Ajker Patrika

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সর্বশেষ যা জানা গেল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২১: ৪৮
হামলার পরপরই অভিযানে নামে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ছবি: এএফপি
হামলার পরপরই অভিযানে নামে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ছবি: এএফপি

হিমালয়ের পাদদেশে অবস্থিত মনোরম শহর পেহেলগাম ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত। গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই জনপ্রিয় পর্যটন এলাকায় জঙ্গি হামলা হয়। আকস্মিক এই হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন।

অঞ্চলটিতে এখন পর্যটনের মৌসুম চলছে। দেশের বিভিন্ন প্রান্তে অমরনাথ যাত্রার জন্যও নিবন্ধন শুরু হয়েছে। গতকাল এই জায়গায় বেশ কিছু পর্যটকের সমাগম হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এই হামলার একটি বিবরণ দিয়েছে—

—প্রত্যক্ষদর্শীরা জানান, চার সশস্ত্র হামলাকারী পাশের জঙ্গলে লুকিয়ে ছিল।

—হামলাকারীদের হাতে ছিল অটোমেটিক অস্ত্র। জঙ্গল থেকে বের হয়েই তাঁরা পর্যটকদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

—প্রত্যক্ষদর্শী এক নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারী জঙ্গিরা নারীদের ছেড়ে দিয়ে শুধু পুরুষদের লক্ষ্য করে গুলি করে।

—কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মুসলিমদের বাদ দিয়ে হত্যার জন্য শুধু অমুসলিমদের টার্গেট করা হয়েছিল। তবে এই হামলায় একজন মুসলিম দোকানিও নিহত হয়েছেন।

—প্রত্যক্ষদর্শী আরেক নারী এএফপিকে বলেন, তারা নারীদের ছাড় দিচ্ছিল, কিন্তু পুরুষদের একের পর এক গুলি করছিল—এটা ঝড়ের মতো ভয়াবহ ছিল।

—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে, একজন নারী তাঁর গুরুতর জখম স্বামীর জন্য চিৎকার করে সাহায্য চাইছেন।

—আহত ব্যক্তিদের ঘোড়ার পিঠে করে প্রথমে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। কারণ, গাড়ি দিয়ে সরাসরি ওই জায়গায় যাওয়া যায় না।

এই জঙ্গি হামলায় চোখের সামনে স্বামীকে মারা যেতে দেখেন পল্লবী নামের এক নারী। তিনি জানান, শোকে মুহ্যমান অবস্থায় হামলাকারীর মুখোমুখি হয়ে বলেন, স্বামীর সঙ্গে তাঁকেও মেরে ফেলা হোক। তবে ওই সন্ত্রাসী জবাব দেয়, পল্লবী ও তাঁর ছেলের কোনো ক্ষতি করা হবে না, তাঁরা যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ঘটনার আদ্যোপান্ত প্রকাশ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই হামলার পটভূমি, সর্বশেষ হামলায় কী ঘটেছিল, কাশ্মীরের জঙ্গিদের সম্পর্কে আমরা কী জানি—এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

কাশ্মীর হামলার পটভূমি কী

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীর ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত ভূখণ্ড। হিমালয়ের এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রতিবেশী দেশ একাধিক যুদ্ধে জড়িয়েছে এবং এর মধ্যে অসংখ্য ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানকে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের প্রশিক্ষণ ও অর্থায়নের মাধ্যমে এই অঞ্চলে অস্থিরতা উসকে দেওয়ার জন্য দায়ী করে আসছে।

২০১৯ সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। সাম্প্রতিক বছরগুলোতে পর্বতমালা ও সবুজ উপত্যকার জন্য পরিচিত এলাকাটি আবারও পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছিল।

সর্বশেষ হামলায় কী ঘটল

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) পূর্বে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে খ্যাত পেহেলগামে বেড়াতে আসা পর্যটকদের একটি দলের ওপর নির্বিচার গুলি চালায় বন্দুকধারীরা। হামলাকারীদের খুঁজে বের করার জন্য ঘটনার পরপরই একটি সামরিক অভিযান শুরু করা হয়। এই হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, এই হামলার সঙ্গে তাঁর দেশের কোনো সম্পর্ক নেই।

কাশ্মীরে জঙ্গিদের হামলা অস্বাভাবিক না হলেও পর্যটকদের লক্ষ্যবস্তু করার ঘটনা বিরল। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সহিংসতা সামগ্রিকভাবে কমে এসেছিল। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই ধরনের ৪৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০১৮ সালের ২২৮টি ঘটনার তুলনায় অনেক কম।

কাশ্মীরি জঙ্গি সম্পর্কে যা জানা যায়

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, পাকিস্তান তার সীমানার মধ্যে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের আশ্রয় দেয়। পাকিস্তানভিত্তিক একাধিক জঙ্গিগোষ্ঠী অতীতে ভারতে বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—

২০০৮ সালে মুম্বাইয়ের হামলা

২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের অন্যতম প্রাণকেন্দ্র মুম্বাই শহরের ১২টি স্থানে হামলা চালায় পাকিস্তানের অভ্যন্তরে গড়ে ওঠা লস্কর-ই-তাইয়েবার ১০ জঙ্গি। ওই আক্রমণে ১৮০ জন নিরীহ মানুষ নিহত হন এবং ৩ শতাধিক মানুষ গুরুতর আহত হন, যাঁদের অনেকে পরে মারা যান অথবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল মুম্বাইয়ের দ্য তাজমহল প্যালেস হোটেল ও ওবেরাই ট্রাইডেন্ট হোটেলের হামলা। প্রায় ৬৪ ঘণ্টার প্রচেষ্টায় সেই হোটেলের ২০০ জিম্মিকে মুক্ত করতে পেরেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী।

২০০১ সালে দিল্লির পার্লামেন্টে হামলা

বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যায়, পাকিস্তানি ইসলামপন্থী সালাফি জিহাদি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও দেওবন্দি ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী জৈস-ই-মহম্মদ বহু আলোচিত এই হামলায় জড়িত ছিল। এই হামলায় একজন সাধারণ নাগরিকসহ ১২ জনের মৃত্যু হয়।

২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামার হামলা

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির এই হামলায় ৪০ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছিলেন। ৭৮টি বাসে প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ জওয়ান জম্মু থেকে যাচ্ছিলেন শ্রীনগরে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গি সংগঠন জৈস-ই-মহম্মদ এই হামলায় জড়িত ছিল।

জঙ্গিরা সাধারণত নিয়ন্ত্রণরেখা (Line of Control) বরাবর এবং এর আশপাশে চলাচল করে। এই অংশ কাশ্মীরের ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত অংশকে বিভক্ত করেছে। জঙ্গিরা মূলত বিচ্ছিন্ন ও জনবসতিহীন এলাকায় থাকে। ফলে নিরাপত্তা বাহিনীর পক্ষে তাদের খুঁজে বের করা কঠিন হয়। এই কারণে সীমান্তবর্তী এই অঞ্চলে কয়েক হাজার ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে। কিন্তু অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি আবার অনেক স্থানীয় বাসিন্দার মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

কাশ্মীর হামলার প্রতিক্রিয়া

হামলার খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে জরুরি বৈঠক করার জন্য শীর্ষ মন্ত্রীদের ডেকে পাঠান। তাঁর সরকার তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করেনি।

এর আগে ২০১৯ সালে পুলওয়ামায় আত্মঘাতী হামলার জবাবে ভারত পাকিস্তানের মাটিতে বিমান হামলা চালিয়েছিল, যা ১৯৭১ সালের পর প্রথম। সেই ঘটনার পর দুই দেশের যুদ্ধবিমানগুলোর মধ্যে ডগ ফাইট বা আকাশযুদ্ধ হয়েছিল। এরপর ২০০১ সালে দিল্লির পার্লামেন্টে হামলার পর প্রতিবেশী এই দুই দেশকে সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে গিয়েছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা ‘ভারতের অবৈধভাবে’ দখল করা জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতে ১৪ শিশুর চোখ কেড়ে নিল দিওয়ালির নতুন খেলনা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ২০: ০১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিওয়ালিকে কেন্দ্র করে ভারতে ছেয়ে গেছে ‘কার্বাইড গান’ নামে নতুন একটি খেলনা। কিন্তু এই খেলনাই এখন ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। বিপজ্জনক এই খেলনার বিস্ফোরণে দেশটির শুধু মধ্যপ্রদেশ রাজ্যেই অন্তত ১৪ শিশু স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে এবং তিন দিনে রাজ্যজুড়ে ১২০ জনেরও বেশি শিশুকে গুরুতর চোখের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘কার্বাইড গান’ দেখতে সাধারণ খেলনার মতো হলেও, এটি আসলে এক ধরনের রাসায়নিক বিস্ফোরক যন্ত্র। প্লাস্টিক বা টিনের পাইপে ক্যালসিয়াম কার্বাইড ও পানি মিশিয়ে তৈরি করা হয় এই যন্ত্র। মিশ্রণে উৎপন্ন হয় অ্যাসিটিলিন গ্যাস, যা আগুনের সংস্পর্শে এলে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। খেলনাটির দাম মাত্র ১৫০ থেকে ২০০ রুপি হলেও, এর ক্ষতি ভয়াবহ।

সার্বিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের শুধু হামিদিয়া হাসপাতালেই ৭২ ঘণ্টায় ২৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রদেশের বিদিশা জেলা। সেখানকার স্থানীয় বাজারে খেলনাটি দেদারসে বিক্রি হচ্ছিল। এ অবস্থায় গত ১৮ অক্টোবর মুখ্যমন্ত্রী মোহন যাদব জেলা প্রশাসন ও পুলিশকে খেলনাটির বিক্রয় বন্ধে নির্দেশ দিলেও দেওয়ালির সময় তা আর নিয়ন্ত্রণে রাখা যায়নি।

চোখ হারানো শিশুদের চিকিৎসকেরা বলছেন, এটি কোনো আতশবাজি নয়, বরং একটি রাসায়নিক বোমা। ভোপাল মেমোরিয়াল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ড. হেমলতা যাদব জানিয়েছেন, এই খেলনাটিতে যে বিস্ফোরণ ঘটে তাতে চোখের কর্নিয়া, আইরিস ও রেটিনা সম্পূর্ণ পুড়ে যায়। ফলে অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়ে।

অন্যদিকে ড. আদিতি দুবে সতর্ক করে বলেছেন, অ্যাসিটিলিন গ্যাস শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মস্তিষ্কে প্রদাহ, মাথা ঘোরা, এমনকি দীর্ঘমেয়াদি স্মৃতিভ্রংশ ঘটাতে পারে।

ভোপালের এখনো প্রায় ৬০ জন আহত শিশু হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বিদিশা জেলায় অন্তত ছয়জন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে এবং রাজ্যজুড়ে অভিযান চলছে।

অন্যদিকে বিহারের রাজধানী পাটনায়ও অন্তত ৫০ শিশুর দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। আইজিআইএমএস হাসপাতালের চোখের বিশেষজ্ঞ ড. বিভূতি প্রসন্ন সিনহা জানিয়েছেন, সঠিক পরিসংখ্যান জানা না গেলেও রাজ্যজুড়ে ১৫০–২০০ জন গুরুতর বা আংশিকভাবে আহত হয়েছেন বলে ধারণা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোই এই ‘কার্বাইড গান’–এর জনপ্রিয়তা বাড়িয়েছে। ইনস্টাগ্রাম ও ইউটিউবে বহু ভিডিওতে দেখা গেছে, মানুষ নিজে হাতে বানিয়ে এই যন্ত্র বিস্ফোরণ ঘটাচ্ছে—যার শেষ পরিণতি এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চ্যাংরাবান্ধা সীমান্তে পাঁচ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা থেকে পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় একই সঙ্গে এক ভারতীয় নারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা গতকাল বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ডোরাডাবরি সীমান্তসংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নেন।

খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নারীকে আটক করা হয়েছে। আটক বাংলাদেশি নাগরিকদের নাম—মো. রবিউল ইসলাম, মো. আরিফুল, মো. সোহাগ হোসেন, মো. লাজু ও রুবেল ইসলাম।

মেখলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহবাজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা গরু পাচার, বিভিন্ন চোরাচালান ও সীমান্তের অবৈধ কার্যক্রমে জড়িত থাকতে পারেন। আটক ব্যক্তিদের সঙ্গে যে ভারতীয় নারী রয়েছেন, তিনি স্থানীয় বাসিন্দা এবং তাঁদের আশ্রয় দিয়ে আইন ভঙ্গ করেছেন। ওসি আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে সমস্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সহিংসতা, বর্ণবাদ ও নাৎসি প্রশংসা: যুক্তরাষ্ট্রে রাজনৈতিক গ্রুপ চ্যাটের অন্ধকার দিক

আজকের পত্রিকা ডেস্ক­
সহিংসতা, বর্ণবাদ ও নাৎসি প্রশংসা: যুক্তরাষ্ট্রে রাজনৈতিক গ্রুপ চ্যাটের অন্ধকার দিক

তিনটি আলাদা ঘটনায় চলতি মাসে ফাঁস হওয়া ব্যক্তিগত অনলাইন গ্রুপ চ্যাটগুলো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। বার্তাগুলোতে উঠে এসেছে বর্ণবাদী, ইহুদিবিদ্বেষী ও সহিংস বক্তব্য, যা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের থেকেই এসেছে।

জনসমক্ষে আসা ব্যক্তিগতভাবে পাঠানো এ বার্তাগুলোর মধ্যে রয়েছে বর্ণবাদী গালাগাল, নাৎসিদের প্রশংসা এবং রাজনৈতিক সহিংসতার হুমকি। ফলে প্রশ্ন উঠেছে, প্রকাশিত হওয়ার ও সমালোচিত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও এর সঙ্গে জড়িত ব্যক্তিরা কেন এমন মতামত প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

এ ঘটনা যুক্তরাষ্ট্রের সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে যে, দেশটিতে সহিংস ভাষা ও বর্ণবাদী বক্তব্য ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। বিশেষ করে কয়েক দশক ধরে কঠোর সংগ্রামের মাধ্যমে অর্জিত নাগরিক অধিকার বিজয়ের পর, যা এ ধরনের মতাদর্শগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল।

মানুষ দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত পরিসরে সহিংস বা বর্ণবাদী মতামত প্রকাশ করে আসছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, টেক্সট মেসেজ ফাঁস হওয়ার এ ঘটনাগুলো উল্লেখযোগ্য, কারণ এগুলো রাজনৈতিক ব্যক্তিত্বদের চিন্তাভাবনা জনসমক্ষে নিয়ে এসেছে।

পলিটিকোর ১৪ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়, এক ডজনের বেশি তরুণ রিপাবলিকান নেতা জানুয়ারি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত টেলিগ্রামে একে অপরের কাছে বর্ণবাদী এবং ইহুদিবিদ্বেষী বার্তা পাঠান। তাঁরা কৃষ্ণাঙ্গদের ‘বানর’ বলে উল্লেখ করেন। তাঁদের একজন দ্বিধাহীনভাবে বলেন, ‘আমি হিটলারকে ভালোবাসি।’

এর আগে ৩ অক্টোবর ন্যাশনাল রিভিউ প্রকাশিত আরেকটি ফাঁস হওয়া বার্তায় দেখা যায়, ভার্জিনিয়ার শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জে জোনস ২০২২ সালে একটি ব্যক্তিগত টেক্সট পাঠিয়ে বলেছিলেন, ওই অঙ্গরাজ্যের এক রিপাবলিকানকে গুলি করে মেরে ফেলা উচিত।

আর এ সপ্তাহে একটি ফেডারেল পর্যবেক্ষণ সংস্থার প্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী পল ইনগ্রাসিয়া তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেন।

কারণ তাঁর সম্পর্কে প্রকাশিত হয়েছিল, তিনি একটি ব্যক্তিগত টেক্সট মেসেজ আদান-প্রদানে নিজেকে ‘নাৎসিপ্রবণ’ হিসেবে অভিহিত করেন এবং এ খবর প্রকাশের পর তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের সমর্থন হারান।

সমাজবিজ্ঞানী অ্যালেক্স টারভির মতে, গ্রুপ চ্যাটে উসকানিমূলক বক্তব্য অব্যাহত থাকার কারণ একধরনের ভ্রান্ত নিরাপত্তাবোধ। অথচ অনলাইনে পাঠানো সব বার্তারই স্থায়ী রেকর্ড থাকে এবং তা যেকোনো সময় ফাঁস হতে পারে।

টারভি মনে করেন, গ্রুপ চ্যাটের সদস্যরা কখনো কখনো ভুল করে ধরে নেন, তাঁরা তাঁদের সহ-অংশগ্রহণকারীদের বিশ্বাস করেন; যদিও রাজনীতিতে আনুগত্য, উচ্চাকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে।

তিনি বলেন, ‘এখানে ঘনিষ্ঠতার ভ্রম কাজ করে। মনে হয় যেন একান্ত আলাপ হচ্ছে। কিন্তু বাস্তবে আপনি ধরে নিচ্ছেন, গ্রুপ চ্যাটের প্রতিটি সদস্য চিরকাল আপনাকে রক্ষা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আরব সাগরে ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ করল পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৯: ৩৬
পাকিস্তান নৌবাহিনীর একটি বহর। ছবি: এএফপি
পাকিস্তান নৌবাহিনীর একটি বহর। ছবি: এএফপি

আরব সাগরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ একাধিক দেশের সমন্বয়ে গঠিত বহুজাতিক নৌবাহিনী জোট ‘কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস’ (সিএমএফ)।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস ইয়ারমুক গত সপ্তাহে টানা ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ‘রাষ্ট্রহীন’ নৌযান আটক করেছে। জাহাজ দুটিতে বিপুল ক্রিস্টাল মেথ (মেথামফেটামিন) ও অল্প পরিমাণ কোকেন পাওয়া যায়। আটক নৌযানগুলোর উৎপত্তিস্থল বা গন্তব্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সিএমএফ টাস্কফোর্সের কমান্ডার ও সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোইয়াদ বলেছেন, সিএমএফের ইতিহাসে এটি অন্যতম সফল মাদকবিরোধী অভিযান। পিএনএস ইয়ারমুকের মাধ্যমে রেকর্ড পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই অভিযানের প্রশংসা করে লিখেছে, ‘সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্কফোর্স ও পাকিস্তান নৌবাহিনীর ইয়ারমুক জাহাজ ৪৮ ঘণ্টায় আরব সাগরে দুটি ছোট নৌযানে তল্লাশি চালিয়ে ৯৭২ মিলিয়ন ডলারের বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।’

এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন কমান্ডের অধীনে থাকা পাকিস্তান নৌবাহিনীর পিএনএস ইয়ামামা-২৭৪ নামের জাহাজটি ১২ কোটি ডলারের বেশি মূল্যের মাদক জব্দ করেছিল। সে সময়ের অভিযানে ১৫৫ কেজি ক্রিস্টাল মেথ ও ৬৫ কেজি কোকেন উদ্ধার হয়েছিল।

ধারাবাহিক এই অভিযানের মাধ্যমে আরব সাগরে আন্তর্জাতিক মাদক চোরাচালান রোধে পাকিস্তান নৌবাহিনী ও তার আন্তর্জাতিক সহযোগীদের ভূমিকা আরও জোরদার হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত