Ajker Patrika

দ্রুত গলছে আল্পসের বরফ, সীমান্ত নিয়ে নতুন সংকট 

দ্রুত গলছে আল্পসের বরফ, সীমান্ত নিয়ে নতুন সংকট 

ইউরোপের আল্পস পর্বতমালায় বরফ গলে যাওয়া নিয়ে লম্বা সময় ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ুবিদেরা। সেই উদ্বেগ এবার বাস্তব হয়ে দেখা দিয়েছে। দ্রুত গলছে আল্পস পর্বতমালার বরফ। এরই মধ্যে বরফ গলে গিয়ে দেখা দিয়েছে সবুজ ভূমি। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আল্পসের হিমবাহ বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গলেছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পর্বতে তুষারপাতের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। জাতিসংঘের আইপিসিসির জলবায়ু প্রতিবেদন–২০১৯ এ বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার ক্রমাগত বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যেই আল্পস পর্বতের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে। 

এদিকে, পর্বতের হিমবাহ গলে সমতল ভূমি দেখা দেওয়ায় দেখা দিয়েছে ব্যতিক্রমী এক সংকট। এ সংকট ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্ত নিয়ে। হিমবাহ থাকাকালীন যে সীমান্ত ছিল সমতল ভূমি দেখা দেওয়ার পর দুই দেশের মধ্যে আগের সীমান্ত থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থিওডুল হিমবাহ দ্রুত গলছে। এতে ইতালির আওস্তা উপত্যকায় সুইজারল্যান্ড সীমান্তে সীমান্তরেখার কাছে পানি প্রবাহিত হওয়ার পথ পরিবর্তন করতে হয়েছে। এগিয়ে গিয়েছে ভ্রমণকারীদের জন্য নির্মিত রিফুজিও গাইড ডেল কার্ভিনোর দিকে। যা সুইজারল্যান্ডে অবস্থিত। তবে হিমবাহ গলে যাওয়ায় সেই পানি প্রবাহের পথ পরিবর্তিত হওয়া তা কোন দেশের আওতায় পড়বে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। 

এর আগে, ২০১৮ সালে ইতালি–সুইজারল্যান্ড সীমান্ত নিয়ে শুরু হওয়া সংলাপে কূটনীতিক সমাধান এলেও এখনো সমাধান বাস্তবায়িত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত