মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীরা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ঠাকুরপাড়ার একটি চাওলে (বস্তির মতো ঘিঞ্জি বহুতল আবাসিক ভবন) অবৈধভাবে বসবাস করছিলেন। চাওলের মালিককে তাঁদের নথি যাচাই না করে অবৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।
ভিবান্ডি ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ পরিদর্শক রাজ মালি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঠাকুরপাড়ার নিউ মারাঠি স্কুলের পেছনে অবস্থিত একটি চাওলে অভিযান চালানো হয়। অভিযানে নয়জন নারী—সিমা বেগম সিরাজ (২৭), রেখা অনিসরাম রাম (২৪), রুপা অনিসরাম রাম ওরফে সতি ইকবাল হুসাইন আখতার (২৪), অঞ্জনি হাবিজ শাহ (২৩), শারদা বানসি সাহু (৪২), মমতা শারদা সাহু (২৬), পায়েল রাজু সাহু (২৮), পিঙ্কি শারদা সাহু (৪৫), এবং কাজল শান্ত্রবনসি সাহু (২০) এবং চাওলের মালিক দীপক গঙ্গারাম ঠাকরেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছয়টি মোবাইল ফোন (যার মূল্য ৭০ হাজার রুপি)–সহ তাঁদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করেছে।
পুলিশি তদন্তের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গারাম ঠাকরে অভিযুক্ত নারীদের চাওলের কক্ষ ভাড়া দিয়েছিলেন। কিন্তু তাঁদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা যাচাই করেননি। অভিযোগ রয়েছে, এই নারীরা অবৈধভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছে এবং গত পাঁচ বছর ধরে ভিবান্ডিতে বসবাস করছেন। কঙ্গাওন থানায় ভারতীয় দণ্ডবিধির (২০২৩), পাসপোর্ট আইন (১৯২০), এবং বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।
একটি সংশ্লিষ্ট ঘটনায় কঙ্গাওন থানার সিনিয়র পুলিশ পরিদর্শক নেতারাম মহাস্কে সাংবাদিকদের বলেছেন, গত দুই মাসে এলাকায় একাধিক অবৈধ বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনা প্রকাশ্যে এসেছে। মোট ছয়টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ২৪ জন বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীরা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ঠাকুরপাড়ার একটি চাওলে (বস্তির মতো ঘিঞ্জি বহুতল আবাসিক ভবন) অবৈধভাবে বসবাস করছিলেন। চাওলের মালিককে তাঁদের নথি যাচাই না করে অবৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।
ভিবান্ডি ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ পরিদর্শক রাজ মালি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঠাকুরপাড়ার নিউ মারাঠি স্কুলের পেছনে অবস্থিত একটি চাওলে অভিযান চালানো হয়। অভিযানে নয়জন নারী—সিমা বেগম সিরাজ (২৭), রেখা অনিসরাম রাম (২৪), রুপা অনিসরাম রাম ওরফে সতি ইকবাল হুসাইন আখতার (২৪), অঞ্জনি হাবিজ শাহ (২৩), শারদা বানসি সাহু (৪২), মমতা শারদা সাহু (২৬), পায়েল রাজু সাহু (২৮), পিঙ্কি শারদা সাহু (৪৫), এবং কাজল শান্ত্রবনসি সাহু (২০) এবং চাওলের মালিক দীপক গঙ্গারাম ঠাকরেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছয়টি মোবাইল ফোন (যার মূল্য ৭০ হাজার রুপি)–সহ তাঁদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করেছে।
পুলিশি তদন্তের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গারাম ঠাকরে অভিযুক্ত নারীদের চাওলের কক্ষ ভাড়া দিয়েছিলেন। কিন্তু তাঁদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা যাচাই করেননি। অভিযোগ রয়েছে, এই নারীরা অবৈধভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছে এবং গত পাঁচ বছর ধরে ভিবান্ডিতে বসবাস করছেন। কঙ্গাওন থানায় ভারতীয় দণ্ডবিধির (২০২৩), পাসপোর্ট আইন (১৯২০), এবং বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।
একটি সংশ্লিষ্ট ঘটনায় কঙ্গাওন থানার সিনিয়র পুলিশ পরিদর্শক নেতারাম মহাস্কে সাংবাদিকদের বলেছেন, গত দুই মাসে এলাকায় একাধিক অবৈধ বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনা প্রকাশ্যে এসেছে। মোট ছয়টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ২৪ জন বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
৪ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
৫ ঘণ্টা আগেসমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
৮ ঘণ্টা আগে