Ajker Patrika

কিয়েভ ছাড়বেন না জেলেনস্কি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪২
কিয়েভ ছাড়বেন না জেলেনস্কি

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণার পর ইউক্রেনও যুদ্ধ ঘোষণা করেছে। এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশে রাশিয়া সবচেয়ে বড় হামলা চালিয়েছে। এত উত্তেজনার মধ্যেও রাজধানী কিয়েভেই থাকার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘শত্রুরা (রুশ বাহিনী) আমাকে প্রথম টার্গেট করেছে। এরপর তারা আমার পরিবারকে দ্বিতীয় টার্গেট বানিয়েছে। তারা রাষ্ট্রপ্রধানকে ধ্বংস করে রাজনৈতিকভাবে ইউক্রেনকে ধ্বংস করতে চায়। এর পরও আমি পরিবার নিয়ে কিয়েভেই অবস্থান করব।’ 

মার্কিন ও ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার লক্ষ্য কিয়েভ দখল করে সরকারের পতন করা। এরই মধ্যে রুশ বাহিনী গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের দুর্ঘটনাকবলিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে। এটি রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত এবং বেলারুশ সীমান্ত থেকে অনেক কাছে। বেলারুশের এই সীমান্তে রয়েছে রুশ সৈন্যবাহিনী। তাই রুশ বাহিনী রাজধানী কিয়েভের অনেক কাছে অবস্থান করছে। 

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জেলেনস্কির নিরাপত্তার ব্যাপারে বলেছেন, ‘আমার জানামতে প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর পদে ইউক্রেনে রয়েছেন। তবে অবশ্যই আমরা ইউক্রেনে থাকা আমাদের সব বন্ধুর নিরাপত্তার জন্য উদ্বিগ্ন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত