Ajker Patrika

চীন সীমান্তে তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
Thumbnail image

চীন সীমান্তের কাছে তাজিকিস্তানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীনের সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। শক্তিশালী এ ভূমিকম্পে চীনের জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় এবং আর্টাক্স তীব্রভাবে কেঁপে উঠেছে। 

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ সকালে তাজিকিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে আঘাত হেনেছিল। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও চীনের সীমান্তবর্তী আধা-স্বায়ত্তশাসিত পূর্বাঞ্চলীয় গোর্নো-বাদাখশানে। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের প্রায় ২০ মিনিট পর আরেকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। পরাঘাতটি ছিল ৫ মাত্রার। যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেখানে জনবসতি কম এবং এর চারপাশে সুউচ্চ পামির পর্বতমালা রয়েছে। এই অঞ্চলে তাজিকিস্তানের সবচেয়ে বড় হ্রদ ‘লেক সরেজ’ রয়েছে। ১৯১১ সালে শক্তিশালী ভূমিকম্পের কারণে এই হ্রদ সৃষ্টি হয়েছিল। লেক সরেজের পেছনে পামির পাহাড়ের গভীরে একটি প্রাকৃতিক বাঁধ রয়েছে। এটি বিধ্বস্ত হলে প্রাণহানির সংখ্যা ব্যাপক হবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। 

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত দুই দেশের মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এরপর গত মঙ্গলবার তুরস্ক-সিরিয়া সীমান্তে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভয়াবহ এ ভূমিকম্পের ক্ষত না শুকাতেই আবার চীন-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প আঘাত হানল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত