ইউক্রেনের সশস্ত্র বাহিনী চীন ও রাশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রেলপথের একটি অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একই রেলপথের একটি ট্রেনে চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি বগি পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ বৈকাল-আমুর হাইওয়েতে অবস্থিত সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই টানেলটি রাশিয়ান ফেডারেশনের বুরিয়াতিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। টানেলটি ১৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ।
বিষয়টির সঙ্গে জড়িত এই ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউয়ের সদস্যরা সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি পলিটিকোকে বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন ও চীনের মধ্যে এটি একমাত্র গুরুত্বপূর্ণ রেল সংযোগ। বর্তমানে এই রুট ব্যবহার করে যত কার্যক্রম ছিল—সামরিক রসদ সরবরাহসহ সবকিছুই স্থবির হয়ে রয়েছে।’
ইউক্রেনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘টানেলের ভেতরে যখন চারটি বিস্ফোরক ব্যবহার করে হয়, তখন সেখানে একটি মালবাহী ট্রেনও চলছিল।’ তিনি জানান, হামলার একটু পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করে দেন। কিন্তু এসবিইউয়ের হামলা যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রশমিত করতে তারা ব্যর্থ হয়েছেন। এই ট্রেনটির বড় একটি অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পরে একই এলাকায় অন্য একটি বাইপাস রেলপথে একটি মালবাহী ট্রেনে হামলা চালান ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল বাজা বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যানুসারে ট্রেনের চারটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরও দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের ওই কর্মকর্তা এই হামলার বিষয়ে জানিয়েছেন, মালবাহী ওই ট্রেনটিতে করে বিমানের জ্বালানি পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের ফলে ট্রেনটিতে বিপুল পরিমাণ জ্বালানি আশপাশের ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
তবে ইউক্রেন বা দেশটির নিরাপত্তা বাহিনী এই হামলা দুটির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। রাশিয়াও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় রেল যোগাযোগ প্রতিষ্ঠান আরজেডএইচডি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘বুরিয়াতিয়ার ইতিকিত-ওকুসিকান উপত্যকায় টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রেনটির লোকোমোটিভ ক্রুরা একটি ডিজেল জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ধোঁয়া দেখার পর ট্রেনটি থামানো হয় এবং সাহায্যের জন্য কাছাকাছি শহর থেকে দুটি অগ্নিনির্বাপক ট্রেন পাঠানো হয়। ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়নি। তবে যাত্রা সময় কিছু বেড়েছে। কারণ, অন্য একটি বাইপাস দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
ইউক্রেনের সশস্ত্র বাহিনী চীন ও রাশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ রেলপথের একটি অংশ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একই রেলপথের একটি ট্রেনে চোরাগোপ্তা হামলা চালিয়ে বেশ কয়েকটি বগি পুড়িয়ে দিয়েছে। ইউক্রেনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ বৈকাল-আমুর হাইওয়েতে অবস্থিত সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এই টানেলটি রাশিয়ান ফেডারেশনের বুরিয়াতিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। টানেলটি ১৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ।
বিষয়টির সঙ্গে জড়িত এই ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউয়ের সদস্যরা সিভেরোমোয়ুস্কি টানেলের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তিনি পলিটিকোকে বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন ও চীনের মধ্যে এটি একমাত্র গুরুত্বপূর্ণ রেল সংযোগ। বর্তমানে এই রুট ব্যবহার করে যত কার্যক্রম ছিল—সামরিক রসদ সরবরাহসহ সবকিছুই স্থবির হয়ে রয়েছে।’
ইউক্রেনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘টানেলের ভেতরে যখন চারটি বিস্ফোরক ব্যবহার করে হয়, তখন সেখানে একটি মালবাহী ট্রেনও চলছিল।’ তিনি জানান, হামলার একটু পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তারা কাজ শুরু করে দেন। কিন্তু এসবিইউয়ের হামলা যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রশমিত করতে তারা ব্যর্থ হয়েছেন। এই ট্রেনটির বড় একটি অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পরে একই এলাকায় অন্য একটি বাইপাস রেলপথে একটি মালবাহী ট্রেনে হামলা চালান ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রুশপন্থী টেলিগ্রাম চ্যানেল বাজা বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যানুসারে ট্রেনের চারটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরও দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের ওই কর্মকর্তা এই হামলার বিষয়ে জানিয়েছেন, মালবাহী ওই ট্রেনটিতে করে বিমানের জ্বালানি পরিবহন করা হচ্ছিল। বিস্ফোরণের ফলে ট্রেনটিতে বিপুল পরিমাণ জ্বালানি আশপাশের ১৫০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
তবে ইউক্রেন বা দেশটির নিরাপত্তা বাহিনী এই হামলা দুটির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। রাশিয়াও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় রেল যোগাযোগ প্রতিষ্ঠান আরজেডএইচডি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘বুরিয়াতিয়ার ইতিকিত-ওকুসিকান উপত্যকায় টানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রেনটির লোকোমোটিভ ক্রুরা একটি ডিজেল জ্বালানি ট্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ধোঁয়া দেখার পর ট্রেনটি থামানো হয় এবং সাহায্যের জন্য কাছাকাছি শহর থেকে দুটি অগ্নিনির্বাপক ট্রেন পাঠানো হয়। ট্রেন চলাচল বাধাগ্রস্ত হয়নি। তবে যাত্রা সময় কিছু বেড়েছে। কারণ, অন্য একটি বাইপাস দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৮ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১২ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৫ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৬ ঘণ্টা আগে