Ajker Patrika

হায়দরাবাদে তেলের ড্রাম থেকে ভবনে আগুন, নিহত ৯ 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৪: ৩৩
হায়দরাবাদে তেলের ড্রাম থেকে ভবনে আগুন, নিহত ৯ 

ভারতের তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে এক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় আজ সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ঠিক কখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, বহুতল বিশিষ্ট আবাসিক ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয় মূলত ভবনটির নিচতলার গুদাম থেকে। যেখানে বেশ কয়েকটি ড্রামে দাহ্য রাসায়নিক পদার্থ মজুত ছিল। পুলিশ আরও জানিয়েছে, মূলত নিচ তলা থেকেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। 

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ সাংবাদিকদের জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর অন্তত ২০ জনকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা আরও জানিয়েছে, ভবনটিতে থাকা অধিকাংশ ব্যক্তিই ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বাস করতেন ভাড়াটিয়া হিসেবে। তারাই বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। সেই তুলনায় ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় থাকা ভাড়াটিয়াদের তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাড়ির মালিকের নাম রমেশ জ্যাসওয়াল। ঘটনার পর থেকেই ওই ব্যক্তি পলাতক। রমেশই বাড়ির নিচতলাকে রাসায়নিক দ্রব্যের গুদাম হিসেবে ব্যবহার করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত