টেসলার ইলন ও এবং গোল্ডম্যান শ্যাক্সের ডেভিড সলোমনসহ বিদেশি বড় কোম্পানির সিইওদের একটি দল কয়েক মাসে চীন সফর করেছেন। এই সফর সম্পর্কে তেমন কোনো তথ্য গণমাধ্যমে আসেনি। জানতে পারেনি যুক্তরাষ্ট্রও। যা দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলেছে।
ধারণা করা হচ্ছে, চীন ভ্রমণ নিয়ে তাঁরা দেশটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যবসা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন তবে এসব তেমন একটা প্রকাশ্যে আনেননি। এর কারণ হতে পারে চীনে করোনা মহামারির পর থেকে গণমাধ্যম নিষ্ক্রিয় হয়ে ওঠা।
এমনকি যেই ইলন মাস্কের ঘনঘন টুইট করার বাতিক রয়েছে তিনিও চীন সফরকালে কোনো টুইট করেননি। তবে সফরে যাওয়ার আগে দুটি পোস্টে তিনি এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন। ২০২০ সালে টেসলার সাংহাই প্ল্যান্টে তৈরি প্রথম গাড়ির ডেলিভারির অনুষ্ঠানে মঞ্চে উঠে নেচেছিলেন ইলন। এটি গণমামাধ্যমেও দেখানো হয়েছিল। কিন্তু এবার তার প্ল্যান্ট পরিদর্শন কভার করতে মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।
গোল্ডম্যানের সলোমন গণমাধ্যমে আরও নিষ্ক্রিয়। ২০১৯ সালে তিনি মিডিয়া সাক্ষাৎকার এবং বিভিন্ন ফোরামে অংশ নিয়েছিলেন। তবে এ বছরের মার্চের সফরকালে তিনি শুধু রুদ্ধদ্বার বৈঠকই করেছেন। এসব বৈঠকের মধ্য রয়েছে চীনের সার্বভৌম সম্পদ তহবিল এবং একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চেম্বার অফ কমার্স এবং ট্রেড অ্যাসোসিয়েশনের সিনিয়র স্টাফ বলেছেন, গত কয়েক দশকে পশ্চিমা বৃহৎ কোম্পানিগুলোর সিইওদের চীন ভ্রমণ ও দেশটিতে তাঁদের কার্যক্রমের তথ্যঘাটতি চীন-যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলেছে।
সংস্থাটি বলেছে, রাষ্ট্রপতি শি জিনপিং জাতীয় নিরাপত্তার বিষয়ে গুরুত্ত্ব বৃদ্ধি ও পরামর্শদাতা এবং গোয়েন্দা সংস্থার ওপর নির্ভরশীলতা হ্রাস করেছে। যা বিদেশি কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে।
কানাডা-চায়না বিজনেস কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর নোয়াহ ফ্রেজার বলেছেন, ‘সফরকারী এসব নির্বাহীরা আর নতুন ব্যবসার সুযোগের আশায় নেই বরং বিদ্যমান সম্পর্ক বজায় রাখার দিকে মনোনিবেশ করছেন। তাঁরা আর কোনো প্রেস বা বড় ডিনারে কথা বলার সুযোগ দেবে না।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চেম্বার অফ কমার্স একটি বিবৃতিতে বলেছে, চীনে পরিচালিত সংস্থাগুলো সর্বদা সতর্কতা অবলম্বন করেছে এবং এখন সংবেদনশীল হিসাবে বিবেচিত হতে পারে এমন ক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।
এসব বিষয়ে জানতে টেসলা মন্তব্যের অনুরোধে সাড়া দেননি আর গোল্ডম্যান মন্তব্য করতে অস্বীকার করেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন সিইওদের এসব সফর চীনা অর্থনীতিতে ‘আস্থার ভোট’। এসব ভ্রমণ তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ভাবা মার্কিন সরকারের ‘ভুল নীতি’ ছিল। পাল্টা গুপ্তচরবৃত্তি আইনে ও নিরাপত্তার স্বার্থে এসব সফরের তথ্য গোপন করা চীনের অধিকার ছিল।
মার্কিন বাণিজ্য বিভাগ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
টেসলার ইলন ও এবং গোল্ডম্যান শ্যাক্সের ডেভিড সলোমনসহ বিদেশি বড় কোম্পানির সিইওদের একটি দল কয়েক মাসে চীন সফর করেছেন। এই সফর সম্পর্কে তেমন কোনো তথ্য গণমাধ্যমে আসেনি। জানতে পারেনি যুক্তরাষ্ট্রও। যা দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলেছে।
ধারণা করা হচ্ছে, চীন ভ্রমণ নিয়ে তাঁরা দেশটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যবসা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন তবে এসব তেমন একটা প্রকাশ্যে আনেননি। এর কারণ হতে পারে চীনে করোনা মহামারির পর থেকে গণমাধ্যম নিষ্ক্রিয় হয়ে ওঠা।
এমনকি যেই ইলন মাস্কের ঘনঘন টুইট করার বাতিক রয়েছে তিনিও চীন সফরকালে কোনো টুইট করেননি। তবে সফরে যাওয়ার আগে দুটি পোস্টে তিনি এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন। ২০২০ সালে টেসলার সাংহাই প্ল্যান্টে তৈরি প্রথম গাড়ির ডেলিভারির অনুষ্ঠানে মঞ্চে উঠে নেচেছিলেন ইলন। এটি গণমামাধ্যমেও দেখানো হয়েছিল। কিন্তু এবার তার প্ল্যান্ট পরিদর্শন কভার করতে মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।
গোল্ডম্যানের সলোমন গণমাধ্যমে আরও নিষ্ক্রিয়। ২০১৯ সালে তিনি মিডিয়া সাক্ষাৎকার এবং বিভিন্ন ফোরামে অংশ নিয়েছিলেন। তবে এ বছরের মার্চের সফরকালে তিনি শুধু রুদ্ধদ্বার বৈঠকই করেছেন। এসব বৈঠকের মধ্য রয়েছে চীনের সার্বভৌম সম্পদ তহবিল এবং একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চেম্বার অফ কমার্স এবং ট্রেড অ্যাসোসিয়েশনের সিনিয়র স্টাফ বলেছেন, গত কয়েক দশকে পশ্চিমা বৃহৎ কোম্পানিগুলোর সিইওদের চীন ভ্রমণ ও দেশটিতে তাঁদের কার্যক্রমের তথ্যঘাটতি চীন-যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলেছে।
সংস্থাটি বলেছে, রাষ্ট্রপতি শি জিনপিং জাতীয় নিরাপত্তার বিষয়ে গুরুত্ত্ব বৃদ্ধি ও পরামর্শদাতা এবং গোয়েন্দা সংস্থার ওপর নির্ভরশীলতা হ্রাস করেছে। যা বিদেশি কোম্পানির ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে।
কানাডা-চায়না বিজনেস কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর নোয়াহ ফ্রেজার বলেছেন, ‘সফরকারী এসব নির্বাহীরা আর নতুন ব্যবসার সুযোগের আশায় নেই বরং বিদ্যমান সম্পর্ক বজায় রাখার দিকে মনোনিবেশ করছেন। তাঁরা আর কোনো প্রেস বা বড় ডিনারে কথা বলার সুযোগ দেবে না।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চেম্বার অফ কমার্স একটি বিবৃতিতে বলেছে, চীনে পরিচালিত সংস্থাগুলো সর্বদা সতর্কতা অবলম্বন করেছে এবং এখন সংবেদনশীল হিসাবে বিবেচিত হতে পারে এমন ক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে।
এসব বিষয়ে জানতে টেসলা মন্তব্যের অনুরোধে সাড়া দেননি আর গোল্ডম্যান মন্তব্য করতে অস্বীকার করেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন সিইওদের এসব সফর চীনা অর্থনীতিতে ‘আস্থার ভোট’। এসব ভ্রমণ তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ভাবা মার্কিন সরকারের ‘ভুল নীতি’ ছিল। পাল্টা গুপ্তচরবৃত্তি আইনে ও নিরাপত্তার স্বার্থে এসব সফরের তথ্য গোপন করা চীনের অধিকার ছিল।
মার্কিন বাণিজ্য বিভাগ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
২ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
৩ ঘণ্টা আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
৪ ঘণ্টা আগে