ইউরোপের আল্পস পর্বতমালায় বরফ গলে যাওয়া নিয়ে লম্বা সময় ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ুবিদেরা। সেই উদ্বেগ এবার বাস্তব হয়ে দেখা দিয়েছে। দ্রুত গলছে আল্পস পর্বতমালার বরফ। এরই মধ্যে বরফ গলে গিয়ে দেখা দিয়েছে সবুজ ভূমি। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আল্পসের হিমবাহ বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গলেছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পর্বতে তুষারপাতের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। জাতিসংঘের আইপিসিসির জলবায়ু প্রতিবেদন–২০১৯ এ বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার ক্রমাগত বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যেই আল্পস পর্বতের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে।
এদিকে, পর্বতের হিমবাহ গলে সমতল ভূমি দেখা দেওয়ায় দেখা দিয়েছে ব্যতিক্রমী এক সংকট। এ সংকট ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্ত নিয়ে। হিমবাহ থাকাকালীন যে সীমান্ত ছিল সমতল ভূমি দেখা দেওয়ার পর দুই দেশের মধ্যে আগের সীমান্ত থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থিওডুল হিমবাহ দ্রুত গলছে। এতে ইতালির আওস্তা উপত্যকায় সুইজারল্যান্ড সীমান্তে সীমান্তরেখার কাছে পানি প্রবাহিত হওয়ার পথ পরিবর্তন করতে হয়েছে। এগিয়ে গিয়েছে ভ্রমণকারীদের জন্য নির্মিত রিফুজিও গাইড ডেল কার্ভিনোর দিকে। যা সুইজারল্যান্ডে অবস্থিত। তবে হিমবাহ গলে যাওয়ায় সেই পানি প্রবাহের পথ পরিবর্তিত হওয়া তা কোন দেশের আওতায় পড়বে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এর আগে, ২০১৮ সালে ইতালি–সুইজারল্যান্ড সীমান্ত নিয়ে শুরু হওয়া সংলাপে কূটনীতিক সমাধান এলেও এখনো সমাধান বাস্তবায়িত হয়নি।
ইউরোপের আল্পস পর্বতমালায় বরফ গলে যাওয়া নিয়ে লম্বা সময় ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ুবিদেরা। সেই উদ্বেগ এবার বাস্তব হয়ে দেখা দিয়েছে। দ্রুত গলছে আল্পস পর্বতমালার বরফ। এরই মধ্যে বরফ গলে গিয়ে দেখা দিয়েছে সবুজ ভূমি। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আল্পসের হিমবাহ বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গলেছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পর্বতে তুষারপাতের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। জাতিসংঘের আইপিসিসির জলবায়ু প্রতিবেদন–২০১৯ এ বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার ক্রমাগত বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যেই আল্পস পর্বতের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে।
এদিকে, পর্বতের হিমবাহ গলে সমতল ভূমি দেখা দেওয়ায় দেখা দিয়েছে ব্যতিক্রমী এক সংকট। এ সংকট ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্ত নিয়ে। হিমবাহ থাকাকালীন যে সীমান্ত ছিল সমতল ভূমি দেখা দেওয়ার পর দুই দেশের মধ্যে আগের সীমান্ত থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থিওডুল হিমবাহ দ্রুত গলছে। এতে ইতালির আওস্তা উপত্যকায় সুইজারল্যান্ড সীমান্তে সীমান্তরেখার কাছে পানি প্রবাহিত হওয়ার পথ পরিবর্তন করতে হয়েছে। এগিয়ে গিয়েছে ভ্রমণকারীদের জন্য নির্মিত রিফুজিও গাইড ডেল কার্ভিনোর দিকে। যা সুইজারল্যান্ডে অবস্থিত। তবে হিমবাহ গলে যাওয়ায় সেই পানি প্রবাহের পথ পরিবর্তিত হওয়া তা কোন দেশের আওতায় পড়বে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এর আগে, ২০১৮ সালে ইতালি–সুইজারল্যান্ড সীমান্ত নিয়ে শুরু হওয়া সংলাপে কূটনীতিক সমাধান এলেও এখনো সমাধান বাস্তবায়িত হয়নি।
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৬ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
৬ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
৮ ঘণ্টা আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
৯ ঘণ্টা আগে