ইউরোপের দেশ সুইজারল্যান্ডে গলে যাওয়া একটি হিমবাহ থেকে মিলেছে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া এক পর্যটকের দেহাবশেষ। দেশটির ম্যাটারহর্ন পর্বতমালার নিকটবর্তী একটি গলন্ত হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মান ওই পর্যটকের দেহাবশেষ আবিষ্কার একটি বিষয় আবারও সামনে এনেছে যে, ইউরোপের আলপাইন গ্লেসিয়ার বা হিমবাহ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দ্রুত গলছে। এবং বিজ্ঞানীরা হিমবাহের এই দ্রুত গলনের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন।
চলতি মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডের জারমাত পৌরসভার ঠিক ওপরে অবস্থিত থিওডুল হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। তিনি ১৯৮৬ সালের কোনো এক সময় এই হিমবাহে স্কি করতে এসে নিখোঁজ হয়েছিলেন। একদল পর্যটক প্রথমে তাঁর হাইকিং বুট (পর্বতারোহণের জন্য নির্ধারিত বিশেষ জুতা) দেখতে পান। পরে জুতার কাছে গিয়ে তাঁরা ওই পর্যটকের দেহাবশেষও দেখতে পান।
আজ থেকে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া সেই জার্মান পর্যটকের খোঁজে সেই সময় বিরাট আকারের উদ্ধার অভিযান চালানো হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি সেই থেকে ৩৭ বছর নিখোঁজ ছিলেন। সুইস পুলিশ ওই ব্যক্তির নাম জানাতে পারেনি তবে তাঁরা জানিয়েছে, যখন ওই ব্যক্তি নিখোঁজ হন তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর।
থিওডুল হিমবাহটি আল্পসের দীর্ঘ এলাকাজুড়ে অবস্থিত। গত কয়েক বছরে এটি অনেকটাই আয়তন হারিয়েছে।
ইউরোপের দেশ সুইজারল্যান্ডে গলে যাওয়া একটি হিমবাহ থেকে মিলেছে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া এক পর্যটকের দেহাবশেষ। দেশটির ম্যাটারহর্ন পর্বতমালার নিকটবর্তী একটি গলন্ত হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জার্মান ওই পর্যটকের দেহাবশেষ আবিষ্কার একটি বিষয় আবারও সামনে এনেছে যে, ইউরোপের আলপাইন গ্লেসিয়ার বা হিমবাহ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি দ্রুত গলছে। এবং বিজ্ঞানীরা হিমবাহের এই দ্রুত গলনের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন।
চলতি মাসের শুরুর দিকে সুইজারল্যান্ডের জারমাত পৌরসভার ঠিক ওপরে অবস্থিত থিওডুল হিমবাহ থেকে ওই জার্মান পর্যটকের দেহাবশেষ উদ্ধার করা হয়। তিনি ১৯৮৬ সালের কোনো এক সময় এই হিমবাহে স্কি করতে এসে নিখোঁজ হয়েছিলেন। একদল পর্যটক প্রথমে তাঁর হাইকিং বুট (পর্বতারোহণের জন্য নির্ধারিত বিশেষ জুতা) দেখতে পান। পরে জুতার কাছে গিয়ে তাঁরা ওই পর্যটকের দেহাবশেষও দেখতে পান।
আজ থেকে ৩৭ বছর আগে নিখোঁজ হওয়া সেই জার্মান পর্যটকের খোঁজে সেই সময় বিরাট আকারের উদ্ধার অভিযান চালানো হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি সেই থেকে ৩৭ বছর নিখোঁজ ছিলেন। সুইস পুলিশ ওই ব্যক্তির নাম জানাতে পারেনি তবে তাঁরা জানিয়েছে, যখন ওই ব্যক্তি নিখোঁজ হন তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর।
থিওডুল হিমবাহটি আল্পসের দীর্ঘ এলাকাজুড়ে অবস্থিত। গত কয়েক বছরে এটি অনেকটাই আয়তন হারিয়েছে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
১১ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১২ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১৪ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
১৪ ঘণ্টা আগে