অনলাইন ডেস্ক
ভারতের কৃষিজীবীদের শান্ত একটি গ্রাম। সেখানে সম্প্রতি অত্যন্ত হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা করলেন নারীরা।
অন্ধ্র প্রদেশ রাজ্যের উরাভাকোন্ডা শহরের একটি কাজুবাগানে আদিবাসী নারীরা ফাঁসির মঞ্চ বানিয়ে গাছের ডালে বাঁধা কাপড়ে ফাঁস লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁদের বলতে শোনা যাচ্ছে, ‘আপনি যদি আমাদের আবেদন না শোনেন, তাহলে আমাদের সামনে মৃত্যুই একমাত্র পথ। আপনি যদি এখানকার কাজুবাগানগুলো উচ্ছেদ করেন, তবে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আমাদের জীবিকা এর ওপর নির্ভর করে।’
ওই আদিবাসী নারীরা অভিযোগ করেন, তাঁদের চাষের জমি কেড়ে নিয়ে একটি গ্রানাইট খনি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, ‘আমরা কোনো গ্রানাইট কোম্পানির কাছ থেকে টাকা নিইনি। কিছু লোক টাকার বিনিময়ে অবৈধভাবে আমাদের জমি দিয়েছে। আমাদের জমির মালিকানার কাগজপত্র নেই। সরকার আমাদের এই জমি চাষের অনুমতি দিয়েছিল। কিন্তু এখন তারা নিয়ে যাচ্ছে।’
রাজস্ব কর্মকর্তা মাদুগুলা মণ্ডল তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন এবং মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করে কৃষানিরা বলেন, ‘বাগানের ভেতর দিয়ে রাস্তা তৈরি করতে খনি কোম্পানিকে বাধা দিলে আমাদের মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা চাই, যুগ্ম কালেক্টর এর তদন্ত করুন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এ ব্যাপারে যোগাযোগ করা হলে সরকারি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
আদিবাসী পরিবারগুলো আগামী সোমবার বিশাখাপত্তম জয়েন্ট কালেক্টরের অফিসের সামনে বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন।
ভারতের কৃষিজীবীদের শান্ত একটি গ্রাম। সেখানে সম্প্রতি অত্যন্ত হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা করলেন নারীরা।
অন্ধ্র প্রদেশ রাজ্যের উরাভাকোন্ডা শহরের একটি কাজুবাগানে আদিবাসী নারীরা ফাঁসির মঞ্চ বানিয়ে গাছের ডালে বাঁধা কাপড়ে ফাঁস লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁদের বলতে শোনা যাচ্ছে, ‘আপনি যদি আমাদের আবেদন না শোনেন, তাহলে আমাদের সামনে মৃত্যুই একমাত্র পথ। আপনি যদি এখানকার কাজুবাগানগুলো উচ্ছেদ করেন, তবে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আমাদের জীবিকা এর ওপর নির্ভর করে।’
ওই আদিবাসী নারীরা অভিযোগ করেন, তাঁদের চাষের জমি কেড়ে নিয়ে একটি গ্রানাইট খনি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, ‘আমরা কোনো গ্রানাইট কোম্পানির কাছ থেকে টাকা নিইনি। কিছু লোক টাকার বিনিময়ে অবৈধভাবে আমাদের জমি দিয়েছে। আমাদের জমির মালিকানার কাগজপত্র নেই। সরকার আমাদের এই জমি চাষের অনুমতি দিয়েছিল। কিন্তু এখন তারা নিয়ে যাচ্ছে।’
রাজস্ব কর্মকর্তা মাদুগুলা মণ্ডল তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন এবং মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করে কৃষানিরা বলেন, ‘বাগানের ভেতর দিয়ে রাস্তা তৈরি করতে খনি কোম্পানিকে বাধা দিলে আমাদের মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা চাই, যুগ্ম কালেক্টর এর তদন্ত করুন।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এ ব্যাপারে যোগাযোগ করা হলে সরকারি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
আদিবাসী পরিবারগুলো আগামী সোমবার বিশাখাপত্তম জয়েন্ট কালেক্টরের অফিসের সামনে বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৮ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৮ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৮ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৯ ঘণ্টা আগে