Ajker Patrika

ফলাফল যাই হোক ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ভালো হবে না মস্কোর 

ফলাফল যাই হোক ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ভালো হবে না মস্কোর 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যাই হোক দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হবে না। স্থানীয় সময় আজ বুধবার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন থেকে এই বিষয়টি জানানো হয়েছে। ক্রেমলিন বলেছে, ফলাফল যাই হোক, ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতেই থাকবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ নির্বাচন মস্কো-ওয়াশিংটনের সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে না উল্লেখ করে রুশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এসব নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে না।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের বিদ্যমান সম্পর্ক খারাপ এবং ভবিষ্যতেও খারাপই থাকবে।’

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান সংকটের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন ইউক্রেনের বড় ত্রাতা হিসেবে আবির্ভূত হন। তিনি দেশটিকে অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত নানা ধরনের সুবিধা-সহায়তা দিয়েছে। তবে মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা কংগ্রেসের সিনেট এবং হাউস অব রিপ্রেজেনটেটিভসে সংখ্যাগরিষ্ঠতা পায় তবে বাইডেনের পক্ষে এসব সহায়তা বজায় রাখা কঠিন হতে পারে।

চলতি সপ্তাহের শুরুর দিকে, মার্কিন জনগণের প্রতি ইউক্রেনকে সহায়তা দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছিলেন, ‘আমি আপনাদের ঐক্য অটুট রাখার রাখার আহ্বান জানাই যেমনটি এখন আছে।’ 

উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক দফায় সমরাস্ত্র সহযোগিতা দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত