অনলাইন ডেস্ক
মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীরা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ঠাকুরপাড়ার একটি চাওলে (বস্তির মতো ঘিঞ্জি বহুতল আবাসিক ভবন) অবৈধভাবে বসবাস করছিলেন। চাওলের মালিককে তাঁদের নথি যাচাই না করে অবৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।
ভিবান্ডি ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ পরিদর্শক রাজ মালি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঠাকুরপাড়ার নিউ মারাঠি স্কুলের পেছনে অবস্থিত একটি চাওলে অভিযান চালানো হয়। অভিযানে নয়জন নারী—সিমা বেগম সিরাজ (২৭), রেখা অনিসরাম রাম (২৪), রুপা অনিসরাম রাম ওরফে সতি ইকবাল হুসাইন আখতার (২৪), অঞ্জনি হাবিজ শাহ (২৩), শারদা বানসি সাহু (৪২), মমতা শারদা সাহু (২৬), পায়েল রাজু সাহু (২৮), পিঙ্কি শারদা সাহু (৪৫), এবং কাজল শান্ত্রবনসি সাহু (২০) এবং চাওলের মালিক দীপক গঙ্গারাম ঠাকরেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছয়টি মোবাইল ফোন (যার মূল্য ৭০ হাজার রুপি)–সহ তাঁদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করেছে।
পুলিশি তদন্তের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গারাম ঠাকরে অভিযুক্ত নারীদের চাওলের কক্ষ ভাড়া দিয়েছিলেন। কিন্তু তাঁদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা যাচাই করেননি। অভিযোগ রয়েছে, এই নারীরা অবৈধভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছে এবং গত পাঁচ বছর ধরে ভিবান্ডিতে বসবাস করছেন। কঙ্গাওন থানায় ভারতীয় দণ্ডবিধির (২০২৩), পাসপোর্ট আইন (১৯২০), এবং বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।
একটি সংশ্লিষ্ট ঘটনায় কঙ্গাওন থানার সিনিয়র পুলিশ পরিদর্শক নেতারাম মহাস্কে সাংবাদিকদের বলেছেন, গত দুই মাসে এলাকায় একাধিক অবৈধ বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনা প্রকাশ্যে এসেছে। মোট ছয়টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ২৪ জন বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারীরা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ঠাকুরপাড়ার একটি চাওলে (বস্তির মতো ঘিঞ্জি বহুতল আবাসিক ভবন) অবৈধভাবে বসবাস করছিলেন। চাওলের মালিককে তাঁদের নথি যাচাই না করে অবৈধভাবে বসবাসের অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।
ভিবান্ডি ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ পরিদর্শক রাজ মালি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার ঠাকুরপাড়ার নিউ মারাঠি স্কুলের পেছনে অবস্থিত একটি চাওলে অভিযান চালানো হয়। অভিযানে নয়জন নারী—সিমা বেগম সিরাজ (২৭), রেখা অনিসরাম রাম (২৪), রুপা অনিসরাম রাম ওরফে সতি ইকবাল হুসাইন আখতার (২৪), অঞ্জনি হাবিজ শাহ (২৩), শারদা বানসি সাহু (৪২), মমতা শারদা সাহু (২৬), পায়েল রাজু সাহু (২৮), পিঙ্কি শারদা সাহু (৪৫), এবং কাজল শান্ত্রবনসি সাহু (২০) এবং চাওলের মালিক দীপক গঙ্গারাম ঠাকরেকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ছয়টি মোবাইল ফোন (যার মূল্য ৭০ হাজার রুপি)–সহ তাঁদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করেছে।
পুলিশি তদন্তের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গারাম ঠাকরে অভিযুক্ত নারীদের চাওলের কক্ষ ভাড়া দিয়েছিলেন। কিন্তু তাঁদের বৈধ ভ্রমণ নথি আছে কিনা তা যাচাই করেননি। অভিযোগ রয়েছে, এই নারীরা অবৈধভাবে ভারত–বাংলাদেশ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছে এবং গত পাঁচ বছর ধরে ভিবান্ডিতে বসবাস করছেন। কঙ্গাওন থানায় ভারতীয় দণ্ডবিধির (২০২৩), পাসপোর্ট আইন (১৯২০), এবং বিদেশি নাগরিক আইন (১৯৪৬) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।
একটি সংশ্লিষ্ট ঘটনায় কঙ্গাওন থানার সিনিয়র পুলিশ পরিদর্শক নেতারাম মহাস্কে সাংবাদিকদের বলেছেন, গত দুই মাসে এলাকায় একাধিক অবৈধ বাংলাদেশি নাগরিকের বসবাসের ঘটনা প্রকাশ্যে এসেছে। মোট ছয়টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার ফলে ২৪ জন বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৩ ঘণ্টা আগেভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
৩ ঘণ্টা আগে