Ajker Patrika

তাইওয়ান-ইউক্রেন বিষয়ে দ্বিমুখী আচরণ করছে যুক্তরাষ্ট্র: চীন 

আপডেট : ৩০ জুলাই ২০২২, ২৩: ০৯
তাইওয়ান-ইউক্রেন বিষয়ে দ্বিমুখী আচরণ করছে যুক্তরাষ্ট্র: চীন 

ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলাকে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত বলা হলেও অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে তাইওয়ান নিয়ে চীনে নীতিকে চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করছে বলে অভিযোগ করেছে চীন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন বিষয়ে বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এ কথা বলেন জাতিসংঘে নিযুক্ত চীনা উপ–রাষ্ট্রদূত গেং শুয়াং। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে গেং শুয়াং সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যেকার টেলিফোন আলাপে সি বাইডেনকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করে দেন। সি বলেন, আগুন নিয়ে খেললে পুড়তে হবে। সির সতর্কবার্তার মাত্র একদিন পরেই চীনের উপ–রাষ্ট্রদূতের কাছ থেকে এমন মন্তব্য এল। 

গেং শুয়াং বলেন, ‘যদিও কিছু দেশ বারবার ইউক্রেনের ইস্যুতে সার্বভৌমত্ব বজায় রাখার নীতির ওপর জোর দিয়েছে, তারাই আবার অবিরামভাবে তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে এবং এমনকি ইচ্ছাকৃতভাবে তাইওয়ান প্রণালিতে উত্তেজনার সৃষ্টি করেছে।’ 

জাতিসংঘে নিযুক্ত চীনা উপ–রাষ্ট্রদূত গেং শুয়াং আরও বলেন, পশ্চিমা দেশগুলো ক্রমাগত তাইওয়ান ইস্যুতে গভীর উদ্বেগ তৈরি করছে। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের সংকল্পকে অবমূল্যায়ন করা উচিত নয়। আমরা আশা করি, সংশ্লিষ্ট সব দেশই আমাদের নীতিকে পরিষ্কারভাবে উপলব্ধি করবে এবং আগুন নিয়ে খেলবে বন্ধ করবে। 

এদিকে, যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র অবশ্য পরিষ্কার করে কিছু জানায়নি। পেলোসিও বলেছেন, তিনি এখনো এই সফরের বিষয়ে কোনো কথা আনুষ্ঠানিকভাবে জানাননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত