ঢাকা: ভারতে করোনাভাইরাস পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন ভারতে তিন লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত করা হলো। গত একদিনে ভারত করোনায় মারা গেছেন ২ হাজার ৭৭১ জন । দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতে এখন পর্যন্ত এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গতকাল সোমবার ভারতে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হলেও আজ শনাক্তের হার ছিল কম। তবে এখনও ভারতে হাসপাতালগুলোতে শয্যার অভাবে রোগীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং অক্সিজেন সংকটও অব্যাহত রয়েছে।
এ নিয়ে ভারতের কেরালা রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রফেসর রিজো এম জন একটি টুইট বার্তায় বলেন, দয়া করে নোট করুন যে দৈনিক শনাক্তের হার অনেক কমেছে। ব্যাপকভাবে টেস্ট কমিয়ে দেওয়ার কারণে এমনটি হয়েছে।
ভারতের করোনা মহামারির চরম বিপর্যয় ঠেকাতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন, হাসপাতালগুলোতে সেনবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। একই সঙ্গে সেনাবাহিনীর মজুত অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহ দেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে।
ভারতের আবেদনে সাড়া দিয়ে এরই মধ্যে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটেন। এদিকে ফ্রান্সের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি ভারতে একাধিক অক্সিজেন জেনারেটর পাঠাবে যেটি দিয়ে বছরখানেক ২৫০ শয্যায় অক্সিজেন সরবরাহ করা যাবে।
অক্সিজেনের অভাবে থাকা ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরিস সেন্টারের স্বাস্থ্য প্রশাসনের প্রধান ড. কে প্রীতম বলেন, সাত দিন ধরে আমাদের কেউ ঘুমাতে পারিনি। অক্সিজেনের অভাবে বাধ্য হয়ে আমরা এক সিলিন্ডারের মাধ্যমে দুই রোগীকে অক্সিজেন দিয়েছি।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জনগণকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানিয়েছেন মোদি।
ঢাকা: ভারতে করোনাভাইরাস পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠদিন ভারতে তিন লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত করা হলো। গত একদিনে ভারত করোনায় মারা গেছেন ২ হাজার ৭৭১ জন । দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতে এখন পর্যন্ত এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
গতকাল সোমবার ভারতে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হলেও আজ শনাক্তের হার ছিল কম। তবে এখনও ভারতে হাসপাতালগুলোতে শয্যার অভাবে রোগীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং অক্সিজেন সংকটও অব্যাহত রয়েছে।
এ নিয়ে ভারতের কেরালা রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রফেসর রিজো এম জন একটি টুইট বার্তায় বলেন, দয়া করে নোট করুন যে দৈনিক শনাক্তের হার অনেক কমেছে। ব্যাপকভাবে টেস্ট কমিয়ে দেওয়ার কারণে এমনটি হয়েছে।
ভারতের করোনা মহামারির চরম বিপর্যয় ঠেকাতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন, হাসপাতালগুলোতে সেনবাহিনীর অবসরপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। একই সঙ্গে সেনাবাহিনীর মজুত অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহ দেওয়া হচ্ছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে।
ভারতের আবেদনে সাড়া দিয়ে এরই মধ্যে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটেন। এদিকে ফ্রান্সের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটি ভারতে একাধিক অক্সিজেন জেনারেটর পাঠাবে যেটি দিয়ে বছরখানেক ২৫০ শয্যায় অক্সিজেন সরবরাহ করা যাবে।
অক্সিজেনের অভাবে থাকা ভারতের দিল্লির স্পাইনাল ইনজুরিস সেন্টারের স্বাস্থ্য প্রশাসনের প্রধান ড. কে প্রীতম বলেন, সাত দিন ধরে আমাদের কেউ ঘুমাতে পারিনি। অক্সিজেনের অভাবে বাধ্য হয়ে আমরা এক সিলিন্ডারের মাধ্যমে দুই রোগীকে অক্সিজেন দিয়েছি।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি জনগণকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানিয়েছেন মোদি।
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
২৮ মিনিট আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
১ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
২ ঘণ্টা আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
৩ ঘণ্টা আগে