Ajker Patrika

শতাধিক নিহত হওয়া ধর্মীয় সভার গুরু ভারতের গোয়েন্দা সংস্থায় ছিলেন

আপডেট : ০২ জুলাই ২০২৪, ২২: ২৩
শতাধিক নিহত হওয়া ধর্মীয় সভার গুরু ভারতের গোয়েন্দা সংস্থায় ছিলেন

ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় সভায় পদদলিত হয়ে মঙ্গলবার শতাধিক মানুষ নিহত হয়েছেন। নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মীয় গুরুর আহ্বানে ওই সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার নারী-পুরুষ। স্বঘোষিত ওই ধর্মগুরু নিজেকে হরির শিষ্য বলে পরিচয় দিতেন। এই পরিচয়ে উত্তর প্রদেশে তাঁর বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবেও পরিচয় দিতেন তিনি। 

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোলে বাবা প্রায় সময়ই অনুসারীদের কাছে ভারতের গোয়েন্দা শাখায় কাজ করেছেন বলে দাবি করতেন। ভক্তদের তিনি বলতেন, গোয়েন্দা সংস্থায় কাজ করা অবস্থায়ই তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছিলেন। এর ফলে ১৯৯০-এর দশকে তিনি গোয়েন্দা সংস্থার চাকরি থেকে ইস্তফা দেন। 

উত্তর প্রদেশের ইটাহ জেলার বাহাদুর নাগরি গ্রামে জন্মগ্রহণ করেন নারায়ণ সরকার। সেখানেই প্রাথমিক পড়াশোনা শেষ করেন। তাঁর দাবি অনুযায়ী, কলেজে পড়াশোনা করা অবস্থায়ই তিনি গোয়েন্দা শাখায় কাজ শুরু করেছিলেন। 

ধর্মীয় গুরু হিসেবে নারায়ণ সরকার হরির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আর তা হলো ভারতীয় অন্য গুরুদের মতো তিনি গেরুয়া পোশাক পরেন না। তিনি সাধারণত সাদা স্যুট এবং টাই পরতে পছন্দ করেন। মাঝে মাঝে কুর্তা-পায়জামাও পরেন। 

ধর্মোপদেশের সময় ভক্তদের কাছে নারায়ণ সরকার প্রায় সময়ই উল্লেখ করেন—উপহার হিসেবে তাঁকে যেসব দান করা হয়, তার কোনো কিছুই নিজের জন্য রাখেন না। বরং এসবের পুরোটাই তিনি ভক্তদের জন্য ব্যয় করেন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার উত্তর প্রদেশের হাতরাস জেলার ফুলরাই গ্রামে নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবার সম্মানে আয়োজিত সৎসঙ্গে পদদলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু ঘটেছে। পুলিশ জানিয়েছে, যেখানে জমায়েতটি অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গাটি বিপুলসংখ্যক মানুষকে ঠাঁই দেওয়ার জন্য খুবই ছোট ছিল। পদদলিত হওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আয়োজকদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত