Ajker Patrika

ক্যান্সার সারিয়ে তুলছে করোনা!

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৩: ০৭
ক্যান্সার সারিয়ে তুলছে করোনা!

করোনায় আক্রান্ত হওয়ার পর ব্লাড ক্যান্সার থেকে সেরে উঠেছেন যুক্তরাজ্যের ৬১ বছর বয়সী এক লোক। চিকিৎসকরা ধারণা করছেন, করোনার কারণে ওই ব্যক্তির দেহে টিউমার প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে। আর এতেই ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত গ্রীষ্মে যুক্তরাজ্যের রয়েল কর্নওয়াল হাসপাতালে পরীক্ষা করার পর ওই ব্যক্তির দেহে হজকিন্স লিম্ফোমা নামের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ২ হাজার ১০০ জন মানুষ এই রোগে আক্রান্ত হন।

হজকিন্স লিম্ফোমা হলে রক্তের শ্বেত কণিকার সংখ্যা অত্যধিক বেড়ে যায় এবং লিম্ফ নোডে ছড়িয়ে পড়ে। লিম্ফ নোড হলো শিমের বীজের আকারের একটি গ্রন্থি যেটি গলায়, তলপেট এবং কুঁচকিতে থাকে। হজকিন্স লিম্ফোমা আক্রান্ত হলে রোগী পাঁচ বছর বা এর চেয়ে কিছু বেশি বাঁচে না।

ক্যান্সারের চিকিৎসা শুরু হওয়ার আগেই ওই ব্যক্তি করোনা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর তাঁর ক্যান্সারের পরীক্ষা করা হয়। দেখা যায় যে ওই ব্যক্তির শরীরে আর ক্যান্সারের অস্তিত্ব নেই। হজকিন্স লিম্ফোমা থেকে হঠাৎ সেরে ওঠা সম্ভব। তবে এটি বিরল ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে কয়েক ডজন এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের হেমাটোলজি জার্নালেও ওই ব্যক্তির ক্যান্সার থেকে সেরে ওঠার ঘটনা উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে রয়েল কর্নওয়াল হাসপাতালের চিকিৎসক ড. সারাহ চ্যাল্লোনের বলেন, আমাদের ধারণা, করোনা টিউমার প্রতিরোধী ক্ষমতা তৈরি করেছে।

করোনা থেকে সেরে ওঠার পর শরীরে যে টি-সেল তৈরি হয় সেটি হয়তো ক্যান্সারের কোষকে আক্রমণ করেছে এবং এতেই ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন- এমনটিই মনে করছেন ড. সারাহর মতো বিশেষজ্ঞরা।

তবে অনেক বিশেষজ্ঞই বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করে কোনো ধারণা না করতে সতর্ক করে দিয়েছেন। যুক্তরাজ্যে ক্যান্সার গবেষণা কেন্দ্রের  ক্যান্সার ইনফরমেশন বিভাগের প্রধান নার্স মার্টিন লেডউয়িক বলেন, এই সময়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনোটা ঠিক হবে না। যারা ক্যান্সার রোগী তাঁদের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিৎ।

গত বছর ইতালির ক্রেমোনা হাসপাতালেও করোনায় আক্রান্ত হওয়ার পর এক ব্যক্তি ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনাটি অ্যাকটা বায়ো মেডিকা জার্নালে প্রকাশ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত