আজকের পত্রিকা ডেস্ক
চার দিন ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ অবসানে এবার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আগামীকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।
বিবিসি জানিয়েছে, এই শান্তি উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার তিনি দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। আজ রোববার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, দ্রুত আলোচনায় বসে অবশেষে যুদ্ধবিরতি ও শান্তির পথ খুঁজে বের করতে দুই দেশ সম্মত হয়েছে।
দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত সেনা ও বেসামরিক নাগরিক মিলে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। দুই দেশেরই সীমান্ত এলাকাগুলো ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।
তবে ট্রাম্পের অনুরোধের পরও আজ রাতেও গোলাবর্ষণ চলেছে। কম্বোডিয়া জানিয়েছে, তারা বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত। প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করেছি, আমরা অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি। তাঁর মধ্যস্থতা অনেক প্রাণ রক্ষা করবে।’
অন্যদিকে থাইল্যান্ড বলেছে, তারা মূলত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী। যুদ্ধবিরতির প্রস্তাবে তারা নীতিগতভাবে একমত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে ‘সত্যিকার আন্তরিকতা’ দেখাতে হবে।
সাম্প্রতিক সংঘর্ষের সূত্রপাত নিয়ে থাই সেনারা দাবি করেছেন, কম্বোডিয়ার ড্রোন সীমান্ত এলাকায় তাঁদের নজরদারি করছিল। পাল্টা অভিযোগে কম্বোডিয়া জানায়, অতীতের চুক্তি লঙ্ঘন করে থাই সেনারা একটি খেমার-হিন্দু মন্দিরের দিকে গেলে তা সংঘাতের দিকে গড়ায়।
সংঘর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। দুই দেশের মধ্যে এই সীমান্তবিরোধের সূত্রটি লুকিয়ে রয়েছে উনবিংশ শতকে। ফরাসি ঔপনিবেশিক শাসনের সেই সময়ে দুই দেশের সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে শত বছরের বিবাদ চলছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এবার সেই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা হতে যাচ্ছে কুয়ালালামপুরে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার পরই তিনি আবারও দুই দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করতে ইচ্ছুক। তবে যুদ্ধ চলাকালে এ বিষয়ে কথা বলার উপযুক্ত সময় নয় বলেই মনে করেন তিনি। কারণ, ১ আগস্ট থেকে কম্বোডিয়া ও থাইল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ৩৬ শতাংশ শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
এই মুহূর্তে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার সফলতা নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা ও পারস্পরিক বিশ্বাসের ওপর।
চার দিন ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ অবসানে এবার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আগামীকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।
বিবিসি জানিয়েছে, এই শান্তি উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার তিনি দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। আজ রোববার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, দ্রুত আলোচনায় বসে অবশেষে যুদ্ধবিরতি ও শান্তির পথ খুঁজে বের করতে দুই দেশ সম্মত হয়েছে।
দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত সেনা ও বেসামরিক নাগরিক মিলে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। দুই দেশেরই সীমান্ত এলাকাগুলো ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।
তবে ট্রাম্পের অনুরোধের পরও আজ রাতেও গোলাবর্ষণ চলেছে। কম্বোডিয়া জানিয়েছে, তারা বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত। প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করেছি, আমরা অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি। তাঁর মধ্যস্থতা অনেক প্রাণ রক্ষা করবে।’
অন্যদিকে থাইল্যান্ড বলেছে, তারা মূলত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী। যুদ্ধবিরতির প্রস্তাবে তারা নীতিগতভাবে একমত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে ‘সত্যিকার আন্তরিকতা’ দেখাতে হবে।
সাম্প্রতিক সংঘর্ষের সূত্রপাত নিয়ে থাই সেনারা দাবি করেছেন, কম্বোডিয়ার ড্রোন সীমান্ত এলাকায় তাঁদের নজরদারি করছিল। পাল্টা অভিযোগে কম্বোডিয়া জানায়, অতীতের চুক্তি লঙ্ঘন করে থাই সেনারা একটি খেমার-হিন্দু মন্দিরের দিকে গেলে তা সংঘাতের দিকে গড়ায়।
সংঘর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। দুই দেশের মধ্যে এই সীমান্তবিরোধের সূত্রটি লুকিয়ে রয়েছে উনবিংশ শতকে। ফরাসি ঔপনিবেশিক শাসনের সেই সময়ে দুই দেশের সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে শত বছরের বিবাদ চলছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এবার সেই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা হতে যাচ্ছে কুয়ালালামপুরে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠার পরই তিনি আবারও দুই দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু করতে ইচ্ছুক। তবে যুদ্ধ চলাকালে এ বিষয়ে কথা বলার উপযুক্ত সময় নয় বলেই মনে করেন তিনি। কারণ, ১ আগস্ট থেকে কম্বোডিয়া ও থাইল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ৩৬ শতাংশ শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
এই মুহূর্তে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার সফলতা নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা ও পারস্পরিক বিশ্বাসের ওপর।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
১২ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১৪ ঘণ্টা আগে