Ajker Patrika

চিনি রপ্তানিতে বিধিনিষেধ ভারতের

আপডেট : ২৫ মে ২০২২, ১৬: ০৩
চিনি রপ্তানিতে বিধিনিষেধ ভারতের

গম রপ্তানিতে নিষেধাজ্ঞার পর এবার চিনি রপ্তানিতে বিধিনিষেধ জারি করেছে ভারত। স্থানীয় বাজারে দাম কমানোর লক্ষ্যে দেশটির সরকার চিনি রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভি বলেছে, গত ছয় বছরের মধ্যে প্রথমবার চিনি রপ্তানি সীমাবদ্ধ করার পরিকল্পনা নিল ভারত। এ বছর দেশটি চিনি রপ্তানির সীমা ১ কোটি টন নির্ধারণের পরিকল্পনা নিয়েছে। 

সরকারি আদেশে বলা হয়, রপ্তানিকারকদের বিদেশি চালানের জন্য ১ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনুমতি নিতে হবে। 

এদিকে ভারতের সিদ্ধান্তের পর লন্ডনে সাদা চিনির দাম ১ শতাংশের বেশি বেড়েছে। মুম্বাইভিত্তিক একটি ব্যবসায়িক সংস্থার ডিলার বলেন, ‘খাদ্যের মূল্যস্ফীতি নিয়ে সরকার উদ্বিগ্ন। এ কারণেই উৎসবের মৌসুমে দেশে যেন পর্যাপ্ত চিনির সরবরাহ থাকে, সেটি নিশ্চিতে চেষ্টা করছে সরকার।’ 

শুরুতে ভারত ৮০ লাখ টনের বেশি চিনি রপ্তানি না করার কথা ভেবেছিল। কিন্তু পরে উৎপাদনের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার কারখানাগুলোকে আরও কিছু চিনি বিক্রি করার অনুমতি দেয়। 

ভারতের চিনি উৎপাদনকারী ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবার ৩৫.৫ মিলিয়ন টন চিনি উৎপাদন হতে পারে; যা আগের অনুমান ৩১ মিলিয়ন টনের চেয়ে বেশি। 

রপ্তানি সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত। বিশ্বের অন্তত ১২১টি দেশে চিনি রপ্তানি করে থাকে দেশটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত