Ajker Patrika

করোনার মিউটেশনেই কি নাকাল ভারত

করোনার মিউটেশনেই কি নাকাল ভারত

ভাইরাসের জিনগত রূপান্তর (মিউটেশন) একটি স্বাভাবিক এবং নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এই রূপান্তরগুলো সবসময় গুরুতর নাও হতে পারে। তবে কখনও এটি বেশ জটিল হয়ে পড়তে। তখন কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন দিয়ে এটির সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

করোনাভাইরাসের ভারতীয় ধরনটির এখন পর্যন্ত দুইবার রূপান্তর ঘটেছে। আনুষ্ঠানিকভাবে এই ধরনের নাম দেওয়া হয়েছে বি১৬১৭। এটি গত অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয়। তবে গণহারে পরীক্ষা না করানোর কারণে এই ধরনের কারণে এই রূপান্তরিত ভাইরাসটির সংক্রমণের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।

গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারতের মহারাষ্ট্র রাজ্যে ৩৬১টি নমুনা পরীক্ষায় ২২০টিতেই বি১৬১৭ ধরনটি পাওয়া যায়। এছাড়া বিশ্বের ২১টি দেশেও এই ধরনের সন্ধান মিলেছে বলে জানিয়েছে গ্লোবাল জিনোম সিকোয়েন্সিং ডাটাবেস (জিআইএসএআইডি)। ফলে মহারাষ্ট্রের অবস্থা কেন এতোটা নাজুক তা এই সংক্রমণ শনাক্ত হার দেখে কিছুটা অনুমান করা যেতে পারে।

ভারতে রূপান্তরিত নতুন ধরন নিয়ে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ভাইরোলজিস্ট ড. জিমি কামিল বলেন, ভারতীয় ধরনটি যুক্তরাজ্যের ধরনের চেয়ে বেশি সংক্রামক কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। তবে আমাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় এটি।

করোনাভাইরাসের ভারতীয় ধরন নিয়ে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অসম্পূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই ধরনটির জিনোম সিক্যুয়েন্স ভারতে করা হয়েছে ২৯৮টি আর বিশ্বে করা হয়েছে ৬৫৬টি। যেখানে শুধু যুক্তরাজ্যের ধরনের জিনোম সিক্যুয়েন্স পাওয়া যাচ্ছে ৩ লাখ ৮৪ হাজারটি।

ভারতে গত ১৫ এপ্রিল থেকেই দৈনিক দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যেখানে গত বছর ভারত একদিনে সর্বোচ্চ ৯৩ হাজার রোগী দেখেছিল।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যাম্ব্রিজের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর রবি গুপ্ত বলেন, ভারতের জনসংখ্যার উচ্চ ঘনত্ব নতুন রূপান্তর বিষয়ে পরীক্ষার জন্য আদর্শ পরিবেশ। তবে ভারতে করোনা সংক্রমণের উর্ধ্বগতির প্রধান কারণ প্রচুর জনসমাগম এবং বিধিনিষেধ না মানার প্রবণতা।

বিজ্ঞানীরা মনে করছেন, বিদ্যমান ভ্যাকসিনগুলোর মাধ্যমে করোনার ভারতীয় ধরন নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে ভ্যাকসিন আরও কার্যকর করতে এর ডিজাইন পরিবর্তন করা দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত