লোগোতে লালের বদলে গেরুয়া রং দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সম্প্রচারমাধ্যম দূরদর্শন। গত ১৬ এপ্রিল থেকে নতুন এই লোগো কার্যকর করেছে নিউজ চ্যানেল ডিডি নিউজ।
উল্লেখ্য, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় রং গেরুয়া। নরেন্দ্র মোদির নেতৃত্বে এই দল ক্ষমতায় আসার পর অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা গেরুয়াকরণের অভিযোগ রয়েছে।
ডিডি নিউজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে বলা হয়েছে, তাদের মূল্যবোধ এখনো আগের মতোই রয়েছে এবং এখন তাদের নতুন অবতারে দেখতে পাওয়া যাবে।
পোস্টে বলা হয়, ‘নতুনভাবে সংবাদ উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে পড়ুন...এখন ডিডি নিউজ পাচ্ছেন একদম নতুন রূপে। আমাদের সবার আগে সংবাদ দেওয়ার পরিবর্তে সঠিক সংবাদ দেওয়ার, দাবির পরিবর্তে তথ্য প্রকাশের, চাঞ্চল্যকর সংবাদের পরিবর্তে সত্য প্রকাশের সাহস আছে। সংবাদ যদি হয় ডিডি নিউজের তবে তাই সত্য।’
দূরদর্শনের ইতিহাস
১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর জন পরিষেবার জন্য পরীক্ষামূলকভাবে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়। ১৯৬৫ সালে নয়াদিল্লির ভেতরে ও বাইরে সবার ঘরে ঘরে টেলিভিশনে এই চ্যানেল পৌঁছে যাওয়ার পর এটিকে জন পরিষেবায় রূপ দেওয়া হয়। ১৯৭৫ সাল নাগাদ মুম্বাই, অমৃতসর ও অন্য সাতটি শহরে এই চ্যানেলের কার্যক্রম শুরু করা হয়। ১৯৭৬ সালের ১ এপ্রিল এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগের অধীনে চলে যায়। ১৯৮২ সালে দূরদর্শন রাষ্ট্রীয় চ্যানেলে পরিণত হয়।
১৯৮২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বাধীনতা দিবসের ভাষণের সরাসরি সম্প্রচারের মাধ্যমে দূরদর্শনের রঙিন সংস্করণ শুরু হয়। এরপরেই দিল্লিতে ১৯৮২ এশিয়ান গেমসের রঙিন সম্প্রচার হয়।
বর্তমানে দূরদর্শন ৬টি রাষ্ট্রীয় চ্যানেল ও ১৭টি আঞ্চলিক চ্যানেল পরিচালনা করে। রাষ্ট্রীয় চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডিডি ন্যাশনাল, ডিডি ইন্ডিয়া, ডিডি কিষান, ডিডি স্পোর্টস, ডিডি উর্দু ও ডিডি ভারতী।
এর আঞ্চলিক চ্যানেলগুলো হলো—ডিডি অরুণপ্রভা, ডিডি বাংলা, ডিডি বিহার, ডিডি চন্দনা, ডিডি গিরনার, ডিডি মধ্যপ্রদেশ, ডিডি মালায়ালাম, ডিডি নর্থইস্ট, ডিডি ওড়িয়া, ডিডি পোঢ়িগাই, ডিডি পাঞ্জাবি, ডিডি রাজস্থান, ডিডি সাহিয়াগিরি, ডিডি সপ্তগিরি, ডিডি উত্তরপ্রদেশ, ডিডি যাদগিরি ও ডিডি কাশির।
লোগোতে লালের বদলে গেরুয়া রং দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সম্প্রচারমাধ্যম দূরদর্শন। গত ১৬ এপ্রিল থেকে নতুন এই লোগো কার্যকর করেছে নিউজ চ্যানেল ডিডি নিউজ।
উল্লেখ্য, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় রং গেরুয়া। নরেন্দ্র মোদির নেতৃত্বে এই দল ক্ষমতায় আসার পর অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা গেরুয়াকরণের অভিযোগ রয়েছে।
ডিডি নিউজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে বলা হয়েছে, তাদের মূল্যবোধ এখনো আগের মতোই রয়েছে এবং এখন তাদের নতুন অবতারে দেখতে পাওয়া যাবে।
পোস্টে বলা হয়, ‘নতুনভাবে সংবাদ উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে পড়ুন...এখন ডিডি নিউজ পাচ্ছেন একদম নতুন রূপে। আমাদের সবার আগে সংবাদ দেওয়ার পরিবর্তে সঠিক সংবাদ দেওয়ার, দাবির পরিবর্তে তথ্য প্রকাশের, চাঞ্চল্যকর সংবাদের পরিবর্তে সত্য প্রকাশের সাহস আছে। সংবাদ যদি হয় ডিডি নিউজের তবে তাই সত্য।’
দূরদর্শনের ইতিহাস
১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর জন পরিষেবার জন্য পরীক্ষামূলকভাবে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়। ১৯৬৫ সালে নয়াদিল্লির ভেতরে ও বাইরে সবার ঘরে ঘরে টেলিভিশনে এই চ্যানেল পৌঁছে যাওয়ার পর এটিকে জন পরিষেবায় রূপ দেওয়া হয়। ১৯৭৫ সাল নাগাদ মুম্বাই, অমৃতসর ও অন্য সাতটি শহরে এই চ্যানেলের কার্যক্রম শুরু করা হয়। ১৯৭৬ সালের ১ এপ্রিল এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগের অধীনে চলে যায়। ১৯৮২ সালে দূরদর্শন রাষ্ট্রীয় চ্যানেলে পরিণত হয়।
১৯৮২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বাধীনতা দিবসের ভাষণের সরাসরি সম্প্রচারের মাধ্যমে দূরদর্শনের রঙিন সংস্করণ শুরু হয়। এরপরেই দিল্লিতে ১৯৮২ এশিয়ান গেমসের রঙিন সম্প্রচার হয়।
বর্তমানে দূরদর্শন ৬টি রাষ্ট্রীয় চ্যানেল ও ১৭টি আঞ্চলিক চ্যানেল পরিচালনা করে। রাষ্ট্রীয় চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডিডি ন্যাশনাল, ডিডি ইন্ডিয়া, ডিডি কিষান, ডিডি স্পোর্টস, ডিডি উর্দু ও ডিডি ভারতী।
এর আঞ্চলিক চ্যানেলগুলো হলো—ডিডি অরুণপ্রভা, ডিডি বাংলা, ডিডি বিহার, ডিডি চন্দনা, ডিডি গিরনার, ডিডি মধ্যপ্রদেশ, ডিডি মালায়ালাম, ডিডি নর্থইস্ট, ডিডি ওড়িয়া, ডিডি পোঢ়িগাই, ডিডি পাঞ্জাবি, ডিডি রাজস্থান, ডিডি সাহিয়াগিরি, ডিডি সপ্তগিরি, ডিডি উত্তরপ্রদেশ, ডিডি যাদগিরি ও ডিডি কাশির।
আন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
২৯ মিনিট আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
১ ঘণ্টা আগেসীমান্ত এলাকায় স্থাপন করা উত্তর কোরিয়া বিরোধী প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো সরিয়ে নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। আজ সোমবার (৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লি কিয়ং-হো সাংবাদিকদের জানিয়েছেন, আজ থেকেই দেশটির সামরিক বাহিনী লাউডস্পিকার অপসারণ কার্যক্রম শুরু করেছে।
২ ঘণ্টা আগেইসরায়েলি এক অবৈধ বসতি স্থাপনকারীর গুলিতে নিহত ফিলিস্তিনি শিক্ষক ও অধিকারকর্মী আওদাহ হাতালিনের মৃতদেহ ফেরতের দাবিতে অনশন করছেন ৬০ জনের বেশি ফিলিস্তিনি নারী। পশ্চিম তীরের হেবরনের দক্ষিণের গ্রাম উম আল-খাইরে এই অনশন শুরু হয়েছে গত বৃহস্পতিবার।
৩ ঘণ্টা আগে