Ajker Patrika

স্ত্রীর মৃত্যুর পর শ্বশুরকে দেখালেন আত্মহত্যাচেষ্টার ভিডিও

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৩: ১২
স্ত্রীর মৃত্যুর পর শ্বশুরকে দেখালেন আত্মহত্যাচেষ্টার ভিডিও

স্ত্রীর মৃত্যুর পর শ্বশুরকে বলেন আত্মহত্যা করেছে তাঁর মেয়ে। এ ঘটনা প্রমাণ করতে নিজের ধারণ করা আত্মহত্যাচেষ্টার একটি ভিডিও শ্বশুরকে দেখান সঞ্জয় গুপ্ত নামে এক ব্যক্তি। ভারতের উত্তর প্রদেশের কানপুরে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মৃত নারীর নাম শোভিতা গুপ্তা। পাঁচ বছর আগে সঞ্জয় গুপ্তর সঙ্গে তাঁর বিয়ে হয়। পুলিশ বলছে, স্বামীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল ওই নারীর। এ নিয়ে মৃতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

মৃত নারীর বাবা রাজ কিশোর গুপ্ত জানান, গত মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে কল করে মেয়ের আত্মহত্যার কথা জানান জামাতা। খবর পেয়ে ছুটে যান তাঁরা। এ সময় শোবিতার মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন এবং সঞ্জয় গুপ্তকে তাঁর বুকে চাপ দিতে দেখেন তাঁরা। 

পরে তাঁরা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশকে খবর দেন তাঁরা। 

এ সময় সঞ্জয় গুপ্ত তাঁর নিজের ধারণ করা একটি ভিডিও শ্বশুরকে দেখান। তিনি দাবি করেন, আত্মহত্যার প্রথম চেষ্টার সময় তিনি বাধা দিয়েছিলেন। এ সময় তাঁর আচরণ অত্যন্ত সন্দেহজনক ছিল বলে জানান শোবিতার বাবা।

শোবিতার বাবা বলেন, ‘আমরা গিয়ে দেখি হাসপাতালে নেওয়ার পরিবর্তে মেয়ের বুকে চাপ দেওয়া হচ্ছে। সঞ্জয় আমাদের ভিডিও দেখিয়ে বলে, অনেক আগে থেকে শোবিতা আত্মহত্যার চেষ্টা করে আসছিল। সে তাকে থামায়নি কিন্তু ভিডিও ধারণ করেছে। এ ঘটনা ঘটে সাড়ে ১২টায়। এর কিছুক্ষণ পর সে মারা যায়, যেটি সন্দেহজনক।’ 

মোবাইলে সঞ্জয় গুপ্তের ধারণ করা একটি ভিডিও দেখা যায়, শোবিতা বিছানার ওপর উঠে ফ্যানের সঙ্গে গলায় স্কার্ফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। এ সময় স্ত্রীকে আটকানোর জন্য কোনো চেষ্টা করতে দেখা যায়নি সঞ্জয় গুপ্তকে। এমনকি যখন তাঁর স্ত্রী চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছেন তখন তিনি বলছিলেন, ‘বাহ! এইটা তোমার চিন্তা? খুবই খারাপ চিন্তা।’ এই কথা শুনে শোবিতা ফাঁস খুলে বিছানায় দাঁড়িয়ে স্বামীর দিকে তাকান। এ সময় ভিডিওটি শেষ হয়। 

এদিকে এ ঘটনায় হতবাক শোবিতার পরিবার। তারা বলছে, মেয়েকে বাঁচানো যেত, কিন্তু কেউ তাঁকে বাধা দেয়নি। এ ঘটনার বিচার দাবি করেন তাঁরা। 

এদিকে স্ত্রীর মৃত্যুতে সঞ্জয়ের ভূমিকা নিয়ে তদন্ত করছে পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয়কে থানায় নিয়ে আসা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত