে হত্যা করা হয় কাশ্মীরি অভিনেত্রীকে, পরিবার অন্ধকারে

গত ২৫ মে কাশ্মীরি অভিনেত্রী আরমিন ভাটকে কাশ্মীরের বাদগাম জেলার হুসরো গ্রামে গুলি করে হত্যা করা হয়। তাঁর পরিবার এখনো জানে না, তাদের কন্যাকে কেন হত্যা করা হলো। তবে এই ঘটনায় এইর মধ্যে দুজনকে সন্দেহ করছেন আরমিনের পরিবারের সদস্যরা। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

যখন আরমিনকে গুলি করা হয় সেই সন্ধ্যায় নিজ বাড়িতে গরুর দুধ দোহন করছিলেন রাজিয়া বানু। হঠাৎ গুলির শব্দে তিনি বাড়ির মূল ফটকের কাছে পৌঁছালে সেখানে দুই অপরিচিতকে দেখতে পান। তাঁরা দুজন রাজিয়া বানুকে বলেন, ‘আসসালামু আলাইকুম।’ তাদের অতিথি ভেবে রাজিয়া বানু উত্তর দেন ওয়ালাইকুম সালাম। তাঁদের সঙ্গে কথা বলাকালে সেখানে রাজিয়ার ১০ বছর বয়েসি সন্তান চলে আসলে তাঁরা দুজন ছেলেটির কাছে জানতে চান আরমিন কোথায়। 

তাঁরা আরমিনের খোঁজ করায় রাজিয়া খুব একটা অবাক হননি। কেননা একটি টিভি সিরিয়ালে অভিনয় করা আরমিন ভাট ওই অঞ্চলে বেশ জনপ্রিয় ছিলেন। তাদের জিজ্ঞাসার জবাবে রাজিয়া বানুর ছেলে ঘরের ভেতরে যান তার খালার খোঁজ করতে। সেসময় ওই লোক দুজন তাদের ঘরের দরজায় এসে দাঁড়ায়। 

রাজিয়া বানু বলেন, ‘আমার বোন বের হয়ে আসার পর তাঁরা আমার বোনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে।’ রাজিয়া বানুর ছেলে তাদের কথোপকথন শুনে ফেলে। তাঁর ভাষ্য অনুসারে, ওই লোক দুজন আরমিনকে বলেছিল তাদের সঙ্গে গিয়ে একটি বিয়ের কাবিন নামায় সই করতে। আরমিন তাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। তার পরপরই ওই দুজনের একজন বন্দুক বের করে আরমিনকে গুলি করে হত্যা করে। 

রাজিয়া বানু বলেন, ‘আমি নিজ চোখে এই ঘটনা দেখেছি। সেসময় আমি চিৎকার করে সবার কাছে সাহায্য চাইছিলাম এবং ভাবছিলাম লোক দুজন হয়তো পালিয়েছে। কিন্তু তাঁরা পালায়নি। একবার গুলি খেয়েও আরমিন ঘরের মধ্যে আসতে সক্ষম হয়। এরপর ওই দুজনের একজন ঘরের মধ্যে এসে আরমিনকে আরও কয়েকবার গুলি করে। আমার ছেলের হাতেও গুলি লাগে।’ 

ঘটনার পরপরই আরমিন এবং রাজিয়ার ছেলে দুজনকেই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরমিনকে মৃত ঘোষণা করেন। এবং রাজিয়ার ছেলে হাতে ব্যান্ডেজ নিয়ে বাসায় ফিরে আসে। 

এ ঘটনায় পুলিশ এখন নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর–ই–তৈয়বাকে দায়ী করেছে। আরমিনের হত্যার দুদিন পর এক এনকাউন্টারে দুই ব্যক্তির মৃত্যু হয়। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমারের দাবি নিহত দুজনের আরমিন হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। তবে পুলিশ আরমিন হত্যাকাণ্ডের কোনো কারণ উল্লেখ করতে পারেনি। 

টিভি অভিনেত্রী আরমিন একই সঙ্গে ইউটিউবেও কনটেন্ট নির্মাণ করতেন। তিনি তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত