Ajker Patrika

সীমান্তে চীনা সেনাদের মিষ্টি খাওয়াল ভারতীয় সেনারা

সীমান্তে এভাবেই মিষ্টি বিতরণ করে ভারতীয় ও চীনা সেনারা। ছবি: এনডিটিভি
সীমান্তে এভাবেই মিষ্টি বিতরণ করে ভারতীয় ও চীনা সেনারা। ছবি: এনডিটিভি

ভারত ও চীন সীমান্তে লাদাখের দুটি সহ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অন্তত পাঁচটি স্থানে দীপাবলির মিষ্টি বিনিময় করেছে দুই দেশের সেনারা। বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে ভারত ও চীনের মধ্যে টহল চুক্তি পর লাদাখের ডেপসাং এবং ডেমচোক এলাকা থেকে দুই পক্ষের সেনা প্রত্যাহার করে নেওয়ার একদিন পরই মিষ্টি বিনিময়ের ঘটনাটি ঘটেছে।

সম্প্রতি ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ভারত-চীন টহল চুক্তি ঘোষণা করা হয়েছিল। এই চুক্তির আওতায় ডেপসাং সমভূমি এবং ডেমচোক থেকে দুই দেশ সৈন্য সরিয়ে নেয়। বর্তমানে ওই অঞ্চলগুলোতে দুই পক্ষ ২০২০ সালের এপ্রিলের আগের অবস্থানে ফিরে গেছে।

২০২০ সালের মে-জুন মাসে প্যাংগং লেক এবং গালওয়ান অঞ্চলে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতার কারণে প্রায় চার বছর ধরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বিরাজ করেছে। আশা করা হচ্ছে, নতুন চুক্তিটি এই উত্তেজানার অবসান ঘটাবে। সেবার জুন মাসে গালওয়ান অঞ্চলে দুই পক্ষের মারামারিতে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিল বলেও জানিয়েছে এনডিটিভি।

নতুন বন্ধুত্বপূর্ণ অবস্থানের মধ্যে ডেপসাং ও ডেমচোক ছাড়াও লাদাখের চুশুল মালদো এবং দৌলত বেগ ওল্ডি, অরুণাচল প্রদেশের বাঞ্চা এবং বুমলা এবং সিকিমের নাথুলায় মিষ্টি বিনিময় করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত