Ajker Patrika

সহিংসতার পর ভারতের মণিপুরের ১১টি স্থানে সোমবার পুনরায় ভোট

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৬: ০৭
সহিংসতার পর ভারতের মণিপুরের ১১টি স্থানে সোমবার পুনরায় ভোট

ভারতে অনুষ্ঠিত হচ্ছে লোকসভা নির্বাচন। বিশ্বের বৃহত্তম এই নির্বাচনে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কয়েক মাস ধরে চলা জাতিগত সংঘর্ষের প্রভাব পড়েছে। সহিংসতা ও ভোটিং মেশিনের ক্ষতি করার খবরও পাওয়া গেছে সেখানে। তবে রাজ্যটির ১১টি ভোটকেন্দ্রে আগামীকাল সোমবার ভোট হবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে মণিপুরের প্রধান নির্বাচনী কর্মকর্তা বলেছেন, নির্বাচন কর্তৃপক্ষ ১১টি স্থানে ভোট বাতিলের ঘোষণা দিয়ে নতুন ভোটের নির্দেশ দিয়েছে।

গত শুক্রবার শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে রয়েছে প্রায় ১০০ কোটি ভোটার। নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত। অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ এবং হিন্দু জাতীয়তাবাদী ইস্যুগুলোর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে জয়ী হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রধান বিরোধী দল কংগ্রেস মণিপুরের ৪৭টি ভোটকেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে। বুথ দখল ও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে তারা।

শুক্রবার মণিপুরে ঘটেছে বেশ কয়েকটি সহিংসতার বিক্ষিপ্ত ঘটনা। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। সহিংসতার ঝুঁকি সত্ত্বেও প্রচুর পরিমাণে ভোটার উপস্থিত হয়েছিল ভোটকেন্দ্রগুলোতে। গত বছরে রাজ্যটিতে সংঘর্ষে অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছিল।

গত বছরের মে মাস থেকে সংখ্যাগরিষ্ঠ মেইতি ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ের কারণে উত্তাল মণিপুর। মেইতিদের নিয়ন্ত্রিত উপত্যকা এবং কুকি অধ্যুষিত পাহাড়ের মধ্যে বিভক্ত এই রাজ্য। ফেডারেল আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি নো ম্যানস ল্যান্ড দিয়ে বিভক্ত মেইতি ও কুকিদের অঞ্চল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত