তুরস্কে ভূমিকম্পের সময় একটি হাসপাতালে ইনকিউবেটরে থাকা নবজাতকদের বাঁচাতে দুই নার্সের মরিয়া চেষ্টার ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন নেটিজেনরা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে দুজন নার্স শশব্যস্ত হয়ে ঢুকছেন। তখন ভূমিকম্পে কাঁপছে গোটা ভবন। ইনকিউবেটরগুলোও ভয়ানক রকম নড়ে বেড়াচ্ছে। নবজাতক রাখা দুটি ইনকিউবেটর জড়িয়ে আগলে রাখার চেষ্টা করছেন দুজন নার্স।
তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের বিস্তীর্ণ লোকালয়।
সৌভাগ্যক্রমে ওই হাসপাতালটি রক্ষা পেয়েছে। নার্স দুজন অক্ষত আছেন। বেঁচে গেছে নবজাতকেরাও। পরে দুই নার্সের সঙ্গে কথা বলেছে বিবিসি।
গাজেল কালিস্কান ও দেবলেত নিজাম নামে ওই দুই নার্স বিবিসিকে বলেন, ওই সময়টায় তাঁরা নিজেদের কথা ভাবেননি। তাঁদের মাথায় তখন শুধুই নবজাতকদের বাঁচানোর চিন্তা। কোনোভাবেই যেন ইনকিউবেটর ক্ষতিগ্রস্ত না হয়, এর সঙ্গে যুক্ত টিউবগুলো যেন ছুটে না যায়— তাঁরা প্রাণপণে সেই চেষ্টা করেছেন।
তুরস্কের গাজিয়ান্তেপ অঞ্চলে ওই হাসপাতালের অবস্থান। গাজিয়ান্তেপের কাছেই ছিল গত ১৩ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের উপকেন্দ্র।
তুরস্কে ভূমিকম্পের সময় একটি হাসপাতালে ইনকিউবেটরে থাকা নবজাতকদের বাঁচাতে দুই নার্সের মরিয়া চেষ্টার ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন নেটিজেনরা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে দুজন নার্স শশব্যস্ত হয়ে ঢুকছেন। তখন ভূমিকম্পে কাঁপছে গোটা ভবন। ইনকিউবেটরগুলোও ভয়ানক রকম নড়ে বেড়াচ্ছে। নবজাতক রাখা দুটি ইনকিউবেটর জড়িয়ে আগলে রাখার চেষ্টা করছেন দুজন নার্স।
তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের বিস্তীর্ণ লোকালয়।
সৌভাগ্যক্রমে ওই হাসপাতালটি রক্ষা পেয়েছে। নার্স দুজন অক্ষত আছেন। বেঁচে গেছে নবজাতকেরাও। পরে দুই নার্সের সঙ্গে কথা বলেছে বিবিসি।
গাজেল কালিস্কান ও দেবলেত নিজাম নামে ওই দুই নার্স বিবিসিকে বলেন, ওই সময়টায় তাঁরা নিজেদের কথা ভাবেননি। তাঁদের মাথায় তখন শুধুই নবজাতকদের বাঁচানোর চিন্তা। কোনোভাবেই যেন ইনকিউবেটর ক্ষতিগ্রস্ত না হয়, এর সঙ্গে যুক্ত টিউবগুলো যেন ছুটে না যায়— তাঁরা প্রাণপণে সেই চেষ্টা করেছেন।
তুরস্কের গাজিয়ান্তেপ অঞ্চলে ওই হাসপাতালের অবস্থান। গাজিয়ান্তেপের কাছেই ছিল গত ১৩ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের উপকেন্দ্র।
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
২ মিনিট আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৩৮ মিনিট আগে২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
২ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
৩ ঘণ্টা আগে